কলকাতা, 3 ফেব্রুয়ারি : কলকাতা পৌরনিগমের আগামী ছয় মাসের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করলেন পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । 2021-এ নির্বাচনকে সামনে রেখেই আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী এই বাজেট পেশ করলেন মুখ্য প্রশাসক । পৌর নির্বাচনের আগে এটাই সম্ভবত অন্তিম বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বৈঠক । গত বছর করোনা পরিস্থিতির জন্য পৌর নির্বাচন স্থগিত হয়ে যায় । মেয়াদ উত্তীর্ণ পরিস্থিতিতে মে মাসে কলকাতা শহরের সবকটি পরিষেবা সচল রাখতে কলকাতা পৌরনিগমের বসানো হয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর । 2021 এপ্রিল থেকে এই বাজেট কার্যকর হবে আগামী সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত ।
অন্তর্বর্তী এই বাজেটে নতুন কোনও সংযোজন ও পরিবর্তন করা হয়নি । যতদিন না পর্যন্ত নির্বাচন সম্পন্ন হয় ততদিন পর্যন্ত শহরে পরিষেবা সচল রাখতে এই বাজেট পেশ করা হয়েছে । চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত এই বাজেট কার্যকর থাকবে । আগামী ছয় মাসের জন্য অনাদায়ী করের উপর সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এই অন্তর্বর্তী বাজেটে । ওয়েবার স্কিমে বকেয়া সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । বিজ্ঞাপন কর, বিনোদন কর, কার পার্কিং-সহ সবকটি পৌর কর আদায়ের বিষয়টি নজর দেওয়া হয়েছে এই অন্তর্বর্তী বাজেটে ।
আরও পড়ুন : উচ্চশিক্ষা সংসদের বৈঠক, সিদ্ধান্ত হতে পারে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে
অন্তর্বর্তী বাজেট পেশ করার পর ফিরহাদ হাকিম জানিয়েছেন, যেহেতু করোনা পরিস্থিতির জন্য নির্বাচন করা সম্ভব হয়নি সেক্ষেত্রে পরিষেবা চালু রাখতে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠন করা হয় কলকাতা পৌরনিগমে । তিনি আশাবাদী আগামী 6 মাসের মধ্যে পৌর নির্বাচন সম্পন্ন হয়ে যাবে এবং নতুন বোর্ড গঠন হবে । নির্বাচিত প্রতিনিধিরা এসে নতুন বাজেট পেশ করবেন । এবারও পৌরনিগমের ঘাটতি বাজেট পেশ করা হয়েছে । ফিরহাদ হাকিম জানিয়েছেন, গত বাজেটে যা ছিল সেগুলি এই বাজেটে বহাল রাখা হয়েছে কোনও পরিবর্তন করা হয়নি ।