কলকাতা, 21 জুন : "রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য বিল আনা হয়েছে ৷ আমি নিয়ম মতো সংবিধান মেনে ও সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখে বিলগুলি পড়ব ৷ কোনও পক্ষপাতিত্ব করব না ৷ যদি গ্রহণ করার মতো হয় করব ৷" রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য বদল বিল প্রসঙ্গে প্রথমবার মুখ খুলে মঙ্গলবার এমনই মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar speaks on Chancellor Bill) ৷
তাৎপর্যপূর্ণ ভাবে এদিন রাজ্যপাল জানিয়েছেন, দেশের সংবিধান খুব শক্তিশালী ৷ সংবিধান উপেক্ষা করে তিনি কাজ করবেন না, মেনেও নেবেন না ৷ এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি বিধায়কদের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যের আইন-শৃঙ্গলা পরিস্থিতি নিয়ে তাঁর কাছে অভিযোগ জানান বিজেপি বিধায়করা ৷
-
Opposition MLAs delegation @BJP4Bengal led by Shri @SuvenduWB, LOP #WestBengal assembly, called on Hon'ble Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhavan today & submitted representation. Governor assured the delegation to look into and act in accordance with the Constitution. pic.twitter.com/E16uFRwwHq
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Opposition MLAs delegation @BJP4Bengal led by Shri @SuvenduWB, LOP #WestBengal assembly, called on Hon'ble Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhavan today & submitted representation. Governor assured the delegation to look into and act in accordance with the Constitution. pic.twitter.com/E16uFRwwHq
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 21, 2022Opposition MLAs delegation @BJP4Bengal led by Shri @SuvenduWB, LOP #WestBengal assembly, called on Hon'ble Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhavan today & submitted representation. Governor assured the delegation to look into and act in accordance with the Constitution. pic.twitter.com/E16uFRwwHq
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 21, 2022
আরও পড়ুন : মমতা সাধারণ ঘরের মেয়ে বলেই আচার্য বিলে বিজেপি'র বিরোধিতা, দাবি চন্দ্রিমার
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এদিনও সরকারের সমালোচনা করেন রাজ্যপাল ৷ তিনি বলেন, "রাজ্যপাল হিসেবে এখানে যে হিংসার ঘটনা ঘটছে তা নিয়ে আমি চিন্তিত ৷ এখানে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে ৷ হিংসা থামাতে রাজ্য পুলিশ-প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি ৷ রাজ্যের প্রতিটি প্রান্তে মাফিয়া ও সিন্ডিকেটরাজ চলছে ৷ আমি চাই আইন অনুযায়ী এর বিরুদ্ধে রাজ্য পুলিশ-প্রশাসন পদক্ষেপ করুক ৷ দোষীদের শাস্তি দেওয়া হোক ৷" রাজ্যের মানুষকে ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন জগদীপ ধনকড় ৷