ETV Bharat / city

West Bengal Weather Update: নবান্ন অভিযানে বাধা হতে পারে বৃষ্টি, কাল থেকে কমবে প্রভাব - Road Safety Legends League Cricket 2022

আর মাত্র কয়েকঘণ্টা পরেই শুরু বিজেপির নবান্ন অভিযান (West Bengal Weather Update) ৷ এদিকে নিম্নচাপের জেরে শহরজুড়ে অবিরাম বৃষ্টি চলছে ৷ আগামিকাল পর্যন্ত পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না ।

West Bengal Weather Update
ETV Bharat
author img

By

Published : Sep 13, 2022, 7:14 AM IST

Updated : Sep 13, 2022, 7:37 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: আজ শহরে বিজেপির নবান্ন অভিযান (West Bengal Weather Update) ৷ আবার সপ্তাহ দুয়েকের মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দামামা বাজবে। প্রস্তুতি চলছে (Durga Puja 2022)। এরই মাঝে কলকাতায় কিংবদন্তী ক্রিকেটাররা দু‘দিন ক্রিকেট খেলবেন (Road Safety Legends League Cricket 2022)। বাতাসে উৎসবের রং যখন লাগতে শুরু করেছে তখন তাল কাটতে উপস্থিত নিম্নচাপ। ফলে উৎসবের আয়োজকদের কপালে বড়সড় চিন্তার ভ্রুকুটি। কিন্তু এরই মাঝে হাওয়া অফিস কিছুটা সুখবর শোনাচ্ছে। নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি তার ঘাটতি অনেকটাই কমিয়ে ফেলেছে। পূর্বাভাস বলছে 14 সেপ্টম্বর থেকে বৃষ্টি কমবে। তার আগে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গকে ভিজিয়ে দিয়ে যাবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতরের (Regional Meteorological Centre Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, “গভীর নিম্নচাপ দুর্বল হয়ে মধ্যপ্রদেশের ওপর রয়েছে। কিন্তু তা বলে বৃষ্টি পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গে। মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়ে রয়েছে। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলিতে ।”

পুজোর মুখে আবারও বৃষ্টির সম্ভবনা, দেখুন ভিডিয়ো
দক্ষিণবঙ্গে আগস্ট মাসের শুরুতে বৃষ্টির ঘাটতি ছিল 50 শতাংশ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সেই বৃষ্টির ঘাটতি কমে 26 শতাংশে এসে দাঁড়িয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টিতে ঘাটতি আরও কমবে বলে আবহাওয়া দফতরের অনুমান। এই বৃষ্টি এমন ধান চাষে কিছুটা সহায়ক হলেও সবজি চাষের ক্ষতি হবে নিম্নচাপের বৃষ্টির জেরে ।

আরও পড়ুন: নবান্ন অভিযানের জেরে মঙ্গলে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা, নিয়ন্ত্রিত হবে হাওড়া ও দ্বিতীয় হুগলি ব্রিজে যান চলাচল

আবহাওয়া দফতরের পূবাভাস অনুয়ায়ী, “ আজ এবং আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদীয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হাওড়াতেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ আগামী কয়েক দিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে । মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, নিচের দিকে এই তিন জেলায় 13 ও 14 সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবাহাওয়া দফতরের অধিকর্তা ৷
সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতা 97 শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে 46 দশমিক 6 মিলিমিটার। মঙ্গলবার আকাশ মেঘলা থাকেব । বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির আশেপাশে থাকবে।

কলকাতা, 13 সেপ্টেম্বর: আজ শহরে বিজেপির নবান্ন অভিযান (West Bengal Weather Update) ৷ আবার সপ্তাহ দুয়েকের মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দামামা বাজবে। প্রস্তুতি চলছে (Durga Puja 2022)। এরই মাঝে কলকাতায় কিংবদন্তী ক্রিকেটাররা দু‘দিন ক্রিকেট খেলবেন (Road Safety Legends League Cricket 2022)। বাতাসে উৎসবের রং যখন লাগতে শুরু করেছে তখন তাল কাটতে উপস্থিত নিম্নচাপ। ফলে উৎসবের আয়োজকদের কপালে বড়সড় চিন্তার ভ্রুকুটি। কিন্তু এরই মাঝে হাওয়া অফিস কিছুটা সুখবর শোনাচ্ছে। নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি তার ঘাটতি অনেকটাই কমিয়ে ফেলেছে। পূর্বাভাস বলছে 14 সেপ্টম্বর থেকে বৃষ্টি কমবে। তার আগে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গকে ভিজিয়ে দিয়ে যাবে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতরের (Regional Meteorological Centre Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, “গভীর নিম্নচাপ দুর্বল হয়ে মধ্যপ্রদেশের ওপর রয়েছে। কিন্তু তা বলে বৃষ্টি পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গে। মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়ে রয়েছে। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলিতে ।”

পুজোর মুখে আবারও বৃষ্টির সম্ভবনা, দেখুন ভিডিয়ো
দক্ষিণবঙ্গে আগস্ট মাসের শুরুতে বৃষ্টির ঘাটতি ছিল 50 শতাংশ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সেই বৃষ্টির ঘাটতি কমে 26 শতাংশে এসে দাঁড়িয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টিতে ঘাটতি আরও কমবে বলে আবহাওয়া দফতরের অনুমান। এই বৃষ্টি এমন ধান চাষে কিছুটা সহায়ক হলেও সবজি চাষের ক্ষতি হবে নিম্নচাপের বৃষ্টির জেরে ।

আরও পড়ুন: নবান্ন অভিযানের জেরে মঙ্গলে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা, নিয়ন্ত্রিত হবে হাওড়া ও দ্বিতীয় হুগলি ব্রিজে যান চলাচল

আবহাওয়া দফতরের পূবাভাস অনুয়ায়ী, “ আজ এবং আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদীয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হাওড়াতেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ৷ আগামী কয়েক দিন দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হতে পারে । মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, নিচের দিকে এই তিন জেলায় 13 ও 14 সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবাহাওয়া দফতরের অধিকর্তা ৷
সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতা 97 শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে 46 দশমিক 6 মিলিমিটার। মঙ্গলবার আকাশ মেঘলা থাকেব । বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : Sep 13, 2022, 7:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.