ETV Bharat / city

JNU-তে মেডিকেল টিম আক্রান্ত কেন, গৃহযুদ্ধ চলছে ? প্রশ্ন IMA-র

author img

By

Published : Jan 7, 2020, 5:16 AM IST

সোমবার IMA-এর সদর দপ্তরে সংগঠনের সেক্রেটারি জেনেরাল আর ভি অশোকান ও সর্বভারতীয় সভাপতি রাজন শর্মা যৌথ প্রেস বিবৃতিতে জানান, JNU-তে জখমদের চিকিৎসার জন্য যে চিকিৎসক ও নার্সরা যাচ্ছিলেন, তাঁদের উপরে হিংসাত্বক ঘটনার নিন্দা করছেন তাঁরা । দেশে আইন-শৃঙ্খলা ভেঙে পড়ছে । নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে ‌।

IS this a civil war ?
আন্দোলন

কলকাতা, 7 জানুয়ারি : আহতদের চিকিৎসা করতে যাওয়ার সময় ডাক্তার এবং নার্সদের যদি সুরক্ষা দিতে না পারে দেশ, তাহলে জাতির কাছে কী বার্তা পৌঁছায় ? এটা কি গৃহযুদ্ধ ? এই ঘটনায় গোটা বিশ্বের কাছেই বা কী বার্তা গেল ? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবার রাতে দুষ্কৃতীদের হামলার প্রসঙ্গে এই প্রশ্ন তুলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) । রবিবার JNU-তে হামলায় যাঁরা জখম হন তাঁদের চিকিৎসা করতে যাচ্ছিল চিকিৎসক ও নার্সদের একটি দল । তখন তাঁদের উপরেও দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে । IMA-র পাশাপাশি চিকিৎসকদের অন্য সংগঠনগুলিও এই ঘটনার নিন্দা করেছে ।

রবিবার JNU-তে দুষ্কৃতীদের হামলার পর অ্যাম্বুলেন্সে করে জখমদের চিকিৎসার করতে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল চিকিৎসক ও নার্সদের একটি‌ দল । অভিযোগ, তাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়নি দুষ্কৃতীরা । অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয় । আক্রান্ত হন চিকিৎসক ও নার্সরা । পুলিশের সামনেই তাণ্ডব চলে, কিন্তু তারা নির্বিকার ছিল । সোমবার IMA-এর সদর দপ্তরে সংগঠনের সেক্রেটারি জেনেরাল আর ভি অশোকান ও সর্বভারতীয় সভাপতি রাজন শর্মা যৌথ প্রেস বিবৃতিতে জানান, JNU-তে জখমদের চিকিৎসার জন্য যে চিকিৎসক ও নার্সরা যাচ্ছিলেন, তাঁদের উপরে হিংসাত্বক ঘটনার নিন্দা করছেন তাঁরা । দেশে আইন-শৃঙ্খলা ভেঙে পড়ছে । নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে ‌। দেশের রাজধানীতেই চিকিৎসক ও নার্সরা সুরক্ষিত নন । এই পরিস্থিতিতে আত্মরক্ষার ব্যবস্থা নিজেদেরই করে নেওয়ার সময় এসেছে । আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় চিকিৎসক ও নার্সদের যদি সুরক্ষা দিতে না পারে দেশ, তাহলে জাতির কাছে কী বার্তা পৌঁছায় ? এটা কি গৃহযুদ্ধ ? এই ঘটনায় গোটা বিশ্বের কাছেই বা কী বার্তা গেল ? বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রকের কাছে চিকিৎসক ও নার্সদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানানো হয়েছে ।

ডাক্তাররা অ্যাপ্রন পরে মিছিলে হাঁটছেন সেই চিত্র

IMA - র পাশাপাশি চিকিৎসকদের অন্যান্য সংগঠনগুলির তরফেও এই ঘটনার নিন্দা করা হয়েছে । পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস প্রেস বিবৃতিতে জানিয়েছেন, JNU-এর আহত ছাত্র-ছাত্রীদের চিকিৎসা করতে যাওয়ার সময় চিকিৎসক ও নার্সদের উপর বর্বরোচিত আক্রমণের তাঁরা নিন্দা করছেন । এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা । সরকারি ডাক্তারদের অন্য একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল- এর সাধারণ সম্পাদক মানস গুমটা জানিয়েছেন, JNU-এর ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের উপরে পাশবিক আক্রমণের তাঁরা নিন্দা করছেন । কেন্দ্রের শাসকদলের দ্বারা এটা দেশের মানুষের উপর ফ্যাসিস্টিক আক্রমণ । কেন্দ্রীয় সরকারের কাছে এই ঘটনায় অবিলম্বে পদক্ষেপ করার আবেদন জানিয়েছে ডাক্তার সহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার (MSC) । JNU-র ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতায় চিকিৎসকদের একাংশ অ্যাপ্রন পরে মিছিল করেন ।

