কলকাতা, 29 ডিসেম্বর : 3 কোটি টাকা বকেয়া না মেটানোয় রাউডন স্ট্রিটের একটি হোটেলে তালা ঝুলিয়ে দিল কলকাতা পৌরনিগম (KMC officials seal a hotel for not paying tax)৷ 24 ঘণ্টা আগেই নতুন করে মেয়র পদে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম৷ তাঁরই দায়িত্বে রয়েছে কর মূল্যায়ন ও রাজস্ব আদায় বিভাগ । বেহাল কোষাগারের হাল ফেরাতে বদ্ধপরিকর ফিরহাদ , তাই এবার প্রথম থেকে শক্ত হাতে হাল ধরতে দেখা গেল তাঁকে৷
প্রায় কয়েক বছর ধরে বকেয়া থাকা টাকা আদায়ের জন্য এদিন রাউডন স্ট্রিটের একটি বড় হোটেলে হাজির হন কলকাতা পৌরনিগমের একটি বিশেষ দল । হোটেল কর্তৃপক্ষের সঙ্গে টাকা মেটানো নিয়ে দীর্ঘ আলোচনা করেন তাঁরা । এরপর পৌর আধিকারিকরা জানিয়ে দেন, তিন ঘণ্টার মধ্যে বকেয়া টাকা না মেটালে হোটেলে তালা ঝুলিয়ে দেবেন তাঁরা । বকেয়ার পরিমান ছিল প্রায় 3 কোটি টাকা। পৌরনিগমের অধিকারিকরা জানান, 3 কোটি টাকা সম্পূর্ণ দিতে না পারলেও যদি বকেয়ার বড় অংশ দিত হোটেল কর্তৃপক্ষ তাহলেও আরও বেশ কিছু দিন সময় দেওয়া যেত । কিন্তু হোটেলের তরফে তাঁদের জানানো হয় কেবলমাত্র 25 লক্ষ টাকাই এখন দিতে পারবেন তাঁরা ।
আরও পড়ুন :স্কুলে হবে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ,পরিকল্পনা কলকাতা পৌরনিগমের
আর সেই কারণে বুধবার বিকালে ওই হোটেলের গেটে তালা ঝুলিয়ে সিল করে দেন কলকাতা পৌনিগমের কর মূল্যায়ন বিভাগের আধিকারিকরা । জানা গিয়েছে, গত 2005 সাল থেকে মোট 3 কোটি 2 লক্ষ 46 হাজার 294 টাকা কর বকেয়া ছিল হোটেলটির । বারবার করে হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করেও কোনও লাভ হয়নি । এই হোটেলে মোট 10 জন কর্মচারী রয়েছেন । 6 জন অতিথিও ছিলেন হোটেলে । তাঁদেরও সরকারি নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে ।