ETV Bharat / city

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে আপাতত সিবিআই তদন্ত নয়, রায় কলকাতা হাইকোর্টের - কসবা ভুয়ো ভ্যাকসিন

কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে আপাতত সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷ এ নিয়ে দায়ের হওয়া তিনটি পৃথক মামলার যৌথ শুনানিতে আজ একথা জানিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ ৷

kasba-fake-vaccine-case-for-now-no-cbi-enquiry-required-says-calcutta-high-court
ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে আপাতত সিবিআই তদন্ত নয়, রায় কলকাতা হাইকোর্টের
author img

By

Published : Jul 9, 2021, 3:59 PM IST

কলকাতা 9 জুলাই : ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে স্বস্তি পেল রাজ্য সরকার । রাজ্য পুলিশের তদন্তের উপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট । ভুয়ো ভ্যাকিসন-কাণ্ডে রাজ্যের প্রভাবশালীদের যুক্ত থাকার অভিযোগের ভিত্তি সিবিআই তদন্তের দাবি জানিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল ৷ আজ কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল ৷ সেই মামলার শুনানিতে আদালত তার নির্দেশে জানিয়েছে, এই ঘটনায় আপাতত সিবিআই তদন্তের প্রয়োজন নেই ৷

অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিন রাজ্যের তরফে হাইকোর্টে সওয়াল করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে একাধিক ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে । অত্যন্ত সক্রিয়তার সাথে তদন্ত করছে পুলিশ প্রশাসন । খুব শীঘ্রই এই ঘটনায় চার্জশিটও পেশ করা হবে ৷ এর পরই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি অনিরুদ্ধ রায় এর ডিভিশন বেঞ্চ মামলাকারীদের সিবিআই তদন্তের দাবিকে খারিজ করে দেন ৷

যদিও মামলাকারীদের তরফের আইনজীবীর বক্তব্য ছিল, যেভাবে দেবাঞ্জন দেব তার ভুয়ো ব্যবসার জাল ছড়িয়ে ছিল গোটা রাজ্যে, তাতে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত না থাকলে এটা সম্ভব হত না । তাঁর যুক্ত ছিল, রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত করছে ঠিকই ৷ কিন্তু, রাজ্য পুলিশের তদন্তে প্রভাবশালীদের চিহ্নিত করা সম্ভব হবে না । মামলাকারীদের মূল ইঙ্গিত রাজ্যের শাসকদলের বেশ কিছু নেতা-নেত্রীদের দিকে । তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো উচিত বলে এদিন আদালতে দাবি করেন তাঁরা । এর পাল্টা যুক্তি হিসেবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘‘রাজ্যপালের সঙ্গেও দেবাঞ্জন দেবের ছবি দেখা গিয়েছে । তাহলে তো রাজ্যপালকেও এই ঘটনায় জড়িত বলে ধরে নিতে হবে’’ ।

আরও পড়ুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিশ ও পৌরনিগম দায় এড়াতে পারে না : মমতা

ডিভিশন বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শোনার পর, এই ধরনের ঘটনাকে আশ্চর্যজনক বলে মন্তব্য করে । তবে, আপাতত রাজ্য পুলিশ যে তদন্ত করছে সেটাই চলবে বলে আদালত তার রায়ে জানিয়েছে । প্রসঙ্গত ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে থাকা বেশ কয়েকজন জনপ্রতিনিধির সঙ্গে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের ছবি দেখা গিয়েছিল ৷ তার পরেই বিরোধী দল বিজেপি এ নিয়ে তৃণমূলকে নিশানা করতে শুরু করে ৷ এমনকি ভুয়ো ভ্যাকসিন নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ উঠতে শুরু করে ৷

আরও পড়ুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাঘববোয়ালদের আদৌ কি ধরতে চাইছে পুলিশ, উঠছে প্রশ্ন

এরই মাঝে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন সন্দীপন দাস নামে এক আইনজীবী । একই দাবিতে তাপস মাইতি নামে আরেক আইনজীবী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন । পাশাপাশি বিজেপি যুব মোর্চার নেতা তরুণ জ্যোতি তিওয়ারি কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্তের পাশাপাশি, এই ঘটনার সমস্ত গুরুত্বপূর্ণ নথি কেন্দ্রীয় কোন সংস্থার তত্ত্বাবধানে সংরক্ষণ করার দাবি জানিয়ে মামলা করেছিলেন । সবক’টি মামলার আজ একসঙ্গে শোনেন বিচারপতিরা ৷ দু’পক্ষের যুক্তি শোনার পর আপাতত সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

