ETV Bharat / city

100 Days Worker Wages : 100 দিনের কর্মীদের মজুরির জন্য 12 কোটি বরাদ্দ কলকাতা পৌরনিগমের

সঙ্কটের মধ্যেও সাময়িক স্বস্তি ৷ 2021-22 আর্থিক বছর শেষ হওয়ার ঠিক আগে 100 দিনের কর্মীদের মজুরির জন্য 12 কোটি টাকা বরাদ্দ করেছে কলকাতা পৌরনিগম (KMC allotted 12 crores for 100 days worker wages)।

100 Days Worker Wages
100 দিনের কর্মীদের মজুরির জন্য 12 কোটি বরাদ্দ কলকাতা পৌরনিগমের
author img

By

Published : Apr 3, 2022, 9:57 AM IST

কলকাতা, 3 এপ্রিল : আর্থিক সঙ্কটে জেরবার কলকাতা পৌরনিগমের কোষাগার । কর্মীদের বেতনে বিলম্ব থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আটকে যাওয়া এখন নিত্যদিনের ঘটনা ৷ 100 দিনের কাজের (শহুরে রোজগার যোজনা) কর্মীদের বেতন নিয়েও সাম্প্রতিক সময়ে চলেছে টালবাহানা ৷ তবে সঙ্কটের মধ্যেও সাময়িক স্বস্তি ৷ 2021-22 আর্থিক বছর শেষ হওয়ার ঠিক আগে 100 দিনের কর্মীদের মজুরির জন্য 12 কোটি টাকা বরাদ্দ করেছে কলকাতা পৌরনিগম (KMC allotted 12 crores for 100 days worker wages)।

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হয় না । তবে জঞ্জাল সাফাই বিভাগ কিংবা স্বাস্থ্য থেকে উদ্যান, ইঞ্জিনিয়ারিং বিভাগের মতো একাধিক বিভাগে এখন বড় অংশ 100 দিনের কর্মী। কমবেশি সবমিলিয়ে পৌরনিগমে 20 হাজারেরও বেশি 100 দিনের কর্মী। তবে এদের নামমাত্র বেতন দিতেও ধাক্কা খেতে হয় পৌরনিগমকে । মাঝে মধ্যেই বকেয়া রয়ে যায় এক-দু'মাসের বেতন । সবমিলিয়ে মজুরি-খাতে ঘাটতি ছিল 4 কোটি টাকা । কিন্তু সম্প্রতি শেষ হওয়া আর্থিক বছরের শেষদিকে 12 কোটি টাকা পেতে সেই ঘাটতি মিটেছে ৷ শুধু ঘাটতি মিটে যাওয়া নয়, হাতে এসেছে মাসখানকের মজুরি দেওয়ার টাকাও ৷

আরও পড়ুন : আর্থিক সঙ্কটে ট্যাব কেনা নিয়ে বিতর্কে এবার জ্যোতি বসুর প্রসঙ্গ টানলেন মেয়র

পৌরনিগমের আধিকারিকদের কথায়, বাড়তি টাকা বরাদ্দ হওয়ায় আরও মাসখানেক মজুরি দেওয়া যাবে । তবে পুরোপুরি চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না কারণ, একমাস পর কী হবে তা নিয়ে ফের পরিকল্পনা করতে হবে । উল্লেখ্য, আর্থিক সঙ্কটে স্থায়ী কর্মীদের বেতন নির্দিষ্ট দিনের থেকে বেশ কয়েকদিন পিছিয়ে গিয়েছে । আবার দীর্ঘ কয়েকমাস অবসরপ্রাপ্ত কর্মীরা অবসর ভাতা পাচ্ছিলেন না ৷ ভাতা পাওয়া শুরু হলেও বন্ধ অবসরকালীন সমস্ত সুযোগ-সুবিধা ।

কলকাতা, 3 এপ্রিল : আর্থিক সঙ্কটে জেরবার কলকাতা পৌরনিগমের কোষাগার । কর্মীদের বেতনে বিলম্ব থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন আটকে যাওয়া এখন নিত্যদিনের ঘটনা ৷ 100 দিনের কাজের (শহুরে রোজগার যোজনা) কর্মীদের বেতন নিয়েও সাম্প্রতিক সময়ে চলেছে টালবাহানা ৷ তবে সঙ্কটের মধ্যেও সাময়িক স্বস্তি ৷ 2021-22 আর্থিক বছর শেষ হওয়ার ঠিক আগে 100 দিনের কর্মীদের মজুরির জন্য 12 কোটি টাকা বরাদ্দ করেছে কলকাতা পৌরনিগম (KMC allotted 12 crores for 100 days worker wages)।

কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হয় না । তবে জঞ্জাল সাফাই বিভাগ কিংবা স্বাস্থ্য থেকে উদ্যান, ইঞ্জিনিয়ারিং বিভাগের মতো একাধিক বিভাগে এখন বড় অংশ 100 দিনের কর্মী। কমবেশি সবমিলিয়ে পৌরনিগমে 20 হাজারেরও বেশি 100 দিনের কর্মী। তবে এদের নামমাত্র বেতন দিতেও ধাক্কা খেতে হয় পৌরনিগমকে । মাঝে মধ্যেই বকেয়া রয়ে যায় এক-দু'মাসের বেতন । সবমিলিয়ে মজুরি-খাতে ঘাটতি ছিল 4 কোটি টাকা । কিন্তু সম্প্রতি শেষ হওয়া আর্থিক বছরের শেষদিকে 12 কোটি টাকা পেতে সেই ঘাটতি মিটেছে ৷ শুধু ঘাটতি মিটে যাওয়া নয়, হাতে এসেছে মাসখানকের মজুরি দেওয়ার টাকাও ৷

আরও পড়ুন : আর্থিক সঙ্কটে ট্যাব কেনা নিয়ে বিতর্কে এবার জ্যোতি বসুর প্রসঙ্গ টানলেন মেয়র

পৌরনিগমের আধিকারিকদের কথায়, বাড়তি টাকা বরাদ্দ হওয়ায় আরও মাসখানেক মজুরি দেওয়া যাবে । তবে পুরোপুরি চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না কারণ, একমাস পর কী হবে তা নিয়ে ফের পরিকল্পনা করতে হবে । উল্লেখ্য, আর্থিক সঙ্কটে স্থায়ী কর্মীদের বেতন নির্দিষ্ট দিনের থেকে বেশ কয়েকদিন পিছিয়ে গিয়েছে । আবার দীর্ঘ কয়েকমাস অবসরপ্রাপ্ত কর্মীরা অবসর ভাতা পাচ্ছিলেন না ৷ ভাতা পাওয়া শুরু হলেও বন্ধ অবসরকালীন সমস্ত সুযোগ-সুবিধা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.