কলকাতা, 7 জানুয়ারি : আহতদের চিকিৎসা করতে যাওয়ার সময় ডাক্তার এবং নার্সদের যদি সুরক্ষা দিতে না পারে দেশ, তাহলে জাতির কাছে কী বার্তা পৌঁছায় ? এটা কি গৃহযুদ্ধ ? এই ঘটনায় গোটা বিশ্বের কাছেই বা কী বার্তা গেল ? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবার রাতে দুষ্কৃতীদের হামলার প্রসঙ্গে এই প্রশ্ন তুলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) । রবিবার JNU-তে হামলায় যাঁরা জখম হন তাঁদের চিকিৎসা করতে যাচ্ছিল চিকিৎসক ও নার্সদের একটি দল । তখন তাঁদের উপরেও দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে । IMA-র পাশাপাশি চিকিৎসকদের অন্য সংগঠনগুলিও এই ঘটনার নিন্দা করেছে ।

রবিবার JNU-তে দুষ্কৃতীদের হামলার পর অ্যাম্বুলেন্সে করে জখমদের চিকিৎসার করতে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল চিকিৎসক ও নার্সদের একটি‌ দল । অভিযোগ, তাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়নি দুষ্কৃতীরা । অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয় । আক্রান্ত হন চিকিৎসক ও নার্সরা । পুলিশের সামনেই তাণ্ডব চলে, কিন্তু তারা নির্বিকার ছিল । সোমবার IMA-এর সদর দপ্তরে সংগঠনের সেক্রেটারি জেনেরাল আর ভি অশোকান ও সর্বভারতীয় সভাপতি রাজন শর্মা যৌথ প্রেস বিবৃতিতে জানান, JNU-তে জখমদের চিকিৎসার জন্য যে চিকিৎসক ও নার্সরা যাচ্ছিলেন, তাঁদের উপরে হিংসাত্বক ঘটনার নিন্দা করছেন তাঁরা । দেশে আইন-শৃঙ্খলা ভেঙে পড়ছে । নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে ‌। দেশের রাজধানীতেই চিকিৎসক ও নার্সরা সুরক্ষিত নন । এই পরিস্থিতিতে আত্মরক্ষার ব্যবস্থা নিজেদেরই করে নেওয়ার সময় এসেছে । আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় চিকিৎসক ও নার্সদের যদি সুরক্ষা দিতে না পারে দেশ, তাহলে জাতির কাছে কী বার্তা পৌঁছায় ? এটা কি গৃহযুদ্ধ ? এই ঘটনায় গোটা বিশ্বের কাছেই বা কী বার্তা গেল ? বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রকের কাছে চিকিৎসক ও নার্সদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানানো হয়েছে ।

ডাক্তাররা অ্যাপ্রন পরে মিছিলে হাঁটছেন সেই চিত্র

IMA - র পাশাপাশি চিকিৎসকদের অন্যান্য সংগঠনগুলির তরফেও এই ঘটনার নিন্দা করা হয়েছে । পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস প্রেস বিবৃতিতে জানিয়েছেন, JNU-এর আহত ছাত্র-ছাত্রীদের চিকিৎসা করতে যাওয়ার সময় চিকিৎসক ও নার্সদের উপর বর্বরোচিত আক্রমণের তাঁরা নিন্দা করছেন । এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা । সরকারি ডাক্তারদের অন্য একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল- এর সাধারণ সম্পাদক মানস গুমটা জানিয়েছেন, JNU-এর ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের উপরে পাশবিক আক্রমণের তাঁরা নিন্দা করছেন । কেন্দ্রের শাসকদলের দ্বারা এটা দেশের মানুষের উপর ফ্যাসিস্টিক আক্রমণ । কেন্দ্রীয় সরকারের কাছে এই ঘটনায় অবিলম্বে পদক্ষেপ করার আবেদন জানিয়েছে ডাক্তার সহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার (MSC) । JNU-র ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতায় চিকিৎসকদের একাংশ অ্যাপ্রন পরে মিছিল করেন ।

