ETV Bharat / city

Narendra Modi Birthday: চপ ভেজে, জুতো সেলাই করে মোদির জন্মদিন পালন যুব কংগ্রেসের ! - বেকারত্ব দিবস

নরেন্দ্র মোদির (Narendra Modi Birthday) জন্মদিনে 'বেকারত্ব দিবস' (Unemployment Day) পালন ! কলকাতায় অভিনব আয়োজন যুব কংগ্রেসের (Indian Youth Congress) ৷

Indian Youth Congress celebrates Narendra Modi Birthday as Unemployment Day in Kolkata
Narendra Modi Birthday: চপ ভেজে, জুতো সেলাই করে মোদির জন্মদিন পালন যুব কংগ্রেসের !
author img

By

Published : Sep 17, 2022, 3:55 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi Birthday) জন্মদিনেই 'বেকারত্ব দিবস' (Unemployment Day) পালন করলেন যুব কংগ্রেসের (Indian Youth Congress) সদস্যরা ৷ শনিবার (17 সেপ্টেম্বর) 72 বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি ৷ সেই উপলক্ষে নানা আয়োজন করা হয় ৷ কিন্তু, যুব কংগ্রেসের বক্তব্য হল, জন্মদিন পালন হচ্ছে, বেশ কথা ৷ কিন্তু, কর্মসংস্থানের কী হবে ? কোটি কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি ক্ষমতায় এসেছিলেন মোদি ৷ অথচ, সেই প্রতিশ্রুতি আজও পালন করেননি তিনি ৷ অন্যদিকে, রাজ্যেও কর্মসংস্থানের অবস্থাও তথৈবচ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) বেকারদের চপ, মুড়ি, ঘুগনি বিক্রির পরামর্শ দিচ্ছেন ! উল্লেখ্য, কয়েক বছর আগে মোদিও বেকারদের পকোরার দোকান দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ! দুই প্রশাসনিক প্রধানের এমন আচরণের প্রতিবাদেই এদিন বেকারত্ব দিবস পালন করে যুব কংগ্রেস ৷

শনিবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয় বিধান ভবনের সামনে একটি ঠেলা গাড়িতে চপ, পকোরার পসরা সাজিয়ে বিক্রি করেন যুব কংগ্রেসের সদস্যরা ! পাশেই তাঁদের আর দলীয় সহকর্মী জুতো সেলাই করতে বসে যান ! এমন আয়োজনের কারণ জানতে চাওয়া হলে তাঁরা জানান, নরেন্দ্র মোদির প্রতিশ্রুতিই সার ৷ দেশে বেকারত্বের বোঝা ক্রমশ বাড়ছে ৷ কিন্তু, সেই সমস্যা সমাধানের কোনও প্রচেষ্টাই সরকারি তরফে দেখা যাচ্ছে না ৷ সেই কারণেই অভিনব কায়দায় প্রতিবাদের সিদ্ধান্ত নেন যুব কংগ্রেসের নেতা ও কর্মীরা ৷ তাঁদের মতে, বেকারত্ব দিবস পালনের জন্য মোদির জন্মদিনের থেকে ভালো উপলক্ষ হতে পারে না ৷

যুব কংগ্রেসের নিশানায় মোদি-মমতা !

আরও পড়ুন: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্য়োগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি বিক্ষোভকারীদের প্রস্তাব, তিনি বেকারদের চপ, মুড়ি, ঘুগনি বিক্রি করতে বলছেন ৷ তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও তো একজন তরুণ ৷ এবারের পুজোয় তিনিই না হয় বেকারদের পথ দেখান ! দুর্গাপুজোর মণ্ডপে অভিষেক যদি চপ, মুড়ি, ঘুগনি বিক্রি করেন, তাহলে তাঁকে দেখে অন্য বেকার যুবক ও যুবতীরা অনুপ্রাণিত হবেন বলেই মনে করেন বিক্ষোভকারীরা ৷ তাই কর্মসংস্থানের এই পথ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পরিবার থেকে শুরু হওয়া উচিত ৷ সেক্ষেত্রে যুব কংগ্রেসের কর্মীরাও অভিষেকের কাছ থেকে 10 টাকা দিয়ে চপ, মুড়ি, ঘুগনি কিনবেন বলে জানিয়েছেন !

