ETV Bharat / city

BJP-তে যোগদানকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের গাড়ি ভাঙচুর

অধ্যাপক অভ্র সেনের অভিযোগ, BJP-তে যোগ দেওয়ার পর তৃণমূল পরিকল্পিত ভাবে তাঁর উপর আক্রমণ করছে ৷

অভ্র সেন
author img

By

Published : Jul 29, 2019, 8:05 AM IST

কলকাতা, 29 জুলাই : কয়েকদিন আগে BJP যোগ দেওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র সেনের গাড়ি ভাঙচুর৷ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই অধ্যাপক ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র সেনের গাড়ি ভাঙচুর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র সেনের গাড়ি ভাঙচুর

লিখিত অভিযোগ তিনি জানিয়েছেন, বাঁশদ্রোণীতে তাঁর বাড়ির উলটোদিকে গাড়ি রাখা ছিল ৷ গাড়িটি ঢাকা ছিল ৷ 27 জুলাই গাড়িটি খুলতেই ভাঙচুরের বিষয়টি নজরে আসে তাঁর ৷ অভিযোগপত্রে তিনি জানিয়েছেন , বাঁশদ্রোণীর বাড়িতে তাঁর বৃদ্ধা মা ও বাবা রয়েছেন । তাই তাঁর গাড়িটি টার্গেট নয় । তিনি ও তাঁর গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন । তাই দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি ।

অধ্যাপক অভ্র সেনের অভিযোগ, BJP-তে যোগ দেওয়ার পর তৃণমূল পরিকল্পিত ভাবে তাঁর উপর আক্রমণ করছে ৷

সম্প্রতি BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দেন অভ্র সেন । সম্পর্কে তিনি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই ৷ জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ৷ পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷

কলকাতা, 29 জুলাই : কয়েকদিন আগে BJP যোগ দেওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র সেনের গাড়ি ভাঙচুর৷ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই অধ্যাপক ৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র সেনের গাড়ি ভাঙচুর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র সেনের গাড়ি ভাঙচুর

লিখিত অভিযোগ তিনি জানিয়েছেন, বাঁশদ্রোণীতে তাঁর বাড়ির উলটোদিকে গাড়ি রাখা ছিল ৷ গাড়িটি ঢাকা ছিল ৷ 27 জুলাই গাড়িটি খুলতেই ভাঙচুরের বিষয়টি নজরে আসে তাঁর ৷ অভিযোগপত্রে তিনি জানিয়েছেন , বাঁশদ্রোণীর বাড়িতে তাঁর বৃদ্ধা মা ও বাবা রয়েছেন । তাই তাঁর গাড়িটি টার্গেট নয় । তিনি ও তাঁর গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন । তাই দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি ।

অধ্যাপক অভ্র সেনের অভিযোগ, BJP-তে যোগ দেওয়ার পর তৃণমূল পরিকল্পিত ভাবে তাঁর উপর আক্রমণ করছে ৷

সম্প্রতি BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়ের হাত ধরে BJP-তে যোগ দেন অভ্র সেন । সম্পর্কে তিনি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই ৷ জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ৷ পরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷

Intro:28-07-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: সদ্য বিজেপিতে যোগদেওয়া খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামাই যাদবপুর বিশ্ববিদ্যাল এর অধ্যাপক অভ্র সেন এর গাড়ি ভাঙচুরের অভিযোগ। বাশদ্রোনীতে নিজের বাড়ির সামনে তার গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনার পর রিজেন্টপার্ক পার্ক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অভ্র।

অভ্র সেন রিজেন্টপার্ক থানায় লিখিত অভিযোগ করে জানায়, ২৭ জুলাই তার গাড়ি ভাঙচুর করেছে সেটা প্রথম তার নজরে আসে। বাশদ্রোনীর বাড়িতে তার বৃদ্ধা মা ও বাবা রয়েছেন। তাই তার গাড়িটি টার্গেট নয়। সে ও তার গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই এই দুষ্কৃতিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবী জানায় তিনি।


অধ্যাপক অভ্র সেন জানান," বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল সু- পরিকল্পিত ভাবে তার উপর আক্রণ করছে"

সম্প্রতি বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায় এর হাত ধরে বিজেপিতে যোগ দেয় অভ্র। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামাই কে গেরুয়া শিবিরে যোগদান করিয়ে তৃণমূল কে বড় ধাক্কা দেয় মুকুল রায়।

Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.