ETV Bharat / city

KMC Preparation for TMC 21 July: 21’র সমাবেশ শেষে 40 মিনিটে পরিষ্কার হবে কলকাতার রাজপথ - তৃণমূলের শহিদ দিবস

মাত্র চল্লিশ মিনিটে শহরের রাস্তা সাফ করবেন কলকাতা পৌরনিগমের সাফাই কর্মীরা (KMC Workers will Clear Streets of Kolkata Only 40 Minutes After TMC 21st July Rally) ৷ এমনটাই জানিয়েছেন, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ৷ তৃণমূলের 21 জুলাইয়ের সমাবেশ শেষ হলেই ধর্মতলা ও তার সংলগ্ন রাস্তা পরিষ্কার করতে এই উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরনিগমের জঞ্জাল বিভাগ ৷

KMC Workers will Clear Streets of Kolkata Only 40 Minutes After TMC 21st July Rally
KMC Workers will Clear Streets of Kolkata Only 40 Minutes After TMC 21st July Rally
author img

By

Published : Jul 20, 2022, 4:59 PM IST

কলকাতা, 20 জুলাই: করোনার জেরে দু’বছর হয়নি ধর্মতলার 21’র সমাবেশ ৷ প্রায় দু’বছর পরে জন প্লাবন হবে তৃণমূলের শহিদ দিবসে ৷ এমনটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব ৷ ইতিমধ্যেই, বিপুল জনসমাগম নিয়ন্ত্রণে কোমর বেঁধে নেমেছে পুলিশ। তবে, তৃণমূলের এই বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের জন্য পানীয় জল, স্বাস্থ্য শিবির, অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে সভাস্থলের আবর্জনা সাফাই বা শৌচলায়ের পর্যাপ্ত ব্যবস্থা করাও একটা বড় ঝক্কি ৷ এই বিরাট কর্মকাণ্ডের দায়িত্ব থাকছে কলকাতা পৌরনিগমের কাঁধে (KMC Workers will Clear Streets of Kolkata Only 40 Minutes After TMC 21st July Rally)।

তৃণমূলের এই মেগা-ইভেন্টে এই সব পরিষেবা সঠিকভাবে দেওয়াই বড় চ্যালেঞ্জ কলকাতা পৌরনিগমের কাছে ৷ তবে, পৌরনিগমের তরফে বলা হচ্ছে, সমাবেশ শেষে রাজপথ সাফ হবে মাত্র 30-40 মিনিটের মধ্যে ৷ বৃহস্পতিবারের সমাবেশ ঘিরে কলকাতা পৌরনিগম ঠিক কী প্রস্তুতি নিয়েছে ?

কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, ধর্মতলার যে সমস্ত সুলভ শৌচালয় আছে সেগুলি খোলা থাকবে ৷ তা ছাড়াও বিভিন্ন জায়গায় অস্থায়ী শৌচালয় বসানো হচ্ছে ৷ থাকছে বায়ো টয়লেট ৷ শিয়ালদা স্টেশন, এসএন ব্যানার্জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ ও ময়দান লাগোয়া এলাকায় একাধিক পানীয় জলের গাড়ি রাখা থাকবে ৷ সমাবেশ স্থল পরিষ্কার করে আশপাশের চত্ত্বরে ছড়ানো হবে চুন ও ব্লিচিং ৷ প্রত্যেকটি রাস্তায় নির্দিষ্ট দূরত্বে বসানো হবে জঞ্জাল ফেলার বিন ৷ মঞ্চ থেকে শুরু করে আশেপাশের এলাকা কঠিন বর্জ্য বিভাগের তরফে জীবাণুমুক্ত করা হবে সমাবেশের আগে ও পরে ৷

21’র সমাবেশ শেষে 40 মিনিটে পরিস্কার হবে কলকাতার রাজপথ

আরও পড়ুন: 21 July: 21 জুলাইয়ের সমাবেশের জন্য শিয়ালদাতে করা হল স্বাস্থ্যশিবির

এর পরেও জঞ্জাল সাফাই বিভাগের প্রায় এক হাজারের উপর 100 দিনের প্রকল্পের কর্মীরা ৷ সমাবেশ শেষে ভিড় কমতে শুরু করলেই, শুরু হবে সাফাই অভিযান ৷ ধর্মতলা শুধু নয়, ময়দান, পার্কস্ট্রিট, এজেসি বসু রোড, সিআইটি বা বিধান সরণি সহ আশপাশের সব এলাকায় চলবে সাফাই অভিযান ৷ মহূর্তের মধ্যে লোকজনের ফেলে যাওয়া আবর্জনা ছোট ছোট ব্যাটারি চালিত গাড়ি করে নিয়ে যাওয়া হবে স্থানীয় কম্প্যাক্টর স্টেশনে ৷ সেখান থেকে বড় ট্রাকে নিয়ম মাফিক ধাপায় ফেলা হবে আবর্জনা ৷ এই পুরো প্রক্রিয়া শেষ করে রাজপথকে পরিস্কার-পরিচ্ছন্ন করতে 30-40 মিনিট সময় লাগবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ৷