Intro:কলকাতা, ৬ জানুয়ারি: আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় ডাক্তার এবং নার্সদের যদি সুরক্ষা দিতে না পারে দেশ, তাহলে জাতির কাছে কী বার্তা পৌঁছয়? এটা কি সিভিল ওয়ার? এই ঘটনায় গোটা বিশ্বের কাছেই-বা কোন বার্তা গেল? এমনই বলছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর হেড কোয়ার্টার। রবিবার JNU-তে জখমদের চিকিৎসা করতে যাচ্ছিল ডাক্তার-নার্সদের একটি টিম। এই টিমও দুষ্কৃতীদের আক্রমণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। IMA-র হেড কোয়ার্টারের পাশাপাশি এই ঘটনায় ডাক্তারদের অন্য বিভিন্ন সংগঠনও নিন্দা জানিয়েছে। JNU-তে যেভাবে দুষ্কৃতীদের আক্রমণ ঘটেছে, তারও নিন্দা জানিয়েছে ডাক্তারদের বিভিন্ন সংগঠন।
Body:রবিবার JNU-তে দুষ্কৃতীদের হামলার পরে, একটি অ্যাম্বুলেন্সে করে জখমদের চিকিৎসার জন্য JNU-তে যাচ্ছিল ডাক্তারদের একটি‌ টিম। এই টিমে নার্সরাও ছিলেন। অভিযোগ উঠেছে, জখমদের চিকিৎসার জন্য এই টিমকে JNU-তে ঢুকতে দেয়নি দুষ্কৃতীরা। শুধুমাত্র তাই নয়। অভিযোগ উঠেছে, অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয়। আক্রান্ত হন ডাক্তার-নার্সরা। পুলিশের সামনে এই ঘটনা হলেও, পুলিশ নির্বিকার ছিল বলেও অভিযোগ। এই ঘটনার জেরে সোমবার IMA-এর হেড কোয়ার্টারের সেক্রেটারি জেনারেল ডাক্তার আর ভি অশোকান এবং, ন্যাশনাল প্রেসিডেন্ট ডাক্তার রাজন শর্মার যৌথ প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, JNU-তে জখমদের চিকিৎসার জন্য যে ডাক্তার এবং নার্সরা যাচ্ছিলেন, তাঁদের উপরে হিংসাত্মক ঘটনার নিন্দা জানাচ্ছেন তাঁরা। দেশে আইন-শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং নৈরাজ্যে পরিস্থিতি তৈরি হচ্ছে‌। দেশের রাজধানীতেই যদি ডাক্তার এবং নার্সরা সুরক্ষিত না থাকেন, তাহলে শাসনের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে এবং শাসনের অভাব বোঝা যায়। আত্মরক্ষার ক্ষেত্রে নিজেদের ব্যবস্থা নিজেদের করে নেওয়ার জন্য ডাক্তার সহ মেডিকেল ফ্যাটারনিটির সকলের কাছে সময় এসেছে। আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় ডাক্তার এবং নার্সদের যদি সুরক্ষা দিতে না পারে দেশ, তাহলে জাতির কাছে কী বার্তা পৌঁছয়? এটা কি সিভিল ওয়ার? এই ঘটনায় গোটা বিশ্বের কাছেই-বা কোন বার্তা গেল?

IMA-এর হেড কোয়ার্টারের এই যৌথ প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা দেওয়ার অধিকার রয়েছে ডাক্তার এবং নার্সদের। এবং, প্রত্যেকের জীবনের অধিকার রয়েছে। ডাক্তার এবং নার্সদের উপর রবিবারের এই আক্রমণের ঘটনায় কঠোর প্রতিবাদ এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য IMA-র দিল্লির স্টেট শাখাকে IMA-র হেড কোয়ার্টারের নির্দেশ দেওয়ার কথা এই বিবৃতিতে জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক যাতে এই ঘটনার জন্য নিন্দা জানায়, তারও দাবি জানিয়েছে IMA-র হেড কোয়ার্টার। এবং, আহতদের চিকিৎসার জন্য যে সব ডাক্তার এবং নার্স যাবেন, তাঁদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিও এই বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রকের কাছে জানানো হয়েছে। ডাক্তার এবং হাসপাতালে হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে কেন্দ্রীয় আইনের কথাও এই বিবৃতিতে বলেছে IMA-র হেড কোয়ার্টার।

