ETV Bharat / city

Howrah Municipal Corporation Amendment Bill : 18 দফা আপত্তি তুলে হাওড়া পুরসভা সংশোধনী বিল ফেরৎ পাঠালেন রাজ্যপাল - হাওড়া পুরসভার সংশোধনী বিল সংক্রান্ত বিস্তারিত তথ্য় চেয়ে পাঠালেন রাজ্য়পাল

সোমবারই রাজ্য়পাল পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে সংশোধনী বিল সংক্রান্ত যাবতীয় তথ্য রাজভবনে চেয়ে পাঠিয়েছিলেন। কালবিলম্ব না করে তা জগদীপ ধনকড়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন অধ্য়ক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায় ৷ কিন্তু তা মনপসন্দ না হওয়ায় পুনরায় বিল সংক্রান্ত তথ্য চেয়ে পাঠালেন রাজ্যপাল ৷

Howrah Municipal Corporation Amendment Bill
18 দফা আপত্তি তুলে হাওড়া পুরসভা সংশোধনী বিল ফেরৎ পাঠালেন রাজ্যপাল
author img

By

Published : Nov 24, 2021, 7:30 PM IST

Updated : Nov 24, 2021, 8:50 PM IST

কলকাতা, 24 নভেম্বর : সদ্যসমাপ্ত বিধানসভার শীতকালীন অধিবেশনে হাওড়া পুরসভা (সংশোধনী) বিল 2021 (Howrah Municipal Corporation Amendment Bill) পাশ হলেও তাতে এখনও অনুমোদন মেলেনি রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)। ফলত পুরভোটের বিজ্ঞপ্তি জারি নিয়ে তৈরি হয়েছে জটিলতা । সোমবারই রাজ্য়পাল পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে সংশোধনী বিল সংক্রান্ত যাবতীয় তথ্য রাজভবনে চেয়ে পাঠিয়েছিলেন। কালবিলম্ব না করে তা জগদীপ ধনকড়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন অধ্য়ক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায় ৷ 18 দফা আপত্তি তুলে সেই বিল ফেরৎ পাঠালেন রাজ্যপাল ৷

পুনরায় বিল সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা চেয়ে পাঠালেন রাজ্যপাল (Jagdeep Dhankhar has sought further details regarding Howrah Municipal Corporation Amendment Bill) ৷ সদ্য শীতকালীন অধিবেশনে রাজ্য সরকারের তরফ থেকে হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে আলাদা করার জন্য রাজ্য বিধানসভায় সংশোধনী বিল আনে সরকারপক্ষ। এই বিল বিধানসভায় পাশ হয়ে স্বাক্ষরের জন্য যায় রাজ্যপালের কাছে। রাজ্যপালের সম্মতি পেলেই এই বিল কার্যকর করা যেত ৷ কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকর তো এই বিলে সম্মতি দিলেনই না, উল্টে বিল সংক্রান্ত 18 দফা আপত্তি তুলে তা সরকারপক্ষের কাছে ফেরত পাঠালেন।

আরও পড়ুন : Howrah Bally : হাওড়া থেকে আলাদা বালি পৌরসভা, বিধানসভায় ধ্বনি ভোটে পাস প্রস্তাব

একইসঙ্গে তিনি টুইট করে জানালেন, সংবিধানের আর্টিকেল 200 অনুসারে এই বিলের আরও ব্যাখ্যা প্রয়োজন। ঘটনায় হাওড়া পুরনিগমের নির্বাচন নিয়ে তৈরি হল আরও অনিশ্চয়তা। রাজ্যপালের সম্মতি না পেলে হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে আলাদা করা সম্ভব নয়। এমতাবস্থায় পুরনো হাওড়া পুরনিগমের চেহারাকে অক্ষত রেখে ভোট করা যেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এমনিতেই রাজ্য সরকার চেয়েছিল আগামী 19 ডিসেম্বর রাজ্যের দুই গুরুত্বপূর্ণ পুরনিগম হাওড়া এবং কলকাতার ভোট সম্পন্ন হোক। সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনও রাজ্যপাল জগদীপ ধনকড়ের মুখাপেক্ষী হয়েছিলেন কতদিনে তিনি এই প্রস্তাবে সই করেন।

