কলকাতা, 16 জানুয়ারি : 146 বছরের পুরানো ঐতিহ্যবাহী হগ মার্কেট অর্থাৎ পুরানো নিউ মার্কেটের সংস্কারের দায়িত্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিল কলকাতা পৌরনিগম । ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিউ মার্কেট একসময় পরিচিত ছিল হগ সাহেবের বাজার নামে । শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই বাজারটি কলকাতা পৌরনিগমের প্রথম পৌর বাজারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় । পরে কলকাতা পৌরনিগম নিউ মার্কেটকে হেরিটেজ ঘোষণা করে । সুপ্রাচীন ঐতিহ্যবাহী এই বাজারের রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশার অভিযোগ জানিয়েছিলেন এক নাগরিক ।
ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিউ মার্কেটের রক্ষণাবেক্ষণের বেহাল দশার অভিযোগ পেয়ে সংস্কারের চিন্তাভাবনা শুরু করে কলকাতা পৌরনিগম । বাজারের রূপ পরিবর্তন না করে সংস্কার করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগকে দায়িত্ব দিয়েছে কলকাতা পৌরনিগম । নিউমার্কেটের হেরিটেজ অংশটিকে অটুট রেখে নতুন করে কীভাবে সংস্কার করা যায় তার জন্য বলা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগকে । তারা পুরো বিষয় খতিয়ে দেখে একটি রিপোর্ট দেবে কলকাতা পৌরনিগমকে । তারপর সেই রিপোর্ট নগরোন্নয়ন বিভাগকে পাঠানো হবে । এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের তৎপরতায় সংস্কারের কাজ করা হবে বলে জানিয়েছেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ।
আরও পড়ুন : ধরপাকড়েও নির্বিকার, পুজোর শেষ বাজারে ঝোড়ো ব্যাটিং কলকাতাবাসীর
এই বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, হকাররা রাস্তা দখল করে থাকায় যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে । এই বিষয়ে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, "বিদেশে যে কোনও জনপ্রিয় বাজারের বাইরে এই ধরনের হকারদের ভিড় থাকে । পুলিশকে বলব যাতে হকারদের উচ্ছেদ না করে যাতায়াতের জন্য পথ বের করা হয় ।"