তবে, শুধুমাত্র IMA-র হেড কোয়ার্টার নয়। সরকারি-বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সংগঠনের তরফেও এই ঘটনার নিন্দা, প্রতিবাদ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি ডাক্তারদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, ডাক্তার সজল বিশ্বাস প্রেস বিবৃতিতে জানিয়েছেন, JNU-এর আহত ছাত্র-ছাত্রীদের চিকিৎসারত ডাক্তার-নার্সদের উপর বর্বরোচিত আক্রমণের ঘটনায় তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছেন তাঁরা। তিনি জানিয়েছেন, একদিকে আন্দোলনরত ছাত্রীদের হস্টেলে ঢুকে দুষ্কৃতীরা যেভাবে নৃশংস আক্রমণ চালিয়েছে, যা দেশের গণতান্ত্রিক রীতি-নীতিকে যেমন পদলিত করেছে, তেমনই, আহতদের চিকিৎসা করতে যাওয়া ডাক্তাররাও একইরকমভাবে দুষ্কৃতীদের নৃশংস আক্রমণের শিকার হয়েছেন, যা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের সব মেডিকেল এথিক্সকে পদদলিত করেছে।Conclusion:এ রাজ্যের সরকারি ডাক্তারদের অন্য একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক ডাক্তার মানস গুমটা জানিয়েছেন, JNU-এর ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের উপরে দুর্বৃত্তদের পাশবিক আক্রমণের ঘটনায় তাঁরা কঠোরভাবে নিন্দা জানাচ্ছেন। অভিযোগ উঠেছে, দুষ্কৃতীদের মাধ্যমে এই ঘটনা পরিকল্পিতভাবে হয়েছে। এই ঘটনাকে তাঁরা বিচ্ছিন্ন হিসাবে দেখছেন না। কেন্দ্রের শাসকশ্রেণির মাধ্যমে এটা দেশের মানুষের উপর ফ্যাসিস্টিক অ্যাটাক। এই ঘটনার প্রতিবাদে সকল যাতে সামিল হন, তার জন্য ব্যক্তি-মত নির্বিশেষে সকলের কাছে তাঁরা আবেদন রাখছেন। মত প্রকাশের স্বাধীনতা, ছাত্র-ছাত্রীদের মর্যাদা রক্ষা সহ ভারতীয় গণতন্ত্রের প্রাথমিক সারসত্যকে সমর্থনের আবেদনও ডাক্তারদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে।

গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ঘটনা বন্ধের জন্য কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে ডাক্তার সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার (MSC)। JNU-তে ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে সোমবার ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ডাক্তার কুনালকান্তি ঘোষ বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে সব ছাত্র-ছাত্রীকে এক সঙ্গে গর্জে উঠতে হবে। বুঝিয়ে দিতে হবে ছাত্র-ছাত্রীদের আওয়াজ এইভাবে দমিয়ে দেওয়া যায় না। JNU-এর ঘটনার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের একটি মিছিলে এ দিন ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের বেশ কয়েকজন ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট সামিল হয়েছেন। ডাক্তাররা অ্যাপ্রন পরে মিছিলে হাঁটেন। এই ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টরা ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্য।
_______


ছবি:
wb_kol_02a_jnu_doctors_org_pic_7203421
IMA-এর প্রেস রিলিজ


wb_kol_02b_jnu_doctors_org_pic_7203421
wb_kol_02c_jnu_doctors_org_pic_7203421
wb_kol_02f_jnu_doctors_org_pic_7203421
ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজের ছাত্র ইউনিয়নের সদস্যরা


পিডিএফ:
wb_kol_02d_jnu_doctors_org_pdf_7203421
AHSD-এর প্রেস রিলিজ

wb_kol_02e_jnu_doctors_org_pdf_7203421
MSC-র প্রেস রিলিজ






ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.