ETV Bharat / city

জাল নিয়োগপত্র নিয়ে দমকল বিভাগে যোগ দিতে এসে ধৃত 2 - Fire Department

দমকলে চাকরির জাল নিয়োগপত্র দেখিয়ে পাকড়াও পূর্ব মেদিনীপুরের দুই যুবক ৷

জাল নিয়োগপত্র নিয়ে দমকল বিভাগে যোগ দিতে এসে ধৃত 2
জাল নিয়োগপত্র নিয়ে দমকল বিভাগে যোগ দিতে এসে ধৃত 2
author img

By

Published : Jan 15, 2020, 7:46 AM IST

কলকাতা, 15 জানুয়ারি : জাল নিয়োগপত্র নিয়ে রাজ্যের দমকল বিভাগের সদর দপ্তরে কাজে যোগ দিতে এসেছিল দুই যুবক । অফিস কর্মীদের সন্দেহ হওয়ায় বিষয়টি জানানো হয় দমকল বিভাগের ডিরেক্টর জেনেরালকে । গ্রেপ্তার করা হয় দুই যুবককে ৷ ধৃতরা কাঁথি এলাকার বাসিন্দা ।

দমকল বিভাগের সদর দপ্তর মির্জা গালিব স্ট্রিটে কাল হাজির হয়েছিল দুই যুবক । সুমন পায়রা এবং গৌরব গিরি ৷ সুমনের বয়স 24 বছর । গৌরবের বয়স 22 । দুই যুবকের হাতে নিয়োগপত্র । তারা যোগ দিতে চায় গ্রুপ ডি পদে । পূর্ব মেদিনীপুর থেকে আসা ওই দুই যুবকের নিয়োগপত্র দেখে সন্দেহ হয় দমকল বিভাগের কর্মীদের ৷

নিয়োগপত্র সহ 2 যুবককে জগমোহনের কাছে নিয়ে যাওয়া হয় । দুঁদে IPS জগমোহন বুঝতে পারেন, ওই নিয়োগপত্র জাল । তৎক্ষণাৎ তিনি বিষয়টি জানান নিউ মার্কেট থানায় । জানা যায়, টাকার বিনিময়ে মিলেছিল জাল নিয়োগপত্র ৷ এরপর দমকল বিভাগের তরফে দায়ের করা হয় অভিযোগ । অভিযোগের ভিত্তিতে জাল নিয়োগপত্র সহ ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশের ধারণা, দুই যুবককে জেরার মাধ্যমে পাওয়া যাবে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের খোঁজ । তদন্ত শুরু করেছে তারা ৷

কলকাতা, 15 জানুয়ারি : জাল নিয়োগপত্র নিয়ে রাজ্যের দমকল বিভাগের সদর দপ্তরে কাজে যোগ দিতে এসেছিল দুই যুবক । অফিস কর্মীদের সন্দেহ হওয়ায় বিষয়টি জানানো হয় দমকল বিভাগের ডিরেক্টর জেনেরালকে । গ্রেপ্তার করা হয় দুই যুবককে ৷ ধৃতরা কাঁথি এলাকার বাসিন্দা ।

দমকল বিভাগের সদর দপ্তর মির্জা গালিব স্ট্রিটে কাল হাজির হয়েছিল দুই যুবক । সুমন পায়রা এবং গৌরব গিরি ৷ সুমনের বয়স 24 বছর । গৌরবের বয়স 22 । দুই যুবকের হাতে নিয়োগপত্র । তারা যোগ দিতে চায় গ্রুপ ডি পদে । পূর্ব মেদিনীপুর থেকে আসা ওই দুই যুবকের নিয়োগপত্র দেখে সন্দেহ হয় দমকল বিভাগের কর্মীদের ৷

নিয়োগপত্র সহ 2 যুবককে জগমোহনের কাছে নিয়ে যাওয়া হয় । দুঁদে IPS জগমোহন বুঝতে পারেন, ওই নিয়োগপত্র জাল । তৎক্ষণাৎ তিনি বিষয়টি জানান নিউ মার্কেট থানায় । জানা যায়, টাকার বিনিময়ে মিলেছিল জাল নিয়োগপত্র ৷ এরপর দমকল বিভাগের তরফে দায়ের করা হয় অভিযোগ । অভিযোগের ভিত্তিতে জাল নিয়োগপত্র সহ ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশের ধারণা, দুই যুবককে জেরার মাধ্যমে পাওয়া যাবে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের খোঁজ । তদন্ত শুরু করেছে তারা ৷

Intro:Body:ছবিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.