ETV Bharat / city

রাজীব মামলার শুনানিতে সংবাদমাধ্যমের উপস্থিতিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের - Rajeev Kumar case

রাজীব কুমার মামলার শুনানিতে সংবাদমাধ্যমের উপস্থিতি বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আইনজীবীদের আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মধুমতী মিত্র ৷

হাইকোর্ট
author img

By

Published : Sep 4, 2019, 3:30 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: আইনজীবীর আবেদনের ভিত্তিতে রাজীব কুমার মামলার শুনানিতে সংবাদমাধ্যমের উপস্থিতি বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আজ এই নির্দেশ দিলেন বিচারপতি মধুমতী মিত্র ৷

আজ রাজীব কুমারকে সমন পাঠানো সংক্রান্ত মামলার শুনানি শুরু হতেই রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জি বলেন, " সংবাদমাধ্যম কোর্টের মধ্যেকার বক্তব্যকে অতিরঞ্জিত করছে ৷ এজন্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে আমাদের ৷ তাই এ মামলার শুনানি হোক 'in Camera' য়৷ " তাঁর বক্তব্যকে সমর্থন জানান CBI-র আইনজীবী ওয়াই জেড দস্তুর ৷ দু'পক্ষের সম্মতিতেই এই মামলার শুনানিতে সংবাদমাধ্যমের উপস্থিতি বন্ধ করে দিল হাইকোর্ট ৷ আগামীকাল থেকে রাজীব কুমার মামলার শুনানিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন না ৷

আরও পড়ুন: অধ্যাপকদের বদলি নিয়ে আইনের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থগিতাদেশ হাইকোর্টের

পাশাপাশি, আজ মামলার শুনানিতে CBI-র আইনজীবী দস্তুর প্রাক্তন নগরপালের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন ৷ আইনজীবী বলেন,"প্রথমবারই রাজীবকে যখন সমন পাঠানো হয়, তখন তিনি জানান বিভিন্ন কাজে ব্যস্ত ৷ একমাস সময় দিতে হবে ৷ শ্যামল সেন কমিটির সঙ্গে রাজ্য পুলিশ কোনওভাবেই সহযোগিতা করেনি ৷ সারদার সম্পত্তি কমিটি নিজের দখলে নিতে পারে এটা বুঝতে পেরেই খুব সুচতুরভাবে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হয়েছে ৷ এখনকার আধুনিক অফিসগুলোতে কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহার করা হয় ৷ কিন্তু সারদা চিটফান্ড কাণ্ডের তদন্তের সময় একটাও কম্পিউটার সিজ় করতে দেখা যায় নি ৷ প্রথম থেকেই রাজীব কুমারের মনোভাব হচ্ছে, তিনি কেউ নন । সারদা চিটফান্ডের তদন্তে DG, ADG মূল দায়িত্ব নিয়েছিলেন, তিনি ওদের সহযোগী মাত্র ৷ "

কলকাতা, 4 সেপ্টেম্বর: আইনজীবীর আবেদনের ভিত্তিতে রাজীব কুমার মামলার শুনানিতে সংবাদমাধ্যমের উপস্থিতি বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আজ এই নির্দেশ দিলেন বিচারপতি মধুমতী মিত্র ৷

আজ রাজীব কুমারকে সমন পাঠানো সংক্রান্ত মামলার শুনানি শুরু হতেই রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জি বলেন, " সংবাদমাধ্যম কোর্টের মধ্যেকার বক্তব্যকে অতিরঞ্জিত করছে ৷ এজন্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে আমাদের ৷ তাই এ মামলার শুনানি হোক 'in Camera' য়৷ " তাঁর বক্তব্যকে সমর্থন জানান CBI-র আইনজীবী ওয়াই জেড দস্তুর ৷ দু'পক্ষের সম্মতিতেই এই মামলার শুনানিতে সংবাদমাধ্যমের উপস্থিতি বন্ধ করে দিল হাইকোর্ট ৷ আগামীকাল থেকে রাজীব কুমার মামলার শুনানিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন না ৷

আরও পড়ুন: অধ্যাপকদের বদলি নিয়ে আইনের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থগিতাদেশ হাইকোর্টের

