ETV Bharat / city

Kolkata Metro : স্কুল-কলেজ খুলতেই লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর - School

মঙ্গলবার থেকে স্কুল-কলেজ খুলেছে৷ ওই দিনই যাত্রীর সংখ্যা অন্যান্যা দিনের তুলনায় অনেক বেড়েছে ৷ ফলে স্মার্টকার্ডও বিক্রি হয়েছে বেশি ৷ আয় বেড়েছে ৷

income of kolkata metro rail increases after educational institutions reopen
Kolkata Metro : স্কুল-কলেজ খুলতেই লক্ষ্মীলাভ কলকাতা মেট্রোর
author img

By

Published : Nov 17, 2021, 6:36 PM IST

কলকাতা, 17 নভেম্বর : মঙ্গলবার থেকে স্কুল-কলেজ খোলার পর এক লাফে বাড়ল কলকাতা মেট্রো রেলের উপার্জনও । শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথমদিনেই বাড়ল মেট্রোর যাত্রী সংখ্যা । তাই বাড়ল মেট্রোর আয় ।

কলকাতা মেট্রো রেল কতৃপক্ষের তরফে পাওয়া তথ্য অনুসারে, প্রতিদিন যত যাত্রী হচ্ছে সেই তুলনায় মঙ্গলবার যাত্রী বেড়েছে প্রায় 30 হাজারের বেশি । গতকাল মেট্রোয় সারাদিনে যাত্রী সংখ্যা ছিল 3 লক্ষ 34 হাজার 345 । অন্যান্য দিনের চেয়ে যাত্রী সংখ্যা বেড়েছে 30 হাজারের কিছু বেশি ।

আরও পড়ুন : Rohit Roy: মায়ের কোলে চেপেই প্রেসিডেন্সিতে ক্লাস শুরু রোহিতের

পাশাপাশি স্মার্ট কার্ডের বিক্রিও বেড়েছে অনেকটাই । গতকাল সারাদিনে স্মার্ট কার্ড বিক্রি হয়েছে 9568 । আজ বেলা 2 টো পর্যন্ত 5300 স্মার্ট কার্ড বিক্রি হয়েছে । কলকাতা মেট্রোর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেছেন, ‘‘লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে পরিষেবা । পরিষেবার সময়ও বেড়েছে । তবে যেহেতু এখনও বহু অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল, তাই যাত্রী সংখ্যা বেশ কম হচ্ছিল ।’’

তিনি আরও বলেন, ‘‘আজও প্রায় 6 হাজারের কাছে স্মার্টকার্ড এখনও পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছে । তবে দিনের শেষে আজকের পুরো পরিসংখ্যানটা আমরা পাব ।’’

আরও পড়ুন : R G Kar Medical College : জুনিয়র ডাক্তারদের পরিষেবার বিষয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে, হলফনামা আন্দোলনকারীদের

তবে বাড়ছে স্মার্ট কার্ডের দাম । এখন স্মার্ট কার্ড কিনতে লাগবে 120 টাকা । যাত্রী সুবিধার জন্য বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা । পাশাপাশি বাড়ানো হয়েছে প্রথম ও শেষ ট্রেনের সময়ও । তবে করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে টোকেন কিনে মেট্রো সওয়ার হওয়ার ব্যবস্থা । শুধুমাত্র স্মার্ট কার্ড নিয়েই সফর করা যাচ্ছে মেট্রোতে । তবে বিভিন্নমহল থেকে পুনরায় টিকিট কাউন্টার থেকে টিকিট বিক্রির ব্যবস্থা চালু করার আবেদন আসছে ।

আরও পড়ুন : Presidency University : খুলতেই বিপত্তি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে টিএমসিপি-এসএফআইয়ের স্লোগানের লড়াই

কলকাতা, 17 নভেম্বর : মঙ্গলবার থেকে স্কুল-কলেজ খোলার পর এক লাফে বাড়ল কলকাতা মেট্রো রেলের উপার্জনও । শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথমদিনেই বাড়ল মেট্রোর যাত্রী সংখ্যা । তাই বাড়ল মেট্রোর আয় ।

কলকাতা মেট্রো রেল কতৃপক্ষের তরফে পাওয়া তথ্য অনুসারে, প্রতিদিন যত যাত্রী হচ্ছে সেই তুলনায় মঙ্গলবার যাত্রী বেড়েছে প্রায় 30 হাজারের বেশি । গতকাল মেট্রোয় সারাদিনে যাত্রী সংখ্যা ছিল 3 লক্ষ 34 হাজার 345 । অন্যান্য দিনের চেয়ে যাত্রী সংখ্যা বেড়েছে 30 হাজারের কিছু বেশি ।

আরও পড়ুন : Rohit Roy: মায়ের কোলে চেপেই প্রেসিডেন্সিতে ক্লাস শুরু রোহিতের

পাশাপাশি স্মার্ট কার্ডের বিক্রিও বেড়েছে অনেকটাই । গতকাল সারাদিনে স্মার্ট কার্ড বিক্রি হয়েছে 9568 । আজ বেলা 2 টো পর্যন্ত 5300 স্মার্ট কার্ড বিক্রি হয়েছে । কলকাতা মেট্রোর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেছেন, ‘‘লকডাউনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে পরিষেবা । পরিষেবার সময়ও বেড়েছে । তবে যেহেতু এখনও বহু অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল, তাই যাত্রী সংখ্যা বেশ কম হচ্ছিল ।’’

তিনি আরও বলেন, ‘‘আজও প্রায় 6 হাজারের কাছে স্মার্টকার্ড এখনও পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছে । তবে দিনের শেষে আজকের পুরো পরিসংখ্যানটা আমরা পাব ।’’

আরও পড়ুন : R G Kar Medical College : জুনিয়র ডাক্তারদের পরিষেবার বিষয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে, হলফনামা আন্দোলনকারীদের

তবে বাড়ছে স্মার্ট কার্ডের দাম । এখন স্মার্ট কার্ড কিনতে লাগবে 120 টাকা । যাত্রী সুবিধার জন্য বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা । পাশাপাশি বাড়ানো হয়েছে প্রথম ও শেষ ট্রেনের সময়ও । তবে করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে টোকেন কিনে মেট্রো সওয়ার হওয়ার ব্যবস্থা । শুধুমাত্র স্মার্ট কার্ড নিয়েই সফর করা যাচ্ছে মেট্রোতে । তবে বিভিন্নমহল থেকে পুনরায় টিকিট কাউন্টার থেকে টিকিট বিক্রির ব্যবস্থা চালু করার আবেদন আসছে ।

আরও পড়ুন : Presidency University : খুলতেই বিপত্তি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে টিএমসিপি-এসএফআইয়ের স্লোগানের লড়াই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.