ETV Bharat / city

কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপনেও রাজনৈতিক হিংসা নিয়ে সরব রাজ্যপাল - জগদীপ ধনকড়

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

Jagdeep Dhankhar brings post poll violence issue while paying tribute to rabindranath tagore on his birth anniversary
কবিগুরুর শ্রদ্ধাজ্ঞাপনেও রাজনৈতিক হিংসা নিয়ে সরব রাজ্যপাল
author img

By

Published : May 9, 2021, 4:39 PM IST

Updated : May 9, 2021, 5:12 PM IST

কলকাতা, 9 মে: রবীন্দ্র জন্মজয়ন্তীতে বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে করা টুইটেও রাজ্যের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে এই নিয়ে সরব হন রাজ্যপাল ৷

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী ৷ সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে গুরুদেবের উদ্দেশে নিজেদের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ তবে তাঁর সেই শ্রদ্ধার্ঘ্যতেও উঠে এল রাজ্যের সাম্প্রতিক সবচেয়ে চর্চিত রাজনৈতিক বিষয়টি ৷

আরও পড়ুন: কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদি-মমতার

টুইটে ধনকড় লিখেছেন, "জাতীয় স্তোত্রের সুরকার, মহান দার্শনিক ও লেখক, নোবেলজয়ী, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাঁদের উপর হিংসাটা কবিগুরুর স্বপ্ন ছিল না ৷ তাঁর স্বপ্নপূরণ করতে এই সমস্যার সমাধান করা হোক ৷"

  • Tribute to composer of NATIONAL ANTHEM, great philosopher & writer, Nobel Laureate, Gurudev Rabindranath Tagore on his birth anniversary.

    Unleashing of violence ⁦@MamataOfficial⁩ on those who exercised right to vote was not his dream.

    Let’s resolve to realize his dream pic.twitter.com/XFVEQZtMeK

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও রাজ্যপালের এই টুইটের জবাব এখনও মেলেনি শাসক দলের তরফে ৷

কলকাতা, 9 মে: রবীন্দ্র জন্মজয়ন্তীতে বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে করা টুইটেও রাজ্যের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে এই নিয়ে সরব হন রাজ্যপাল ৷

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী ৷ সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে গুরুদেবের উদ্দেশে নিজেদের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ৷ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷ তবে তাঁর সেই শ্রদ্ধার্ঘ্যতেও উঠে এল রাজ্যের সাম্প্রতিক সবচেয়ে চর্চিত রাজনৈতিক বিষয়টি ৷

আরও পড়ুন: কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদি-মমতার

টুইটে ধনকড় লিখেছেন, "জাতীয় স্তোত্রের সুরকার, মহান দার্শনিক ও লেখক, নোবেলজয়ী, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাঁদের উপর হিংসাটা কবিগুরুর স্বপ্ন ছিল না ৷ তাঁর স্বপ্নপূরণ করতে এই সমস্যার সমাধান করা হোক ৷"

  • Tribute to composer of NATIONAL ANTHEM, great philosopher & writer, Nobel Laureate, Gurudev Rabindranath Tagore on his birth anniversary.

    Unleashing of violence ⁦@MamataOfficial⁩ on those who exercised right to vote was not his dream.

    Let’s resolve to realize his dream pic.twitter.com/XFVEQZtMeK

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও রাজ্যপালের এই টুইটের জবাব এখনও মেলেনি শাসক দলের তরফে ৷

Last Updated : May 9, 2021, 5:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.