তবে এদিন রাজ্যপালের টুইট এবং তাঁর 18 দফা আপত্তির কথা বলে সংশোধনীর দাবি জানানোয় এবং আরও বিস্তারিত ব্যাখ্যা ও চাওয়ায় নির্দিষ্ট সময়ে হাওড়ার পুরভোট করা নিয়ে চরম জটিলতা তৈরি হল।

কলকাতা, 24 নভেম্বর : সদ্যসমাপ্ত বিধানসভার শীতকালীন অধিবেশনে হাওড়া পুরসভা (সংশোধনী) বিল 2021 (Howrah Municipal Corporation Amendment Bill) পাশ হলেও তাতে এখনও অনুমোদন মেলেনি রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar)। ফলত পুরভোটের বিজ্ঞপ্তি জারি নিয়ে তৈরি হয়েছে জটিলতা । সোমবারই রাজ্য়পাল পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে সংশোধনী বিল সংক্রান্ত যাবতীয় তথ্য রাজভবনে চেয়ে পাঠিয়েছিলেন। কালবিলম্ব না করে তা জগদীপ ধনকড়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন অধ্য়ক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায় ৷ 18 দফা আপত্তি তুলে সেই বিল ফেরৎ পাঠালেন রাজ্যপাল ৷

পুনরায় বিল সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা চেয়ে পাঠালেন রাজ্যপাল (Jagdeep Dhankhar has sought further details regarding Howrah Municipal Corporation Amendment Bill) ৷ সদ্য শীতকালীন অধিবেশনে রাজ্য সরকারের তরফ থেকে হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে আলাদা করার জন্য রাজ্য বিধানসভায় সংশোধনী বিল আনে সরকারপক্ষ। এই বিল বিধানসভায় পাশ হয়ে স্বাক্ষরের জন্য যায় রাজ্যপালের কাছে। রাজ্যপালের সম্মতি পেলেই এই বিল কার্যকর করা যেত ৷ কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল রাজ্যপাল জগদীপ ধনকর তো এই বিলে সম্মতি দিলেনই না, উল্টে বিল সংক্রান্ত 18 দফা আপত্তি তুলে তা সরকারপক্ষের কাছে ফেরত পাঠালেন।

আরও পড়ুন : Howrah Bally : হাওড়া থেকে আলাদা বালি পৌরসভা, বিধানসভায় ধ্বনি ভোটে পাস প্রস্তাব

একইসঙ্গে তিনি টুইট করে জানালেন, সংবিধানের আর্টিকেল 200 অনুসারে এই বিলের আরও ব্যাখ্যা প্রয়োজন। ঘটনায় হাওড়া পুরনিগমের নির্বাচন নিয়ে তৈরি হল আরও অনিশ্চয়তা। রাজ্যপালের সম্মতি না পেলে হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে আলাদা করা সম্ভব নয়। এমতাবস্থায় পুরনো হাওড়া পুরনিগমের চেহারাকে অক্ষত রেখে ভোট করা যেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এমনিতেই রাজ্য সরকার চেয়েছিল আগামী 19 ডিসেম্বর রাজ্যের দুই গুরুত্বপূর্ণ পুরনিগম হাওড়া এবং কলকাতার ভোট সম্পন্ন হোক। সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনও রাজ্যপাল জগদীপ ধনকড়ের মুখাপেক্ষী হয়েছিলেন কতদিনে তিনি এই প্রস্তাবে সই করেন।

তবে এদিন রাজ্যপালের টুইট এবং তাঁর 18 দফা আপত্তির কথা বলে সংশোধনীর দাবি জানানোয় এবং আরও বিস্তারিত ব্যাখ্যা ও চাওয়ায় নির্দিষ্ট সময়ে হাওড়ার পুরভোট করা নিয়ে চরম জটিলতা তৈরি হল।

Last Updated : Nov 24, 2021, 8:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.