পাশাপাশি, আজ মামলার শুনানিতে CBI-র আইনজীবী দস্তুর প্রাক্তন নগরপালের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন ৷ আইনজীবী বলেন,"প্রথমবারই রাজীবকে যখন সমন পাঠানো হয়, তখন তিনি জানান বিভিন্ন কাজে ব্যস্ত ৷ একমাস সময় দিতে হবে ৷ শ্যামল সেন কমিটির সঙ্গে রাজ্য পুলিশ কোনওভাবেই সহযোগিতা করেনি ৷ সারদার সম্পত্তি কমিটি নিজের দখলে নিতে পারে এটা বুঝতে পেরেই খুব সুচতুরভাবে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হয়েছে ৷ এখনকার আধুনিক অফিসগুলোতে কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহার করা হয় ৷ কিন্তু সারদা চিটফান্ড কাণ্ডের তদন্তের সময় একটাও কম্পিউটার সিজ় করতে দেখা যায় নি ৷ প্রথম থেকেই রাজীব কুমারের মনোভাব হচ্ছে, তিনি কেউ নন । সারদা চিটফান্ডের তদন্তে DG, ADG মূল দায়িত্ব নিয়েছিলেন, তিনি ওদের সহযোগী মাত্র ৷ "

Intro:রাজীব মামলার শুনানিতে সংবাদ মাধ্যমের উপস্থিতি বন্ধ Body:মানস নস্কর---

মামলার শুনানিতে সংবাদ মাধ্যমের উপস্থিতি বন্ধের আর্জি রাজীবের আইনজীবীর, সন্মতি কোর্টের

কলকাতা ৩ সেপ্টেম্বর ঃ
আইনজীবীর আবেদনের ভিত্তিতে রাজীব কুমার মামলার শুনানিতে সংবাদ মাধ্যমের উপস্থিতি বন্ধ করে দিল কলকাতা হাইকোর্ট।

আজ রাজীব কুমারকে সমন পাঠানো সংক্রান্ত মামলার শুনানি শুরু হতেই রাজীব কুমারের আইনজীবী বলেন, "সংবাদ মাধ্যম অতিরঞ্জিত করছে কোর্টের মধ্যেকার বক্তব্যকে। এর জন্য বিড়ম্বনায়
পড়তে হচ্ছে আমাদেরকে।তাই এই মামলার শুনানি করা হোক" in camera"আবেদন জানান রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জি। মিলন মুখার্জির এই আর্জিতে সমর্থন জানান সিবিআইয়ের আইনজীবী ওয়াই জেড দস্তুর। দুই পক্ষের সন্মতিতেই এই মামলার শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের অনুপ্রবেশ বন্ধ করে দিল হাইকোর্ট। আগামীকাল থেকে রাজীব কুমার মামলার শুনানিতে সংবাদ মাধ্যম থাকতে পারবে না নির্দেশ দিলেন বিচারপতি মধুমতী মিত্র। "

আজ মামলার শুনানিতে সিবিআইয়ের তরফের আইনজীবী ওয়াই জেড দস্তুর গতকালকের মতই প্রশ্ন তোলেন রাজীবের আচরন নিয়ে।আইনজীবী বলেন,"প্রথম বারই তাকে যখন সমন পাঠানো হলো তার প্রতিক্রিয়া কি? আমি এখন বিভিন্ন কাজে ব্যস্ত। এক মাস সময় দিতে হবে।মনে হচ্ছে তাকে ১৫ বার সমন পাঠানো হয়েছে তিনি প্রত্যেক বার এসেছেন, এখন আর আসতে পারছেন না।কিন্ত প্রথম সমন থেকেই রাজীবের আচরন এমন।" তিনি আরো বলেন,"শ্যামল সেন কমিটির সাথে রাজ্যের পুলিশ কোনো ভাবেই সহযোগীতা করেনি যাতে সারদার সম্পত্তি কমিটি নিজের দখলে নিতে পারে।খুব সুচতুরভাবে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হয়েছে। এখনকার আধুনিক অফিস গুলোতে কম্পিউটার ব্যাপক ভাবে ব্যাবহার করা হয়। কিন্ত সারদা চিটফান্ড সংক্রান্ত তদন্তের কাজে একটা কম্পিউটারও সিজ করতে দেখা যায় নি।প্রথম থেকেই রাজীব কুমারের মনোভাব হচ্ছে আমি কেউ নই। সারদা চিটফান্ডের তদন্ত সংক্রান্ত ব্যাপারে DG,ADG মুল দায়িত্ব নিয়েছিল, আমি ওদের সহযোগী ছিলাম।একজন তদন্তকারী অফিসার হিসাবে সব সময় তিনি আমি কিছু জানি না, দেখি নি সুলভ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। "Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.