কলকাতা, 9 সেপ্টেম্বর: গাড়ির হর্নের শব্দে কান পাতা দায় শহর কলকাতায় ৷ অথচ, উধাও পাখির ডাক ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য হল, ক্রমশ কলকাতায় কমছে গাছের সংখ্যা ৷ ফলে বাসা বাঁধার মতো গাছ পাচ্ছে না পক্ষীকুল ৷ পাখিদের আনাগোনার কমার পিছনে যা অন্যতম প্রধান কারণ ৷ পাশাপাশি, অধিকাংশ পাখিই খাদ্য হিসাবে বিভিন্ন ধরনের ফল খায় ৷ কিছু পাখি অবশ্য পোকা-মাকড়ও খায় ৷ তাই, শহরে গাছের সংখ্যা কমে যাওয়ায় ক্রমশ দূরে সরে যাচ্ছে বাবুই, চন্দনা, ফিঙে, বউ কথা কওদের ঝাঁক ৷ পাখিদের ফেরাতে এবার তাই উদ্যোগী হল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) কর্তৃপক্ষ ৷ শহরের নানা প্রান্তে যে উদ্যানগুলি রয়েছে, সেইসব জায়গায় কয়েক হাজার ফলের গাছ রোপণের (Tree Plantation Programme) সিদ্ধান্ত নিল তারা ৷
পৌরনিগম কর্তৃপক্ষের বক্তব্য হল, যত দিন যাচ্ছে, কলকাতায় কংক্রিটের জঙ্গল বাড়ছে ৷ বাড়ছে যানবাহন ৷ আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে দূষণ ৷ এই পরিবেশ কখনই পক্ষীকুলের পক্ষে আদর্শ হতে পারে না ৷ অথচ পাখি, পতঙ্গের মতো প্রাণীর সংখ্যা কমলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় ৷ এবার এই পরিস্থিতি মেরামতের চেষ্টা শুরু করছে কলকাতা পৌরনিগম ৷
আরও পড়ুন: রাস্তার গর্ত গায়েব হবে নিমেষে ! কলকাতায় নামছে 'পটহোল রিপেয়ারিং ভ্যান'
পৌরনিগম সূত্রে খবর, তাদের আওতাধীন বিভিন্ন পার্ক বা উদ্য়ানে (Parks Under KMC) বসানো হবে নানা ধরনের ফলের গাছ ৷ এর জন্য ইতিমধ্যেই কয়েক হাজার ফলের গাছ কেনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত প্রায় 45 হাজার নতুন গাছ কিনেছে উদ্যান বিভাগ ৷ তার মধ্যে আড়াই হাজারের কিছু বেশি গাছ রোপণের প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে ৷ স্থির করা হয়েছে আম, কাঁঠাল, জাম, জামরুল, সবেদা, পেয়ারা, বেদানা, বাতাবি লেবু-সহ নানা ধরনের ফলের গাছ বসানো হবে ৷
তথ্য বলছে, ইতিমধ্য়েই কলকাতার বেশ কয়েকটি পৌর উদ্য়ানে ফলের গাছ রোপণ করা হয়েছে ৷ কিন্তু, সংখ্য়ায় সেগুলি খুবই কম ৷ এবার তাই প্রচুর পরিমাণে গাছের চারা বসানো হবে ৷ কিন্তু, এই পরিকল্পনার রূপায়ন অত্যন্ত সময় সাপেক্ষ ৷ পৌরনিগমের আধিকারিকদের বক্তব্য হল, প্রতি বছর গাছ কেনা সম্ভব নয় ৷ এর আগে বেসরকারি বিভিন্ন সংস্থা কিছু গাছ দিয়ে সাহায্য করেছিল ৷ আর এবার সরকারি টাকায় গাছ কেনা হচ্ছে ৷ প্রাথমিকভাবে 25 থেকে 30 হাজার গাছ বসানোর লক্ষ্যমাত্রা ধার্য করেছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷ পৌর আধিকারিকদের আশা, ফলের গাছ বসানো হলে শহরের পার্ক বা উদ্যানগুলিতে অন্তত পাখি, কাঠবেড়ালি, নানা প্রজাতির কীটপতঙ্গ প্রভৃতির দেখা মিলবে ৷