ETV Bharat / city

BDO Death after KMC Election : পৌরভোটের ডিউটির পরই অসুস্থ, হাসপাতালে মৃত্যু জয়নগরের বিডিওর - পৌরভোটের ডিউটি শেষে মৃত্যু জয়নগর-2 বিডিওর

পৌরভোটের ডিউটি শেষে মৃত্যু জয়নগর-2 বিডিওর (BDO dies after returning from KMC Election duty) ৷ কাজ সেরে বাড়ি ফিরেই অসুস্থ বোধ করেন তিনি ৷ তারপর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷

Jaynagar II BDO Death
জয়নগর-2 বিডিওর মৃত্যুতে শোকার্ত গোটা এলাকা
author img

By

Published : Dec 20, 2021, 1:32 PM IST

Updated : Dec 20, 2021, 3:32 PM IST

জয়নগর, 20 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচনে ডিউটি শেষ করে বাড়ি ফিরেই অসুস্থ বোধ করেন ৷ তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ তবে চিকিৎসার সময় মেলেনি ৷ তার আগেই মৃত্যু হল জয়নগর-2 ব্লকের বিডিওর (BDO dies after returning from KMC Election duty) ৷ জনপ্রিয় এই প্রশাসনিক আধিকারিকের এমন অকস্মাৎ মৃত্যুতে গভীর শোকাহত এলাকাবাসী ৷

কলকাতা পৌরসভা নির্বাচনে 10 নম্বর বরোতে যোধপুরপার্ক বয়েজ স্কুলে ডিউটিতে ছিলেন জয়নগর-2 ব্লকের বিডিও মনোজ মল্লিক ৷ গতকাল ডিউটি সেরে ভোর 3টে নাগাদ নিমপীঠে নিজের কোয়ার্টারে ফেরেন মনোজ ৷ ফিরেই অসুস্থ বোধ করেন ৷ তড়িঘড়ি পাশেই শ্রীরামকৃষ্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই শোওয়া তিনটেয় মৃত্যু হয়েছে তাঁর ৷ মাত্র 42 বছর বয়সে বিডিওর এমন মৃত্যুতে শুধু পরিবারই নয়, ধাক্কা খেয়েছে গোটা এলাকা ৷ কারণ একজন সুদক্ষ আধিকারিক হিসাবে পরিচিত ছিলেন মনোজ l মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী ও দুই পুত্র-কন্যাকে ৷

জয়নগর-2 বিডিওর মৃত্যুতে শোকার্ত গোটা এলাকা

বিডিও মনোজ মল্লিকেক অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে জয়নগর 2 নম্বর ব্লক এলাকায় l শোকার্ত সহকর্মীরাও ৷ খবর পেয়েই হাসপাতালে চলে আসেন বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার ও একাধিক ব্লকের বিডিও ও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ৷ বিধায়ক জানান, এমন জনপ্রিয় বিডিও সাহেবের মৃত্যুতে এই ব্লকের ক্ষতি হল ৷ তিনি সব শ্রেণির মানুষকে নিয়ে কাজ করেছেন ৷ তাঁর হাতে ব্লকের উন্নয়ন হয়েছে ৷ আবার নতুন কেউ এসে ব্লকের দায়িত্ব নিয়ে মানুষের সঙ্গে মানিয়ে নিতে অনেক সময় লেগে যাবে ৷ বিডিও সাহেবের মৃত্যু ব্লকের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়াল ৷

আরও পড়ুন : TMC youth leader shot : উস্থিতে যুব তৃণমূল নেতাকে গুলি দুষ্কৃতীদের, অভিযুক্ত স্থানীয় বিধায়ক

জয়নগর, 20 ডিসেম্বর : কলকাতা পৌর নির্বাচনে ডিউটি শেষ করে বাড়ি ফিরেই অসুস্থ বোধ করেন ৷ তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ তবে চিকিৎসার সময় মেলেনি ৷ তার আগেই মৃত্যু হল জয়নগর-2 ব্লকের বিডিওর (BDO dies after returning from KMC Election duty) ৷ জনপ্রিয় এই প্রশাসনিক আধিকারিকের এমন অকস্মাৎ মৃত্যুতে গভীর শোকাহত এলাকাবাসী ৷

কলকাতা পৌরসভা নির্বাচনে 10 নম্বর বরোতে যোধপুরপার্ক বয়েজ স্কুলে ডিউটিতে ছিলেন জয়নগর-2 ব্লকের বিডিও মনোজ মল্লিক ৷ গতকাল ডিউটি সেরে ভোর 3টে নাগাদ নিমপীঠে নিজের কোয়ার্টারে ফেরেন মনোজ ৷ ফিরেই অসুস্থ বোধ করেন ৷ তড়িঘড়ি পাশেই শ্রীরামকৃষ্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই শোওয়া তিনটেয় মৃত্যু হয়েছে তাঁর ৷ মাত্র 42 বছর বয়সে বিডিওর এমন মৃত্যুতে শুধু পরিবারই নয়, ধাক্কা খেয়েছে গোটা এলাকা ৷ কারণ একজন সুদক্ষ আধিকারিক হিসাবে পরিচিত ছিলেন মনোজ l মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী ও দুই পুত্র-কন্যাকে ৷

জয়নগর-2 বিডিওর মৃত্যুতে শোকার্ত গোটা এলাকা

বিডিও মনোজ মল্লিকেক অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে জয়নগর 2 নম্বর ব্লক এলাকায় l শোকার্ত সহকর্মীরাও ৷ খবর পেয়েই হাসপাতালে চলে আসেন বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার ও একাধিক ব্লকের বিডিও ও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ৷ বিধায়ক জানান, এমন জনপ্রিয় বিডিও সাহেবের মৃত্যুতে এই ব্লকের ক্ষতি হল ৷ তিনি সব শ্রেণির মানুষকে নিয়ে কাজ করেছেন ৷ তাঁর হাতে ব্লকের উন্নয়ন হয়েছে ৷ আবার নতুন কেউ এসে ব্লকের দায়িত্ব নিয়ে মানুষের সঙ্গে মানিয়ে নিতে অনেক সময় লেগে যাবে ৷ বিডিও সাহেবের মৃত্যু ব্লকের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়াল ৷

আরও পড়ুন : TMC youth leader shot : উস্থিতে যুব তৃণমূল নেতাকে গুলি দুষ্কৃতীদের, অভিযুক্ত স্থানীয় বিধায়ক

Last Updated : Dec 20, 2021, 3:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.