কলকাতা, 20 জুলাই: করোনার জেরে দু’বছর হয়নি ধর্মতলার 21’র সমাবেশ ৷ প্রায় দু’বছর পরে জন প্লাবন হবে তৃণমূলের শহিদ দিবসে ৷ এমনটাই মনে করছে তৃণমূল নেতৃত্ব ৷ ইতিমধ্যেই, বিপুল জনসমাগম নিয়ন্ত্রণে কোমর বেঁধে নেমেছে পুলিশ। তবে, তৃণমূলের এই বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের জন্য পানীয় জল, স্বাস্থ্য শিবির, অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে সভাস্থলের আবর্জনা সাফাই বা শৌচলায়ের পর্যাপ্ত ব্যবস্থা করাও একটা বড় ঝক্কি ৷ এই বিরাট কর্মকাণ্ডের দায়িত্ব থাকছে কলকাতা পৌরনিগমের কাঁধে (KMC Workers will Clear Streets of Kolkata Only 40 Minutes After TMC 21st July Rally)।

তৃণমূলের এই মেগা-ইভেন্টে এই সব পরিষেবা সঠিকভাবে দেওয়াই বড় চ্যালেঞ্জ কলকাতা পৌরনিগমের কাছে ৷ তবে, পৌরনিগমের তরফে বলা হচ্ছে, সমাবেশ শেষে রাজপথ সাফ হবে মাত্র 30-40 মিনিটের মধ্যে ৷ বৃহস্পতিবারের সমাবেশ ঘিরে কলকাতা পৌরনিগম ঠিক কী প্রস্তুতি নিয়েছে ?

কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, ধর্মতলার যে সমস্ত সুলভ শৌচালয় আছে সেগুলি খোলা থাকবে ৷ তা ছাড়াও বিভিন্ন জায়গায় অস্থায়ী শৌচালয় বসানো হচ্ছে ৷ থাকছে বায়ো টয়লেট ৷ শিয়ালদা স্টেশন, এসএন ব্যানার্জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ ও ময়দান লাগোয়া এলাকায় একাধিক পানীয় জলের গাড়ি রাখা থাকবে ৷ সমাবেশ স্থল পরিষ্কার করে আশপাশের চত্ত্বরে ছড়ানো হবে চুন ও ব্লিচিং ৷ প্রত্যেকটি রাস্তায় নির্দিষ্ট দূরত্বে বসানো হবে জঞ্জাল ফেলার বিন ৷ মঞ্চ থেকে শুরু করে আশেপাশের এলাকা কঠিন বর্জ্য বিভাগের তরফে জীবাণুমুক্ত করা হবে সমাবেশের আগে ও পরে ৷

21’র সমাবেশ শেষে 40 মিনিটে পরিস্কার হবে কলকাতার রাজপথ

আরও পড়ুন: 21 July: 21 জুলাইয়ের সমাবেশের জন্য শিয়ালদাতে করা হল স্বাস্থ্যশিবির

এর পরেও জঞ্জাল সাফাই বিভাগের প্রায় এক হাজারের উপর 100 দিনের প্রকল্পের কর্মীরা ৷ সমাবেশ শেষে ভিড় কমতে শুরু করলেই, শুরু হবে সাফাই অভিযান ৷ ধর্মতলা শুধু নয়, ময়দান, পার্কস্ট্রিট, এজেসি বসু রোড, সিআইটি বা বিধান সরণি সহ আশপাশের সব এলাকায় চলবে সাফাই অভিযান ৷ মহূর্তের মধ্যে লোকজনের ফেলে যাওয়া আবর্জনা ছোট ছোট ব্যাটারি চালিত গাড়ি করে নিয়ে যাওয়া হবে স্থানীয় কম্প্যাক্টর স্টেশনে ৷ সেখান থেকে বড় ট্রাকে নিয়ম মাফিক ধাপায় ফেলা হবে আবর্জনা ৷ এই পুরো প্রক্রিয়া শেষ করে রাজপথকে পরিস্কার-পরিচ্ছন্ন করতে 30-40 মিনিট সময় লাগবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.