কলকাতা, 8 মে: গয়নার ব্যবসায় মন্দা তো ছিলই । এবার লকডাউনে বিক্রি একেবারেই বন্ধ। বন্ধ গয়না তৈরিও । পকেটে টান পড়েছে স্বর্ণ শিল্পীদের । খুব একটা ভালো অবস্থায় নেই গয়নার দোকানের মালিকেরাও । গয়নার দোকানে বিক্রি হচ্ছে আলু-আদা-পেঁয়াজ । খাস কলকাতাতেই ধরা পড়ল এমন ছবি । অভাবের তাড়নাতেই আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন সোনার দোকানের মালিক ।
বাগবাজার স্ট্রিট । এ-মহল্লায় কনটেইনমেন্ট জ়োন আছে । তবে যুগলবাবুর সোনার দোকানের এলাকাটি কন্টেইনমেন্ট জ়োনের বাইরে । এলাকায় বিশ্বাস জুয়েলারির একটা সুখ্যাতিও আছে । দোকান বহু পুরনো । সেই দোকানের মালিক যুগল দাসবিশ্বাসের বাপ-ঠাকুরদার আমল থেকেই গয়নার ব্যবসা । ভালো-মন্দে অন্য সময় ব্যবসাটা মোটামুটি কেটে যায়। এলাকাতেই বাস তাঁর । বাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে ভরা সংসার । লকডাউনের পর থেকে একটু একটু করে পকেটে টান পড়েছে যুগলবাবুর । তিনি বাধ্য হচ্ছেন আলু বিক্রি করতে। এখন দোকানের গয়নার তাকের পাশাপাশি রাখা আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন ।
যুগলবাবু বলেন, “বাপ-ঠাকুরদার ব্যবসাই চিরকাল নিষ্ঠার সঙ্গে করে এসেছি । সোনার দাম এত বেড়ে গেছে যে গয়নার চাহিদা অনেকটাই কম । হালকা গয়না কেনেন মানুষ । তাতে লভ্যাংশ খুব বেশি নয় । কিন্তু এই লকডাউনে সেটুকুও গেছে । দোকান তখন থেকেই বন্ধ ছিল । প্রথমে কিছুদিন দোকান পুরোপুরি বন্ধ রেখেছিলাম । কিন্তু এভাবে চলবে কীভাবে ? পরিবারের খাওয়া-পরার ব্যবস্থা তো করতে হবে । তাই এই আলু-আদা বিক্রির সিদ্ধান্ত । অভাবের তাড়না থেকেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি ।"
লকডাউনে কাজ হারাচ্ছেন অনেকে । অনেকে পুরো বেতন পাচ্ছেন না । গোটা পৃথিবীজুড়েই এমন দৃশ্য দেখা যাচ্ছে । আবার অনেকে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন । কোনও উপায় না দেখে ট্যাক্সিচালক বিক্রি করছেন মুড়ি, কোনও বাসের কন্ডাক্টর বিক্রি করছেন সবজি । এমন খবর মাঝে মধ্যেই উঠে এসেছে কলকাতা থেকে । কিন্তু গয়নার দোকানের মালিকের আলু বিক্রির এই ছবি জানান দিচ্ছে, সময়টা সত্যিই খারাপ ।