কলকাতা, 10 জুলাই : ঐতিহাসিক ভুল ৷ এই শব্দ দু’টি ক্রমশ সিপিআইএমের (CPIM) সমার্থক হয়ে উঠছে ৷ আবার কেউ কেউ মজা করে বলছেন সিপিআইএম এমন একটি রাজনৈতিক দল, যারা রাজনৈতিক ভুল করে ৷ পরে সেই ভুল স্বীকার করে নেয় ৷ তার পর সব ভুলে আবার ভুল করে ৷ আর এই ভাবেই সিপিআইএমের ভুল আর ভুল স্বীকারের বহর ক্রমেই বেড়ে চলেছে ৷
এই ভুল আর ভুল স্বীকারের মধ্যে সবচেয়ে বড় আর চর্চিত হয় যে বিষয়টি নিয়ে, তা হল জ্যোতি বসুকে (Jyoti Basu) প্রধানমন্ত্রী হতে না দেওয়া ৷ যে ঘটনাকে পরে বহুবার বঙ্গ সিপিআইএমের বহু নেতা ঐতিহাসিক ভুল বলে জানিয়েছিলেন ৷
আরও পড়ুন : ‘বাবাকে বলো’র বিরুদ্ধে থানায় দিব্যেন্দু, মুখ্যমন্ত্রীর কাছে প্রকৃত তদন্তের আবেদন শিশির-পুত্রের
তার পর সময় এগিয়েছে ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সিপিআইএমের ভুলের সংখ্যা ৷ 2004 সালে প্রথম ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়েছিল সিপিআইএম তথা বামফ্রন্ট ৷ কিন্তু জাতীয়স্তরে কংগ্রেসের সঙ্গে তাদের সেই জোট ভেঙে যায় 2008 সালে ৷ ভারত-মার্কিন পরমাণু চুক্তির বিরোধিতা করে মনমোহন সিংয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় সিপিআইএম ৷
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, সিপিআইএমের ওই সিদ্ধান্তই কংগ্রেস (Congress) ও তৃণমূলের (Trinamool Congress) সখ্যতার অনুঘটক হিসেবে কাজ করেছিল ৷ যার ফলে 2009 সালের লোকসভা ভোটে ভরাডুবি ও 2011 সালে বঙ্গের ক্ষমতা হারাতে হয়েছিল সিপিআইএমকে ৷ রাজধানীর রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা বলেন মনমোহন সরকার থেকে সমর্থন প্রত্যাহারে সিপিআইএমের বঙ্গ-ব্রিগেডের সমর্থন ছিল না ৷ যেমন সমর্থন ছিল না জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার আপত্তি নিয়েও ৷ ফলে 2008-এর ওই সিদ্ধান্ত নিয়েও ভুল স্বীকার করে নেওয়া হয় ৷
আরও পড়ুন : Babake Bolo : ‘বাবাকে বলো’ নিয়ে কিছুই বলার নেই, বলছে তৃণমূল !
আর সেই ভুলের তালিকায় সাম্প্রতিক সংযোজন বিধানসভা ভোটের প্রচারে বিজেমূল স্লোগান ৷ এই স্লোগান ভুল ছিল বলে সম্প্রতি স্বীকার করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra) ৷ এমনকী, তিনি জানিয়েছেন যে এবারের ভোটে শত্রু চিনতে ভুল করেছিল সিপিআইএম ৷
আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে আর কত ভুল স্বীকার করবে সিপিআইএম ? নাকি এটাই দস্তুর হয়ে উঠেছে মুজাফ্ফর আহমেদ ভবনের নেতাদের ? নাকি এটাই এখন সিপিআইএমের নিউ নর্মাল (New Normal) অবস্থা ?
আরও পড়ুন : মমতা চাইলে জেলে যেতে রাজি, প্রতিহিংসার অভিযোগে সরব শুভেন্দু
যদিও সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর মতে, এটা ভুল স্বীকারের বিষয় নয় ৷ কিছু বিষয় নিয়ে তাঁরা মানুষের কাছে গিয়েছিলেন ৷ সেটা মানুষ গ্রহণ করেনি ৷ সেটাই বিচার করতে হবে ৷ আসলে মানুষের মধ্যে এই স্লোগান একটা ধোঁয়াশা তৈরি করেছিল ৷ এই ঘটনা ঐতিহাসিক ভুল ছিল না ৷
যিনি ভুল স্বীকার করেছেন এবং যিনি প্রতিক্রিয়া দিলেন, সেই সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তী, দু’জনেই বর্ষীয়ান কমরেড ৷ কিন্তু আগামিদিনে যাঁদের হাত ধরে দল এগোবে, তাঁদের এই বিষয়ে কী মত ?
আরও পড়ুন : শূন্য অলিন্দে আজও তিনি দুর্গ আগলে
নন্দীগ্রামে (Nandigram) সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন, ‘‘সূর্যদা আমাদের দলের সম্পাদক ৷ তিনি বিজেমূল নিয়ে যা বলেছেন তা আমাদের অভ্যন্তরীণ মূল্যায়ন ৷’’ কামারহাটি থেকে ভোটে লড়া সিপিআইএমের সায়নদীপ মিত্র বলছেন, সম্পাদকের কথাই পার্টি লাইন ৷ বাইরে এই নিয়ে কিছু বলাই অনুচিত ৷ সিঙ্গুর থেকে ভোটের ময়দানে নেমেছিলেন আরেক তরুণ-তুর্কি সৃজন ভট্টাচার্য ৷ এসএফআই-এর রাজ্য সম্পাদক বলছেন, সূর্যকান্ত মিশ্রের বক্তব্য দলের সামগ্রিক মূল্যায়নের অংশ ৷
এবারের ভোটে সিপিএম ও কংগ্রেসের সঙ্গে জোটে আইএসএফও (ISF) ছিল ৷ ব্রিগেডের মঞ্চে আইএসএফের আব্বাস সিদ্দিকীকে নিয়ে বাম নেতাদের হুড়োহুড়ি কারও নজর এড়ায়নি ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, আইএসএফের সঙ্গে হাত মেলানো ঠিক হয়নি সিপিআইএমের ৷
আরও পড়ুন : PAC : পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির
এখন দেখার এই সিদ্ধান্ত সিপিএম কী মূল্যায়ন করে ? এটাও কি তাদের... ?