ETV Bharat / city

বৃদ্ধার মাথা ধরে ঝাঁকুনি, চড় ; গ্রেপ্তার নার্স - police

অশীতিপর বৃদ্ধাকে মারধরের ঘটনায় এক নার্সকে গ্রেপ্তার করল পুলিশ । অভিযুক্ত নার্সের নাম সংযুক্তা পাইক ।

অভিযুক্ত নার্স
author img

By

Published : Jun 21, 2019, 10:58 PM IST

কলকাতা, 21 জুন: অশীতিপর বৃদ্ধাকে মারধরের ঘটনায় এক নার্সকে গ্রেপ্তার করল পুলিশ । কলকাতার গাঙ্গুলি বাগানের রবীন্দ্রপল্লি এলাকার ঘটনা । অভিযুক্ত নার্সের নাম সংযুক্তা পাইক ।

নার্সের কাজই হল সেবা । কিন্তু সেবার বদলে অশীতিপর বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল সেবিকার বিরুদ্ধে । বছর পঁচাশির ওই বৃদ্ধার দেখভালের জন্য চিকিৎসকের পরামর্শে নার্স নিযুক্ত করেন পরিবারের লোক । বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ থাকার জন্য নড়াচড়াও করতে পারেন না । অভিযোগ, প্রথমদিকে বিষয়টি বুঝতে না পারলেও বৃদ্ধার শরীরে কালসিটে দাগ দেখে সন্দেহ হয় পরিবারের । ঘরে থাকা CCTV খতিয়ে দেখে বৃদ্ধার পরিবার । বেরিয়ে আসে আসল ঘটনা ।

দেখুন ভিডিয়ো

CCTV-তে দেখা যায়, অভিযুক্ত নার্স সংযুক্তা পাইক ওই বৃদ্ধাকে চুলের মুঠি ধরে মারধর করছেন । কথায় কথায় চলছে চড়-থাপড় । যা দেখে ক্ষুব্ধ পরিবার ওই নার্সের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের করে । আজ পুলিশ অভিযুক্ত নার্সকে গ্রেপ্তার করে ।

কলকাতা, 21 জুন: অশীতিপর বৃদ্ধাকে মারধরের ঘটনায় এক নার্সকে গ্রেপ্তার করল পুলিশ । কলকাতার গাঙ্গুলি বাগানের রবীন্দ্রপল্লি এলাকার ঘটনা । অভিযুক্ত নার্সের নাম সংযুক্তা পাইক ।

নার্সের কাজই হল সেবা । কিন্তু সেবার বদলে অশীতিপর বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল সেবিকার বিরুদ্ধে । বছর পঁচাশির ওই বৃদ্ধার দেখভালের জন্য চিকিৎসকের পরামর্শে নার্স নিযুক্ত করেন পরিবারের লোক । বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ থাকার জন্য নড়াচড়াও করতে পারেন না । অভিযোগ, প্রথমদিকে বিষয়টি বুঝতে না পারলেও বৃদ্ধার শরীরে কালসিটে দাগ দেখে সন্দেহ হয় পরিবারের । ঘরে থাকা CCTV খতিয়ে দেখে বৃদ্ধার পরিবার । বেরিয়ে আসে আসল ঘটনা ।

দেখুন ভিডিয়ো

CCTV-তে দেখা যায়, অভিযুক্ত নার্স সংযুক্তা পাইক ওই বৃদ্ধাকে চুলের মুঠি ধরে মারধর করছেন । কথায় কথায় চলছে চড়-থাপড় । যা দেখে ক্ষুব্ধ পরিবার ওই নার্সের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের করে । আজ পুলিশ অভিযুক্ত নার্সকে গ্রেপ্তার করে ।

Intro:কলকাতা, 21 জুন: সেবার জন্য নিয়োগ করা হয়েছিল নার্স। কথা ছিল সব সময় দেখভাল করার। কিন্তু কোথায় কি! অভিযোগ, সেবার বদলে বৃদ্ধাকে মারধর করত ওই নার্স। সিসিটিভি ফুটেজে বেরিয়ে আসে সত্যিটা। অভিযোগ জানানো হয় পুলিশে। আজ পাটুলি থানা আটক করল অভিযুক্তকে। Body:গাঙ্গুলি বাগানের রবীন্দ্র পল্লীতে থাকেন ওই বৃদ্ধা। বয়স ৮৫। পরিবারের অন্যরা কর্মব্যস্ত। এদিকে বৃদ্ধা শারীরিকভাবে অসুস্থ। তাঁকে দেখভালের জন্য সেবিকা রাখার পরামর্শ দিয়েছিল চিকিৎসক। সেই পরামর্শ মেনে পরিবারের লোকজন তাঁর জন্য নিয়োগ করে সংযুক্তা পাইক নামে একজন নার্সকে। বৃদ্ধা এতটাই অসুস্থ যে কথা বলতে পারেন না। নিজে উঠতে বসতে পারেন না। প্রয়োজন হয় সাহায্যের। পরিবারের লোকজনও প্রাথমিকভাবে কিছু বুঝতে পারেনি। কিন্তু বৃদ্ধা শরীরে কালশিটে দাগ দেখতে পাওয়ায় সন্দেহ হয় তাদের। সেই সূত্রে খতিয়ে দেখা হয় ঘরে লাগানো সিসিটিভি ফুটেজ। দেখা যায় বৃদ্ধাকে মারধর করছেন ওই নার্স। ক্ষোভে ফেটে পড়ে ওই পরিবার।Conclusion:পুরো বিষয়টি জানানো হয় পাটুলি থানায়। পুলিশ খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজ। তার পরেই আটক করা হয়েছে সংযুক্তাকে। কাকে যে কোন মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.