ETV Bharat / city

সমাবর্তনে বিক্ষোভ : পড়ুয়াদের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে টুইট রাজ্যপালের - অভিজিত বন্দ্যোপাধ্যায়

নজরুল মঞ্চ ছেড়ে বেড়িয়ে যাওয়ার পর পড়ুয়াদের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে টুইট করেন রাজ্যপাল ৷ টুইটে লেখেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্যায়কে D.Litt দেওয়ার প্রক্রিয়ায় যাতে কোনও সমস্যা না হয়, সেই জন্যই তিনি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান  ৷

CU Convocation
রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ
author img

By

Published : Jan 28, 2020, 5:07 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিক্ষোভের মুখে পড়ার পর অসন্তোষ জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এলে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে, এমন কানাঘুষো আজ সকাল থেকেই শোনা যাচ্ছিল ৷ সকালে জানা যায়, মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কেউই আসছেন না অনুষ্ঠানে ৷ দুপুর 12টা 45 মিনিট নাগাদ নজরুল মঞ্চের চত্বরে রাজ্যপালের গাড়ি ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করে TMCP (তৃণমূল ছাত্র পরিষদ) সমর্থকরা ।

বিক্ষোভের মধ্যেই নজরুল মঞ্চে প্রবেশ করেন রাজ্যপাল ৷ মঞ্চের ভিতরেও বিক্ষোভ দেখানো হয় ৷ দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তাতে লাভ হয়নি । বেশ কিছুক্ষণ আলোচনার পর উপাচার্য জানিয়ে দেন রাজ্যপাল অনুষ্ঠান মঞ্চে আসবেন না ৷ তখন বিক্ষোভকারীরা কিছুটা শান্ত হয় ।

  • The uppermost thought in mind while leaving Calcutta University without attending the Convocation is to ensure there is no compromise of the immense respect we have for Nobel laureate Abhijit Vinayak Banerjee on whom we are conferring honorary D Litt (honoris causa).

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) January 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Had some memorable moments with Nobel laureate Abhijit Vinayak Banerjee and his mother after wearing the robe for Convocation. The actions of those who created or stage managed unseemly spectacle would resonate for long in the ears of cultured people of WB. pic.twitter.com/Wcb6FFTbfS

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) January 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তারপর রাজ্যপালকে বাদ দিয়েই শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান ৷ নজরুল মঞ্চ ছেড়ে বেড়িয়ে যাওয়ার পর পড়ুয়াদের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে টুইট করেন রাজ্যপাল ৷ টুইটে লেখেন, "সমাবর্তন অনুষ্ঠানে যে অনভিপ্রেত ঘটনা ঘটল তা দীর্ঘদিন সংস্কৃতিবান বাঙালি মনে রাখবে । নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্যায়ের সম্মানের কথা মাথায় রেখে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাই ৷" নজরুল মঞ্চ ছাড়ার আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ তাঁর মায়ের সঙ্গে কাটানো কয়েকটি ছবিও টুইটে শেয়ার করেছেন রাজ্যপাল ৷

কলকাতা, 28 জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিক্ষোভের মুখে পড়ার পর অসন্তোষ জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এলে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে, এমন কানাঘুষো আজ সকাল থেকেই শোনা যাচ্ছিল ৷ সকালে জানা যায়, মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কেউই আসছেন না অনুষ্ঠানে ৷ দুপুর 12টা 45 মিনিট নাগাদ নজরুল মঞ্চের চত্বরে রাজ্যপালের গাড়ি ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করে TMCP (তৃণমূল ছাত্র পরিষদ) সমর্থকরা ।

বিক্ষোভের মধ্যেই নজরুল মঞ্চে প্রবেশ করেন রাজ্যপাল ৷ মঞ্চের ভিতরেও বিক্ষোভ দেখানো হয় ৷ দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু তাতে লাভ হয়নি । বেশ কিছুক্ষণ আলোচনার পর উপাচার্য জানিয়ে দেন রাজ্যপাল অনুষ্ঠান মঞ্চে আসবেন না ৷ তখন বিক্ষোভকারীরা কিছুটা শান্ত হয় ।

  • The uppermost thought in mind while leaving Calcutta University without attending the Convocation is to ensure there is no compromise of the immense respect we have for Nobel laureate Abhijit Vinayak Banerjee on whom we are conferring honorary D Litt (honoris causa).

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) January 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Had some memorable moments with Nobel laureate Abhijit Vinayak Banerjee and his mother after wearing the robe for Convocation. The actions of those who created or stage managed unseemly spectacle would resonate for long in the ears of cultured people of WB. pic.twitter.com/Wcb6FFTbfS

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) January 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তারপর রাজ্যপালকে বাদ দিয়েই শুরু হয় সমাবর্তন অনুষ্ঠান ৷ নজরুল মঞ্চ ছেড়ে বেড়িয়ে যাওয়ার পর পড়ুয়াদের ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে টুইট করেন রাজ্যপাল ৷ টুইটে লেখেন, "সমাবর্তন অনুষ্ঠানে যে অনভিপ্রেত ঘটনা ঘটল তা দীর্ঘদিন সংস্কৃতিবান বাঙালি মনে রাখবে । নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্যায়ের সম্মানের কথা মাথায় রেখে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাই ৷" নজরুল মঞ্চ ছাড়ার আগে নোবেলজয়ী অর্থনীতিবিদ তাঁর মায়ের সঙ্গে কাটানো কয়েকটি ছবিও টুইটে শেয়ার করেছেন রাজ্যপাল ৷

Intro:কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে কার্যত ক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকার। এন আর সি, সি এএ নিয়ে রাজ্যপাল কে গো ব্যাক স্লোগান দিলেন পড়ুয়ারা।


Body:চূড়ান্ত বিক্ষোভের আটকে পড়লেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। থমকে গেল সমাবর্তন অনুষ্ঠান। রাজ্যপাল নজরুল মঞ্চের ঢুকে যাওয়ার পরেও অনবরত চলল গো ব্যাক স্লোগান। অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করে রাজ্যপালকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হলো নজরুল মঞ্চের ভিতরে। সেখানে গিয়েও হবে মুখে পড়লেন রাজ্যপাল।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.