ETV Bharat / city

KMC worker dies in accident: শহরে ফের বেপরোয়া গতির বলি পৌরকর্মী, গ্রেফতার অভিযুক্ত চালক - দুর্ঘটনায় পৌরকর্মীর মৃত্যু

শহরে ফের বেপরোয়া গতির বলি হলেন এক পৌরকর্মী (KMC worker dies in accident)৷ কলের কাজ করার সময় তাঁকে ধাক্কা মারে একটি গাড়ি ৷ তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ (Lake Gardens accident)৷

KMC worker dies in road accident at Lake Gardens
শহরে ফের বেপরোয়া গতির বলি পৌরকর্মী
author img

By

Published : Apr 28, 2022, 10:24 AM IST

কলকাতা, 28 এপ্রিল: ফের শহরে বেপরোয়া গতির বলি পৌরকর্মী (KMC worker dies in accident)! পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পৌরকর্মীর নাম লক্ষ্মীকান্ত মণ্ডল । তিন মাস পর তাঁর অবসর নেওয়ার কথা ছিল । তবে তার আগেই গাড়ির ধাক্কায় অকালমৃত্যু হল তাঁর । এই ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে লেক থানার পুলিশ (Lake Gardens accident)। আটক করা হয়েছে গাড়িটি ।

জানা গিয়েছে, বুধবার 92 নম্বর ওয়ার্ডের রাস্তায় একটি কলের কাজ করছিলেন পৌরকর্মী লক্ষ্মীকান্ত মণ্ডল (KMC worker dies in road accident)। সেই সময় দ্রুতগতিতে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে । সঙ্গে সঙ্গে ওই কর্মীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় । সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । অতিরিক্ত রক্তপাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

আরও পড়ুন: Anubrata Mandal's Security Accident : পথ দুর্ঘটনায় মৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে-সহ 2, আশঙ্কাজনক 2

গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (road accident in Kolkata)। রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি গাড়িটি ব্রেক ফেল করেছিল, নাকি তার গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তার তদন্ত করছে পুলিশ । লেক থানা সূত্রে খবর, গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হবে ।

কলকাতা, 28 এপ্রিল: ফের শহরে বেপরোয়া গতির বলি পৌরকর্মী (KMC worker dies in accident)! পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পৌরকর্মীর নাম লক্ষ্মীকান্ত মণ্ডল । তিন মাস পর তাঁর অবসর নেওয়ার কথা ছিল । তবে তার আগেই গাড়ির ধাক্কায় অকালমৃত্যু হল তাঁর । এই ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে লেক থানার পুলিশ (Lake Gardens accident)। আটক করা হয়েছে গাড়িটি ।

জানা গিয়েছে, বুধবার 92 নম্বর ওয়ার্ডের রাস্তায় একটি কলের কাজ করছিলেন পৌরকর্মী লক্ষ্মীকান্ত মণ্ডল (KMC worker dies in road accident)। সেই সময় দ্রুতগতিতে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে । সঙ্গে সঙ্গে ওই কর্মীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় । সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । অতিরিক্ত রক্তপাতের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

আরও পড়ুন: Anubrata Mandal's Security Accident : পথ দুর্ঘটনায় মৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে-সহ 2, আশঙ্কাজনক 2

গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (road accident in Kolkata)। রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি গাড়িটি ব্রেক ফেল করেছিল, নাকি তার গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তার তদন্ত করছে পুলিশ । লেক থানা সূত্রে খবর, গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.