কলকাতা, 11 জুলাই: কাজে ফাঁকি নয়, ছুটি নিয়ে যোগ দিতে হবে দলীয় সভায় (21 July TMC rally)। 21 জুলাইয়ের সমাবেশের বিষয়ে তৃণমূল শিক্ষক সংগঠনগুলি এই সিদ্ধান্ত নিয়েছে (Instructions for teachers)৷
রাজ্যে স্কুল-শিক্ষকদের দু'টি সংগঠন - মাধ্যমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি । সম্প্রতি এই দু'টি সংগঠন বৈঠক করে নেতৃত্বের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে । তারা শিক্ষকদের জন্য যে নির্দেশিকা জারি করেছে তাতে বলা হয়েছে, 21 জুলাইয়ের সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা ধর্মতলায় আসবেন । যাঁরা সমাবেশে আসতে ইচ্ছুক, তাঁদের ছুটি নিয়েই সমাবেশে যেতে হবে । স্কুলে গিয়ে খাতায় সই করে ধর্মতলায় আসা চলবে না । এই নির্দেশ কেউ অমান্য করলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
একটি দলীয় কর্মসূচির জন্য একদিন শিক্ষক বা শিক্ষিকারা বিদ্যালয়ে উপস্থিত থাকবেন না, এটা নিন্দনীয় - এই অভিযোগেই বারবার সরব হয়েছে বিরোধীরা ৷ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন জানিয়েছেন, "শিক্ষক শিক্ষিকারা যখন তাঁদের ডিএ, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ন্যায্য দাবি-দাওয়ার জন্য প্রতিবাদে নামেন, তখন সরকার তাঁদের কোনওভাবেই কোনও ছুটি অনুমোদন করে না । বরং যাঁরা ধর্মঘটে সামিল হন, তাঁদের বেতন কেটে নেওয়া হয়, অনেক সময় তাঁদের চাকরি থেকেও বরখাস্ত করে দেওয়া হয় । এ দিকে একুশে জুলাই সমাবেশে যাওয়ার জন্য যে ছুটি নেওয়ার কথা সরকার জানিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় । পড়ুয়াদের পঠন-পাঠনে যে বিঘ্ন ঘটবে সে দিকে সরকারের নজর রাখা উচিত ।"
আরও পড়ুন: একুশে জুলাইকে সামনে রেখে তথ্যচিত্র বানাচ্ছে তৃণমূল
তবে এ বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র । তিনি জানিয়েছেন, "বহু শিক্ষক-শিক্ষিকাকে দেখা যায় যাঁরা স্কুলে এসে সই করে বেরিয়ে চলে যান, কিন্তু তাঁরা আমাদের সংগঠনের কেউই নন । এমনকী তাঁরা একুশে জুলাই-এর সমাবেশেও উপস্থিত থাকেন না । এই সমস্ত দিক বিবেচনা করেই এই ভাবনা নেওয়া হয়েছে । বিরোধীরা অনেক কথাই বলতে পারে । তবে ওই দিনটা একটা উল্লেখযোগ্য । ওইদিন আমাদের দলনেত্রী সবার উদ্দেশে বেশ কিছু বক্তব্য রাখবেন । ফলে দলের সবারই উপস্থিত থাকা উচিত বলে আমি মনে করি ।"