কলকাতা, 29 নভেম্বর : কলকাতা পৌরনিগমের নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (bjp announced candidate list for KMC Election 2021) ৷ কলকাতার 144টি ওয়ার্ডে কার্যত চমকহীন প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির ৷ সেখানে নেই কোনও হেভিওয়েট নাম ৷ দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, স্থানীয় নির্বাচন ৷ যে কর্মীরা মানুষের কাছাকাছি আছেন, কর্মীরা যাঁদের নিজের মনে করেন, তাঁদেরই প্রার্থী করা হয়েছে ৷
কলকাতায় আগামী 19 ডিসেম্বর পৌরনিগমের নির্বাচন (KMC Election 2021) ৷ কিন্তু বিজেপি চায় রাজ্যের শতাধিক পৌরসভা ও বেশ কয়েকটি পৌরনিগমের ভোট একসঙ্গে হোক ৷ তাই কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছে বিজেপি ৷ কিন্তু শমীক ভট্টাচার্য এদিন স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি আদালতকে সামনে রেখে নির্বাচনের ময়দান থেকে সরে যেতে চায়নি ৷ তাই আদালতের লড়াইয়ের পাশাপাশি বিজেপি নির্বাচনী ময়দানেও লড়তে প্রস্তুত বলে তিনি জানিয়েছেন ৷
আরও পড়ুন : Municipal Corporation Election Case : হাইকোর্টে পিছিয়ে গেল পুরভোট সংক্রান্ত মামলার শুনানি
সেই মতো রাজ্য বিজেপির সহ-সভাপতি তথা এবার কলকাতা পৌরনিগমের ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেন ৷ তবে সেই তালিকায় কোনও চমক নেই ৷ প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রার্থী তালিকায় 48 জন তরুণ মুখ, প্রায় 50 জন মহিলা, পাঁচজন আইনজীবী, একজন অবসরপ্রাপ্ত কর্নেল, তিনজন চিকিৎসক ও শিক্ষা জগতের সঙ্গে যুক্ত 4 জন রয়েছেন ৷
এবার বিজেপির প্রার্থী তালিকায় সংখ্যালঘু মুখ রয়েছে 9 জন ৷ তবে গেরুয়া শিবিরের তরফে আলাদা করে বিষয়টি উল্লেখ করতে অস্বীকার করা হয় ৷ তাদের দাবি, তাদের কাছে সব প্রার্থীই সমান ৷
সেই অর্থে কোনও হেভিওয়েটের নাম না থাকায় প্রশ্ন উঠছে যে বিজেপির প্রার্থী তালিকা তৈরির মাপকাঠি কী ? সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরেই শমীক ভট্টাচার্য জানিয়ে দেন, বিশ্বাসযোগ্যদেরই এবার প্রার্থী করা হয়েছে ৷
আরও পড়ুন : KMC Election 2021: পুরভোটে মনোনয়ন জমা দিলেন ফিরহাদ হাকিম
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিধানসভা নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিল বিজেপি ৷ বিধানসভা নির্বাচনে প্রায় দেড়শো আসনে দলবদলুদের প্রার্থী করেছিল বিজেপি ৷ তাঁদের অধিকাংশই জিততে পারেননি ৷ উল্টে এই নিয়ে দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছিল ৷ প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিক্ষোভ দানা বেঁধেছিল ৷ কলকাতায় সেই প্রক্রিয়ার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই দিকেই গুরুত্ব দিল বিজেপি ৷
আরও পড়ুন : KMC Election 2021 : প্রার্থীতালিকায় অসন্তোষ, বিধান ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মীদের
এখন দেখার এই চমকহীন তালিকা, যেখানে বিশ্বাসযোগ্যরা জায়গা পেয়েছেন, তাঁরা নির্বাচনী ময়দানে কতটা ছাপ ফেলতে পারেন ! শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কতটা টক্কর দিতে পারেন !