ETV Bharat / city

Jayprakash-Ritesh Suspended : জয়প্রকাশ-রীতেশকে সাময়িক বরখাস্ত করল বিজেপি - জয়প্রকাশ-রীতেশকে সাময়িক বরখাস্ত করল বিজেপি

শো-কজের চিঠি পেয়ে বিক্ষুব্ধ জয়প্রকাশ মজুমদার রবিবারই বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক সারেন (Jayprakash Majumdar met Shantanu Thakur yesterday) ৷ সূত্রের খবর, পরবর্তী রণকৌশল স্থির করতেই দু'জনের এই বৈঠক হয় ৷

Jayprakash-Ritesh Suspended
জয়প্রকাশ-রীতেশকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
author img

By

Published : Jan 24, 2022, 8:37 PM IST

Updated : Jan 24, 2022, 9:23 PM IST

কলকাতা, 24 জানুয়ারি : শো-কজ করার 24 ঘণ্টা পেরোতে না-পেরোতেই জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করল রাজ্য বিজেপি ৷ শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত দু'জনকে সাময়িক বরখাস্ত করা হল বলে চিঠিতে জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফে (Jayprakash Majumdar and Ritesh Tiwari Suspended) ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সেখানে ৷ এবিষয়ে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যোগোযোগ করা হলে তিনি বলেন, "আমি বরখাস্তের বিষয়ে এখন কিছু বলব না ৷ আগামিকাল বেলা 1 টায় সাংবাদিক সম্মেলন করে যা বলার বলব ৷"

রবিবারই দলবিরোধী মন্তব্য এবং শৃঙ্খলাভঙ্গের জন্য বর্ষীয়ান জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শো-কজের চিঠি ধরায় বিজেপির রাজ্য কমিটি ৷ যদিও তাতে শো-কজের উত্তর দেওয়ার কোনও সময়সীমা ছিল না ৷ তাহলে শো-কজ করার 24 ঘণ্টা কাটতে না-কাটতে কেন সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত ? যা জানা গিয়েছে তাতে, গতকাল শো-কজের নোটিশ পাঠানোর পরেও জয়প্রকাশ এবং রীতেশ দলবিরোধী অবস্থান থেকে সরে না-আসায় এই চরম সিদ্ধান্ত রাজ্য বিজেপির ৷

Jayprakash-Ritesh Suspended
জয়প্রকাশ-রীতেশকে সাময়িক বরখাস্ত করল বিজেপি

শো-কজের চিঠি পেয়ে বিক্ষুব্ধ জয়প্রকাশ মজুমদার রবিবারই বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক সারেন (Jayprakash Majumdar met Shantanu Thakur yesterday) ৷ সূত্রের খবর, পরবর্তী রণকৌশল স্থির করতেই দু'জনের মধ্যে এই গোপন বৈঠক হয় ৷ জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শো-কজের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপিকে কটাক্ষও করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ অন্যদিকে প্রথমসারির একটি সংবাদমাধ্যমে এসে সোমবার সন্ধেয় শো-কজের পাল্টা বিভিন্ন দলবিরোধী মন্তব্য করেন রীতেশ তিওয়ারি ৷

আরও পড়ুন : Shantanu Thakur On BJP Leaders Show Cause : জয়প্রকাশ-রীতেশের শো-কজে পাল্টা গলা চড়ালেন শান্তনু

ঠিক সে সময় বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ৷ সূত্রের খবর, জয়প্রকাশ-রীতেশকে সাময়িক বরখাস্তের আগে কেন্দ্রীয় নেতৃত্বেরও অনুমতি গ্রহণ করা হয় ৷ উপরমহলের সবুজ সংকেত পেতেই রাজ্য কমিটির প্রাক্তন দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য বিজেপি ৷

কলকাতা, 24 জানুয়ারি : শো-কজ করার 24 ঘণ্টা পেরোতে না-পেরোতেই জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করল রাজ্য বিজেপি ৷ শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত দু'জনকে সাময়িক বরখাস্ত করা হল বলে চিঠিতে জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফে (Jayprakash Majumdar and Ritesh Tiwari Suspended) ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সেখানে ৷ এবিষয়ে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে যোগোযোগ করা হলে তিনি বলেন, "আমি বরখাস্তের বিষয়ে এখন কিছু বলব না ৷ আগামিকাল বেলা 1 টায় সাংবাদিক সম্মেলন করে যা বলার বলব ৷"

রবিবারই দলবিরোধী মন্তব্য এবং শৃঙ্খলাভঙ্গের জন্য বর্ষীয়ান জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শো-কজের চিঠি ধরায় বিজেপির রাজ্য কমিটি ৷ যদিও তাতে শো-কজের উত্তর দেওয়ার কোনও সময়সীমা ছিল না ৷ তাহলে শো-কজ করার 24 ঘণ্টা কাটতে না-কাটতে কেন সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত ? যা জানা গিয়েছে তাতে, গতকাল শো-কজের নোটিশ পাঠানোর পরেও জয়প্রকাশ এবং রীতেশ দলবিরোধী অবস্থান থেকে সরে না-আসায় এই চরম সিদ্ধান্ত রাজ্য বিজেপির ৷

Jayprakash-Ritesh Suspended
জয়প্রকাশ-রীতেশকে সাময়িক বরখাস্ত করল বিজেপি

শো-কজের চিঠি পেয়ে বিক্ষুব্ধ জয়প্রকাশ মজুমদার রবিবারই বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক সারেন (Jayprakash Majumdar met Shantanu Thakur yesterday) ৷ সূত্রের খবর, পরবর্তী রণকৌশল স্থির করতেই দু'জনের মধ্যে এই গোপন বৈঠক হয় ৷ জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শো-কজের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপিকে কটাক্ষও করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ অন্যদিকে প্রথমসারির একটি সংবাদমাধ্যমে এসে সোমবার সন্ধেয় শো-কজের পাল্টা বিভিন্ন দলবিরোধী মন্তব্য করেন রীতেশ তিওয়ারি ৷

আরও পড়ুন : Shantanu Thakur On BJP Leaders Show Cause : জয়প্রকাশ-রীতেশের শো-কজে পাল্টা গলা চড়ালেন শান্তনু

ঠিক সে সময় বৈঠকে বসেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ৷ সূত্রের খবর, জয়প্রকাশ-রীতেশকে সাময়িক বরখাস্তের আগে কেন্দ্রীয় নেতৃত্বেরও অনুমতি গ্রহণ করা হয় ৷ উপরমহলের সবুজ সংকেত পেতেই রাজ্য কমিটির প্রাক্তন দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য বিজেপি ৷

Last Updated : Jan 24, 2022, 9:23 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.