কলকাতা 9 জুলাই : ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে স্বস্তি পেল রাজ্য সরকার । রাজ্য পুলিশের তদন্তের উপরেই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট । ভুয়ো ভ্যাকিসন-কাণ্ডে রাজ্যের প্রভাবশালীদের যুক্ত থাকার অভিযোগের ভিত্তি সিবিআই তদন্তের দাবি জানিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল ৷ আজ কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল ৷ সেই মামলার শুনানিতে আদালত তার নির্দেশে জানিয়েছে, এই ঘটনায় আপাতত সিবিআই তদন্তের প্রয়োজন নেই ৷

অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিন রাজ্যের তরফে হাইকোর্টে সওয়াল করেন ৷ সেখানে তিনি জানিয়েছেন, ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে একাধিক ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে । অত্যন্ত সক্রিয়তার সাথে তদন্ত করছে পুলিশ প্রশাসন । খুব শীঘ্রই এই ঘটনায় চার্জশিটও পেশ করা হবে ৷ এর পরই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি অনিরুদ্ধ রায় এর ডিভিশন বেঞ্চ মামলাকারীদের সিবিআই তদন্তের দাবিকে খারিজ করে দেন ৷

যদিও মামলাকারীদের তরফের আইনজীবীর বক্তব্য ছিল, যেভাবে দেবাঞ্জন দেব তার ভুয়ো ব্যবসার জাল ছড়িয়ে ছিল গোটা রাজ্যে, তাতে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত না থাকলে এটা সম্ভব হত না । তাঁর যুক্ত ছিল, রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত করছে ঠিকই ৷ কিন্তু, রাজ্য পুলিশের তদন্তে প্রভাবশালীদের চিহ্নিত করা সম্ভব হবে না । মামলাকারীদের মূল ইঙ্গিত রাজ্যের শাসকদলের বেশ কিছু নেতা-নেত্রীদের দিকে । তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো উচিত বলে এদিন আদালতে দাবি করেন তাঁরা । এর পাল্টা যুক্তি হিসেবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘‘রাজ্যপালের সঙ্গেও দেবাঞ্জন দেবের ছবি দেখা গিয়েছে । তাহলে তো রাজ্যপালকেও এই ঘটনায় জড়িত বলে ধরে নিতে হবে’’ ।

আরও পড়ুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিশ ও পৌরনিগম দায় এড়াতে পারে না : মমতা

ডিভিশন বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শোনার পর, এই ধরনের ঘটনাকে আশ্চর্যজনক বলে মন্তব্য করে । তবে, আপাতত রাজ্য পুলিশ যে তদন্ত করছে সেটাই চলবে বলে আদালত তার রায়ে জানিয়েছে । প্রসঙ্গত ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে থাকা বেশ কয়েকজন জনপ্রতিনিধির সঙ্গে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের ছবি দেখা গিয়েছিল ৷ তার পরেই বিরোধী দল বিজেপি এ নিয়ে তৃণমূলকে নিশানা করতে শুরু করে ৷ এমনকি ভুয়ো ভ্যাকসিন নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ উঠতে শুরু করে ৷

আরও পড়ুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাঘববোয়ালদের আদৌ কি ধরতে চাইছে পুলিশ, উঠছে প্রশ্ন

এরই মাঝে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন সন্দীপন দাস নামে এক আইনজীবী । একই দাবিতে তাপস মাইতি নামে আরেক আইনজীবী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন । পাশাপাশি বিজেপি যুব মোর্চার নেতা তরুণ জ্যোতি তিওয়ারি কসবা ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সিবিআই তদন্তের পাশাপাশি, এই ঘটনার সমস্ত গুরুত্বপূর্ণ নথি কেন্দ্রীয় কোন সংস্থার তত্ত্বাবধানে সংরক্ষণ করার দাবি জানিয়ে মামলা করেছিলেন । সবক’টি মামলার আজ একসঙ্গে শোনেন বিচারপতিরা ৷ দু’পক্ষের যুক্তি শোনার পর আপাতত সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.