ETV Bharat / city

Kunal Ghosh FB post : 2036-এ অভিষেকই মুখ্যমন্ত্রী, একুশের জয়ের বর্ষপূর্তিতে ভবিষ্যদ্বাণী কুণালের - Kunal Ghosh on Abhishek Banerjee

ঘাসফুল শিবিরের তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় ফেরার প্রথম বর্ষপূর্তির (first Anniversary of Third TMC Government) দিন এবার আগামীর ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷

fb post of kunal ghosh
একুশের জয়ের বর্ষপূর্তিতে ভবিষ্যবাণী কুণালের
author img

By

Published : May 2, 2022, 6:16 PM IST

Updated : May 2, 2022, 6:52 PM IST

কলকাতা, 2 মে : 2021 সালের আজকের দিনে (2 মে) বিপুল ভোটে জিতে তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় ক্ষমতায় ফিরেছিল তৃণমূল ৷ ঘাসফুল শিবিরের তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় ফেরার প্রথম বর্ষপূর্তির দিন এবার আগামীর ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল মুখ্যপাত্র কুণাল ঘোষ ৷ সোমবার সোশ্যাল মিডিয়ায় কুণাল জানিয়েছেন, 2036 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Kunal Ghosh on Abhishek Banerjee) ৷ তাঁর কথায়, "তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, 2036 সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই 2036 সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি । তবে তার মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেকরকম তো হবেই । "

আরও পড়ুন : 2 মে মা-মাটি-মানুষ দিবস পালন করুন, একুশের জয়ের বর্ষপূর্তিতে টুইট মমতার

এদিনের ফেসবুক পোস্টে আরও বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ৷ যা চোখ এড়ায়নি রাজনীতির পর্যবেক্ষকদের ৷ এক জায়গায় তিনি লিখেছেন, "এই বিপুল জয়কে, মানুষের আস্থা ও আমাদের মত সাধারণ সৈনিকদের মানসিক তৃপ্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে । আত্মতুষ্টির জায়গা নেই । আত্মসমালোচনার জায়গায় গুরুত্ব দিতে হবে । দল বড়, সরকার বড়, আরও জয়, আরও দায়িত্ব, আরও কাজ, কর্মযজ্ঞ চলছে । 99 শতাংশ কাজ ভাল । 1 শতাংশ ভুল থাকলে ব্যবস্থা হচ্ছে এবং হবে । যে কর্মী, সমর্থক, সংগঠকরা 2021-এর চরম ঝুঁকির যুদ্ধে জান কবুল লড়াই দিয়েছেন, তাঁদের সম্মান, মর্যাদা, অধিকারবোধ সত্যিই স্বতন্ত্র । দলে রাজনৈতিক সচেতনতাটাকেই অগ্রাধিকার দিন । দেওয়া হয় । ক্ষমতায় থাকার জন্য মুষ্টিমেয়র মধ্যে যদি ব্যক্তিসমীকরণের প্রশাসনিক লাভক্ষতির হিসেব অগ্রাধিকার পায়, তবে তা বর্জ্যনীয় । আর সতর্ক থাকুন, চারপাশে কারা আসছে, তারা কারা, কী চায় । এই সতর্কতার ছাঁকনি যে কোনও ক্ষমতাসীন দলে জরুরি, তৃণমূলেও জরুরি এবং তৃণমূল নজর রাখছে বলেই বারবার তিনবার মানুষ আশীর্বাদ করছেন ।" 2021 এ বিধানসভা নির্বাচনে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়ে জিতেছে বলেও লিখেছেন কুণাল ৷

আরও পড়ুন : 21-এর বিধানসভায় তৃণমূলের জয়ের বর্ষপূর্তিতে ‘চাওয়া-পাওয়ার’ রিপোর্ট কার্ড

তৃণমূলে সম্প্রতি মাথাচাড়া দিয়েছেল নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব ৷ রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল মমতার নেতৃত্বাধীন প্রবীণ গোষ্ঠী বনাম অভিষেকের নেতৃত্বাধীন নবীন গোষ্ঠীর বিবাদ নিয়ে ৷ যদিও এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ সম্প্রতি কুণাল ঘোষ বনাম ফিরহাদ হাকিমের পরস্পর বিরোধী মন্তব্য তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ এদিন পোস্টে কুণাল তাৎপর্যপূর্ণ ভাবে লিখেছেন, "পুরনোরা মানুন, সময়ের সঙ্গে নতুনের পদধ্বনিকে স্বাগত জানাতেই হবে, আমরা ছিলাম বলে আর কেউ আসবে না, তা হয় নাকি? আবার নতুনরা মানুন পুরনোরা ভিত গড়ে না দিলে আজকের মঞ্চটাই থাকত না। এখন সময়োপযোগী কর্মসূচিতে দলকে আরও এগিয়ে যাওয়ার দায়িত্ব তাঁদের । যারা দলবদল এবং রিভার্স স্যুইংয়ের প্লেয়ার, তাঁরাও সবিনয়ে দলত্যাগের দিনটা মনে রেখে আজকের আচরণবিধিতে থাকুন ।" পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে তৃণমূল মুখপাত্রের খোঁচা, "বাংলার মানুষ তৃণমূলকে ভালবাসেন । বিরোধীদের প্রত্যাখ্যান করেন । ফেসবুক, টুইটার একদিন বন্ধ থাকলে বিরোধী দলগুলো উঠে যাবে । ওদের সংগঠন, জনসংযোগ নেই । মিডিয়ার একাংশ আর সোশ্যাল মিডিয়া ভরসা । ওরা গোষ্ঠীবাজীতে দীর্ণ । দেউলিয়া রাজনীতির খাঁচায় আটকে ।"

