কলকাতা, 4 সেপ্টেম্বর: আইনজীবীর আবেদনের ভিত্তিতে রাজীব কুমার মামলার শুনানিতে সংবাদমাধ্যমের উপস্থিতি বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আজ এই নির্দেশ দিলেন বিচারপতি মধুমতী মিত্র ৷
আজ রাজীব কুমারকে সমন পাঠানো সংক্রান্ত মামলার শুনানি শুরু হতেই রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জি বলেন, " সংবাদমাধ্যম কোর্টের মধ্যেকার বক্তব্যকে অতিরঞ্জিত করছে ৷ এজন্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে আমাদের ৷ তাই এ মামলার শুনানি হোক 'in Camera' য়৷ " তাঁর বক্তব্যকে সমর্থন জানান CBI-র আইনজীবী ওয়াই জেড দস্তুর ৷ দু'পক্ষের সম্মতিতেই এই মামলার শুনানিতে সংবাদমাধ্যমের উপস্থিতি বন্ধ করে দিল হাইকোর্ট ৷ আগামীকাল থেকে রাজীব কুমার মামলার শুনানিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন না ৷
আরও পড়ুন: অধ্যাপকদের বদলি নিয়ে আইনের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থগিতাদেশ হাইকোর্টের
পাশাপাশি, আজ মামলার শুনানিতে CBI-র আইনজীবী দস্তুর প্রাক্তন নগরপালের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন ৷ আইনজীবী বলেন,"প্রথমবারই রাজীবকে যখন সমন পাঠানো হয়, তখন তিনি জানান বিভিন্ন কাজে ব্যস্ত ৷ একমাস সময় দিতে হবে ৷ শ্যামল সেন কমিটির সঙ্গে রাজ্য পুলিশ কোনওভাবেই সহযোগিতা করেনি ৷ সারদার সম্পত্তি কমিটি নিজের দখলে নিতে পারে এটা বুঝতে পেরেই খুব সুচতুরভাবে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হয়েছে ৷ এখনকার আধুনিক অফিসগুলোতে কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহার করা হয় ৷ কিন্তু সারদা চিটফান্ড কাণ্ডের তদন্তের সময় একটাও কম্পিউটার সিজ় করতে দেখা যায় নি ৷ প্রথম থেকেই রাজীব কুমারের মনোভাব হচ্ছে, তিনি কেউ নন । সারদা চিটফান্ডের তদন্তে DG, ADG মূল দায়িত্ব নিয়েছিলেন, তিনি ওদের সহযোগী মাত্র ৷ "