ETV Bharat / city

পরিবেশবিদ নিয়োগ করবে কলকাতা পৌরনিগম - পরিবেশ রক্ষায় পরিবেশবিদ নিয়োগ করার সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের

কলকাতার পরিবেশকে রক্ষা করতে নতুন করে উদ্যোগ কলকাতা পৌরনিগমের । এই প্রথমবার পরিবেশবিদ নিয়োগ করার সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম । পৌর নির্বাচনের আগেই এক থেকে দু'জন পরিবেশবিদ নিয়োগ করা হচ্ছে ।

KMC to appoint Environmentalist
পরিবেশ রক্ষায় পরিবেশবিদ নিয়োগ
author img

By

Published : Feb 28, 2020, 4:12 AM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : শহরের পরিবেশ রক্ষা করতে নতুন করে উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম । এই প্রথমবার পরিবেশবিদ নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে। পৌরভোটের আগেই এক থেকে দু'জন পরিবেশবিদ নিয়োগ করা হচ্ছে। পৌরভোটের পর আরও 8-10 জন পরিবেশবিদ নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ (পরিবেশ) স্বপন সমাদ্দার ।

ক্রমশ যানবাহন বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কলকাতার জনসংখ্যা । যার ফলে বেড়ে চলেছে শহরের দূষণের মাত্রা । এই পরিস্থিতিতে কলকাতার দূষণ মাত্রা কমাতে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি পালনই যথেষ্ট হচ্ছে না । তাই এবার বিশেষজ্ঞদের মতামত নিতে চায় পৌরনিগম ।

কী বললেন মেয়র পারিষদ ? দেখুন ভিডিয়ো...

মেয়র পারিষদ(পরিবেশ) জানিয়েছেন, পরিবেশে বিনিয়োগের বিষয়ে ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক হয়ে গেছে । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভোটের আগেই বিশেষজ্ঞ নেওয়া হবে। এবং ভোটের পর প্রায় দশজন বিশেষজ্ঞকে নিয়োগ করবে কলকাতা পৌরনিগম ।

কলকাতায় প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে দূষণের মাত্রা বাড়ছে । সেইসঙ্গে নানারকম নির্মাণকাজ চলছে শহরজুড়ে । অনেক জায়গায় উন্নয়নের কাজ করার জন্য কেটে ফেলা হচ্ছে গাছ । এই অবস্থায় দূষণের মাত্রা কমাতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই পরামর্শ নেওয়া হবে পরিবেশ বিশেষজ্ঞদের কাছ থেকে । সেইমতো আগামী দিনে কলকাতা পৌরনিগম কাজ করবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ ।

মেয়র পদে বসার পর ফিরহাদ হাকিম কলকাতার সবুজায়ন বাড়ানো হবে বলে জানিয়েছিলেন । কলকাতায় আরবান ফরেস্ট গড়ে তোলার কথাও ঘোষণা করেছিলেন । তাই কলকাতায় কী ধরনের গাছ লাগানো উচিত, কীভাবে গাছ সংরক্ষণ করা উচিত- এসব নিয়ে বিশেষজ্ঞদের মতামত জরুরি । সেই লক্ষেই পরিবেশবিদ নিয়োগের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

কলকাতা, 27 ফেব্রুয়ারি : শহরের পরিবেশ রক্ষা করতে নতুন করে উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম । এই প্রথমবার পরিবেশবিদ নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে। পৌরভোটের আগেই এক থেকে দু'জন পরিবেশবিদ নিয়োগ করা হচ্ছে। পৌরভোটের পর আরও 8-10 জন পরিবেশবিদ নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ (পরিবেশ) স্বপন সমাদ্দার ।

ক্রমশ যানবাহন বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কলকাতার জনসংখ্যা । যার ফলে বেড়ে চলেছে শহরের দূষণের মাত্রা । এই পরিস্থিতিতে কলকাতার দূষণ মাত্রা কমাতে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি পালনই যথেষ্ট হচ্ছে না । তাই এবার বিশেষজ্ঞদের মতামত নিতে চায় পৌরনিগম ।

কী বললেন মেয়র পারিষদ ? দেখুন ভিডিয়ো...

মেয়র পারিষদ(পরিবেশ) জানিয়েছেন, পরিবেশে বিনিয়োগের বিষয়ে ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক হয়ে গেছে । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভোটের আগেই বিশেষজ্ঞ নেওয়া হবে। এবং ভোটের পর প্রায় দশজন বিশেষজ্ঞকে নিয়োগ করবে কলকাতা পৌরনিগম ।

কলকাতায় প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে দূষণের মাত্রা বাড়ছে । সেইসঙ্গে নানারকম নির্মাণকাজ চলছে শহরজুড়ে । অনেক জায়গায় উন্নয়নের কাজ করার জন্য কেটে ফেলা হচ্ছে গাছ । এই অবস্থায় দূষণের মাত্রা কমাতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই পরামর্শ নেওয়া হবে পরিবেশ বিশেষজ্ঞদের কাছ থেকে । সেইমতো আগামী দিনে কলকাতা পৌরনিগম কাজ করবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ ।

মেয়র পদে বসার পর ফিরহাদ হাকিম কলকাতার সবুজায়ন বাড়ানো হবে বলে জানিয়েছিলেন । কলকাতায় আরবান ফরেস্ট গড়ে তোলার কথাও ঘোষণা করেছিলেন । তাই কলকাতায় কী ধরনের গাছ লাগানো উচিত, কীভাবে গাছ সংরক্ষণ করা উচিত- এসব নিয়ে বিশেষজ্ঞদের মতামত জরুরি । সেই লক্ষেই পরিবেশবিদ নিয়োগের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.