কলকাতা, 2 মে : 2021 সালের আজকের দিনে (2 মে) বিপুল ভোটে জিতে তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় ক্ষমতায় ফিরেছিল তৃণমূল ৷ ঘাসফুল শিবিরের তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় ফেরার প্রথম বর্ষপূর্তির দিন এবার আগামীর ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল মুখ্যপাত্র কুণাল ঘোষ ৷ সোমবার সোশ্যাল মিডিয়ায় কুণাল জানিয়েছেন, 2036 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Kunal Ghosh on Abhishek Banerjee) ৷ তাঁর কথায়, "তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি, 2036 সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতাদি। আর সেই 2036 সালে তিনি অভিভাবকের মত উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে, যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ভারতে নজির গড়বেন মমতাদি । তবে তার মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিতে হয়, তাহলে পরিস্থিতি আরেকরকম তো হবেই । "

আরও পড়ুন : 2 মে মা-মাটি-মানুষ দিবস পালন করুন, একুশের জয়ের বর্ষপূর্তিতে টুইট মমতার

এদিনের ফেসবুক পোস্টে আরও বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ৷ যা চোখ এড়ায়নি রাজনীতির পর্যবেক্ষকদের ৷ এক জায়গায় তিনি লিখেছেন, "এই বিপুল জয়কে, মানুষের আস্থা ও আমাদের মত সাধারণ সৈনিকদের মানসিক তৃপ্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে । আত্মতুষ্টির জায়গা নেই । আত্মসমালোচনার জায়গায় গুরুত্ব দিতে হবে । দল বড়, সরকার বড়, আরও জয়, আরও দায়িত্ব, আরও কাজ, কর্মযজ্ঞ চলছে । 99 শতাংশ কাজ ভাল । 1 শতাংশ ভুল থাকলে ব্যবস্থা হচ্ছে এবং হবে । যে কর্মী, সমর্থক, সংগঠকরা 2021-এর চরম ঝুঁকির যুদ্ধে জান কবুল লড়াই দিয়েছেন, তাঁদের সম্মান, মর্যাদা, অধিকারবোধ সত্যিই স্বতন্ত্র । দলে রাজনৈতিক সচেতনতাটাকেই অগ্রাধিকার দিন । দেওয়া হয় । ক্ষমতায় থাকার জন্য মুষ্টিমেয়র মধ্যে যদি ব্যক্তিসমীকরণের প্রশাসনিক লাভক্ষতির হিসেব অগ্রাধিকার পায়, তবে তা বর্জ্যনীয় । আর সতর্ক থাকুন, চারপাশে কারা আসছে, তারা কারা, কী চায় । এই সতর্কতার ছাঁকনি যে কোনও ক্ষমতাসীন দলে জরুরি, তৃণমূলেও জরুরি এবং তৃণমূল নজর রাখছে বলেই বারবার তিনবার মানুষ আশীর্বাদ করছেন ।" 2021 এ বিধানসভা নির্বাচনে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়ে জিতেছে বলেও লিখেছেন কুণাল ৷

আরও পড়ুন : 21-এর বিধানসভায় তৃণমূলের জয়ের বর্ষপূর্তিতে ‘চাওয়া-পাওয়ার’ রিপোর্ট কার্ড

তৃণমূলে সম্প্রতি মাথাচাড়া দিয়েছেল নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব ৷ রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল মমতার নেতৃত্বাধীন প্রবীণ গোষ্ঠী বনাম অভিষেকের নেতৃত্বাধীন নবীন গোষ্ঠীর বিবাদ নিয়ে ৷ যদিও এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ সম্প্রতি কুণাল ঘোষ বনাম ফিরহাদ হাকিমের পরস্পর বিরোধী মন্তব্য তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷ এদিন পোস্টে কুণাল তাৎপর্যপূর্ণ ভাবে লিখেছেন, "পুরনোরা মানুন, সময়ের সঙ্গে নতুনের পদধ্বনিকে স্বাগত জানাতেই হবে, আমরা ছিলাম বলে আর কেউ আসবে না, তা হয় নাকি? আবার নতুনরা মানুন পুরনোরা ভিত গড়ে না দিলে আজকের মঞ্চটাই থাকত না। এখন সময়োপযোগী কর্মসূচিতে দলকে আরও এগিয়ে যাওয়ার দায়িত্ব তাঁদের । যারা দলবদল এবং রিভার্স স্যুইংয়ের প্লেয়ার, তাঁরাও সবিনয়ে দলত্যাগের দিনটা মনে রেখে আজকের আচরণবিধিতে থাকুন ।" পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে তৃণমূল মুখপাত্রের খোঁচা, "বাংলার মানুষ তৃণমূলকে ভালবাসেন । বিরোধীদের প্রত্যাখ্যান করেন । ফেসবুক, টুইটার একদিন বন্ধ থাকলে বিরোধী দলগুলো উঠে যাবে । ওদের সংগঠন, জনসংযোগ নেই । মিডিয়ার একাংশ আর সোশ্যাল মিডিয়া ভরসা । ওরা গোষ্ঠীবাজীতে দীর্ণ । দেউলিয়া রাজনীতির খাঁচায় আটকে ।"

Last Updated : May 2, 2022, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.