কলকাতা, 17 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi Birthday) জন্মদিনেই 'বেকারত্ব দিবস' (Unemployment Day) পালন করলেন যুব কংগ্রেসের (Indian Youth Congress) সদস্যরা ৷ শনিবার (17 সেপ্টেম্বর) 72 বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি ৷ সেই উপলক্ষে নানা আয়োজন করা হয় ৷ কিন্তু, যুব কংগ্রেসের বক্তব্য হল, জন্মদিন পালন হচ্ছে, বেশ কথা ৷ কিন্তু, কর্মসংস্থানের কী হবে ? কোটি কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি ক্ষমতায় এসেছিলেন মোদি ৷ অথচ, সেই প্রতিশ্রুতি আজও পালন করেননি তিনি ৷ অন্যদিকে, রাজ্যেও কর্মসংস্থানের অবস্থাও তথৈবচ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) বেকারদের চপ, মুড়ি, ঘুগনি বিক্রির পরামর্শ দিচ্ছেন ! উল্লেখ্য, কয়েক বছর আগে মোদিও বেকারদের পকোরার দোকান দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ! দুই প্রশাসনিক প্রধানের এমন আচরণের প্রতিবাদেই এদিন বেকারত্ব দিবস পালন করে যুব কংগ্রেস ৷

শনিবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয় বিধান ভবনের সামনে একটি ঠেলা গাড়িতে চপ, পকোরার পসরা সাজিয়ে বিক্রি করেন যুব কংগ্রেসের সদস্যরা ! পাশেই তাঁদের আর দলীয় সহকর্মী জুতো সেলাই করতে বসে যান ! এমন আয়োজনের কারণ জানতে চাওয়া হলে তাঁরা জানান, নরেন্দ্র মোদির প্রতিশ্রুতিই সার ৷ দেশে বেকারত্বের বোঝা ক্রমশ বাড়ছে ৷ কিন্তু, সেই সমস্যা সমাধানের কোনও প্রচেষ্টাই সরকারি তরফে দেখা যাচ্ছে না ৷ সেই কারণেই অভিনব কায়দায় প্রতিবাদের সিদ্ধান্ত নেন যুব কংগ্রেসের নেতা ও কর্মীরা ৷ তাঁদের মতে, বেকারত্ব দিবস পালনের জন্য মোদির জন্মদিনের থেকে ভালো উপলক্ষ হতে পারে না ৷

যুব কংগ্রেসের নিশানায় মোদি-মমতা !

আরও পড়ুন: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্য়োগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রতি বিক্ষোভকারীদের প্রস্তাব, তিনি বেকারদের চপ, মুড়ি, ঘুগনি বিক্রি করতে বলছেন ৷ তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও তো একজন তরুণ ৷ এবারের পুজোয় তিনিই না হয় বেকারদের পথ দেখান ! দুর্গাপুজোর মণ্ডপে অভিষেক যদি চপ, মুড়ি, ঘুগনি বিক্রি করেন, তাহলে তাঁকে দেখে অন্য বেকার যুবক ও যুবতীরা অনুপ্রাণিত হবেন বলেই মনে করেন বিক্ষোভকারীরা ৷ তাই কর্মসংস্থানের এই পথ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পরিবার থেকে শুরু হওয়া উচিত ৷ সেক্ষেত্রে যুব কংগ্রেসের কর্মীরাও অভিষেকের কাছ থেকে 10 টাকা দিয়ে চপ, মুড়ি, ঘুগনি কিনবেন বলে জানিয়েছেন !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.