কলকাতা, 24 জুলাই: ঝলমলে রোদের কোলে হঠাৎ করে আকাশ কালো করে বৃষ্টি (West Bengal Weather Update)। যদিও তার সময়সীমা দীর্ঘস্থায়ী নয়। ক্ষণিকের উপস্থিতিতে সে জানান দেয় সময়টা বর্ষাকাল। উত্তরবঙ্গে বর্ষার শুরুতে দিনকয়েকের বারিধারা দেখা দিলেও সে সব এখন উধাও । এক কথায় বর্ষাতেও বঙ্গে দেখা নেই বৃষ্টির ৷ আলিপুর আবহাওয়া দফতর অবশ্য বর্ষার এই অচেনা রূপের হদিশ পায়নি এখনও ৷
হাওয়া অফিসের মতে, ওড়িশা উপকূলে নিম্নচাপের সৃষ্টি এবং অক্ষরেখার দূরে সরে যাওয়ায় নানা ভৌগলিক অঙ্ক দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে । তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিতে বর্ষার আমেজ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আগামী সপ্তাহে বৃষ্টি বাড়লেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে, ইঙ্গিত আবহাওয়া দফতরের ।
আরও পড়ুন: বৃষ্টি উধাও, অস্বস্তিকর গরমই দক্ষিণের সঙ্গী
একইরকম আবহাওয়া উত্তরবঙ্গেও। উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি 50 শতাংশ। সবে মাত্র আষাঢ় মাস ৷ তবে শ্রাবণের বারিধারায় বঙ্গ সঠিকভাবে সিক্ত হবে কি না, তা অবশ্য় জানাতে পারেনি আবহাওয়াবিদরা ৷ তাই মেঘ বৃষ্টি রোদের খেলায় গরম কিছুটা কমলেও, শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95 শতাংশ ৷ রবিবার সপ্তাহের শেষদিন আকাশ আংশিক মেঘলা সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি আশেপাশে থাকবে।