ETV Bharat / city

Jadavpur University: স্নাতকের ভর্তিতে জিওলজি বাদে বিজ্ঞান বিভাগের সব বিষয়ে হবে প্রবেশিকা পরীক্ষা - Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকে বিজ্ঞান বিভাগে প্রবেশিকা পরীক্ষা হবে (Jadavpur University will Conduct an Entrance Exam in Science Department for Graduation Course) ৷ কিন্তু, ওই বিভাগে জুওলজিতে প্রবেশিকা পরীক্ষা হবে না ৷ উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে ৷

Jadavpur University will Conduct an Entrance Exam in Science Department for Graduation Course
Jadavpur University will Conduct an Entrance Exam in Science Department for Graduation CourseJadavpur University will Conduct an Entrance Exam in Science Department for Graduation Course
author img

By

Published : Jul 19, 2022, 8:19 PM IST

কলকাতা, 19 জুলাই: স্নাতক স্তরে যে এ বার বিজ্ঞান বিভাগে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে, সে কথা আগেই জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Jadavpur University will Conduct an Entrance Exam in Science Department for Graduation Course) ৷ তবে, জিওলজি ডিপার্টমেন্টে প্রবেশিকা পরীক্ষা হবে না বলে স্থির হয়েছে ৷ পাশাপাশি, মূল্যায়নের ক্ষেত্রে থাকছে নেগেটিভ মার্কিংও ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বার প্রথম বিজ্ঞানের চারটি ডিপার্টমেন্টে প্রবেশিকা পরীক্ষা নেবে ৷ সেই পরীক্ষার নম্বরের ভিত্তিতে হবে ভর্তি প্রক্রিয়া ৷ অ্যাডমিশন কমিটির বৈঠকের পর প্রাথমিকভাবে এই চারটি ডিপার্টমেন্টে পরীক্ষা নেওয়ার কথা স্থির হয়েছে ৷ তবে, বিজ্ঞানের শাখা হলেও জিওলজিক্যাল বিভাগে প্রবেশিকা পরীক্ষা হবে না ৷ দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতেই ভর্তি প্রক্রিয়া চলবে ৷

কলা বিভাগের প্রবেশিকা পরীক্ষা বরাবরই চালু থাকলেও, ইতিহাস ও সংস্কৃত বিভাগে দ্বাদশের পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ভর্তি করা হবে স্নাতকে ৷ তবে, কলা বিভাগের প্রবেশিকা পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এডমিশন কমিটির এক সদস্য জানিয়েছেন, ‘‘বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও ভূগোলের জন্য প্রবেশিকা পরীক্ষা হবে ৷ তবে, জিওলজির ক্ষেত্রে তা হচ্ছে না ৷ এই বিষয়গুলিতে নেগেটিভ মার্কিং হবে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নে ৷ স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে যাতে পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রবেশিকা পরীক্ষায় মোট 50 নম্বর থাকছে ৷ অর্থাৎ, একটি প্রশ্নের উত্তর ঠিক হলে 1 নম্বর দেওয়া হবে ৷ আর একটি প্রশ্ন ভুল হলে .25 নম্বর কেটে নেওয়া হবে ৷’’

আরও পড়ুন: Opinion on Merit List: মেধাতালিকা অপ্রয়োজনীয়, মত শিক্ষাবিদদের একাংশের

যেহেতু অন্যান্য বোর্ডের ফলাফল এখনও বেরয়নি, তাই পরীক্ষার তারিখের ক্ষেত্রে কিছুটা ধোঁয়াশা রয়েছে ৷ তবে, আপাতত যে দু’টি তারিখ ঠিক করে এগনো হচ্ছে, তা হল 12 অগস্ট এবং 13 অগস্ট ৷ পাশাপাশি, প্রবেশিকার ক্ষেত্রে 50 শতাংশ নম্বর এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত 50 শতাংশ নম্বরের ভিত্তিতে মেধাতালকা তৈরি করা হবে ৷

কলকাতা, 19 জুলাই: স্নাতক স্তরে যে এ বার বিজ্ঞান বিভাগে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে, সে কথা আগেই জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Jadavpur University will Conduct an Entrance Exam in Science Department for Graduation Course) ৷ তবে, জিওলজি ডিপার্টমেন্টে প্রবেশিকা পরীক্ষা হবে না বলে স্থির হয়েছে ৷ পাশাপাশি, মূল্যায়নের ক্ষেত্রে থাকছে নেগেটিভ মার্কিংও ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বার প্রথম বিজ্ঞানের চারটি ডিপার্টমেন্টে প্রবেশিকা পরীক্ষা নেবে ৷ সেই পরীক্ষার নম্বরের ভিত্তিতে হবে ভর্তি প্রক্রিয়া ৷ অ্যাডমিশন কমিটির বৈঠকের পর প্রাথমিকভাবে এই চারটি ডিপার্টমেন্টে পরীক্ষা নেওয়ার কথা স্থির হয়েছে ৷ তবে, বিজ্ঞানের শাখা হলেও জিওলজিক্যাল বিভাগে প্রবেশিকা পরীক্ষা হবে না ৷ দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতেই ভর্তি প্রক্রিয়া চলবে ৷

কলা বিভাগের প্রবেশিকা পরীক্ষা বরাবরই চালু থাকলেও, ইতিহাস ও সংস্কৃত বিভাগে দ্বাদশের পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ভর্তি করা হবে স্নাতকে ৷ তবে, কলা বিভাগের প্রবেশিকা পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এডমিশন কমিটির এক সদস্য জানিয়েছেন, ‘‘বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও ভূগোলের জন্য প্রবেশিকা পরীক্ষা হবে ৷ তবে, জিওলজির ক্ষেত্রে তা হচ্ছে না ৷ এই বিষয়গুলিতে নেগেটিভ মার্কিং হবে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নে ৷ স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে যাতে পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রবেশিকা পরীক্ষায় মোট 50 নম্বর থাকছে ৷ অর্থাৎ, একটি প্রশ্নের উত্তর ঠিক হলে 1 নম্বর দেওয়া হবে ৷ আর একটি প্রশ্ন ভুল হলে .25 নম্বর কেটে নেওয়া হবে ৷’’

আরও পড়ুন: Opinion on Merit List: মেধাতালিকা অপ্রয়োজনীয়, মত শিক্ষাবিদদের একাংশের

যেহেতু অন্যান্য বোর্ডের ফলাফল এখনও বেরয়নি, তাই পরীক্ষার তারিখের ক্ষেত্রে কিছুটা ধোঁয়াশা রয়েছে ৷ তবে, আপাতত যে দু’টি তারিখ ঠিক করে এগনো হচ্ছে, তা হল 12 অগস্ট এবং 13 অগস্ট ৷ পাশাপাশি, প্রবেশিকার ক্ষেত্রে 50 শতাংশ নম্বর এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত 50 শতাংশ নম্বরের ভিত্তিতে মেধাতালকা তৈরি করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.