ETV Bharat / city

Taxi Strike : ভাড়া না বাড়লে 12 ও 13 অগস্ট ট্যাক্সি ধর্মঘট - বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন

11 অগস্টের মধ্যে ভাড়া না বাড়ানো হলে 12 ও 13 অগস্ট ধর্মঘটের হুঁশিয়ারি বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের ৷ যে হারে জ্বালানির দাম বাড়ছে, তাতে পুরনো ভাড়ায় ট্যাক্সি চালানো সম্ভব নয় বলে জানিয়েছেন ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ৷

If Taxi Fares not increase by August 11, Bengal Taxi Association Called Taxi Strike on August 12 and 13
11 আগস্টের মধ্যে ট্যাক্সি ভাড়া না বাড়লে, রাজ্যে 12 ও 13 অগাস্ট ট্যাক্সি ধর্মঘট
author img

By

Published : Jul 27, 2021, 5:17 PM IST

Updated : Jul 27, 2021, 6:35 PM IST

কলকাতা, 27 জুলাই : বাস ও মিনিবাসের পর এবার ট্যাক্সি ভাড়া বাড়ানোর দাবিতে সরব হল সংগঠনগুলি ৷ আর তা না হলে 48 ঘণ্টার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি ট্যাক্সি সংগঠনগুলির ৷ তাদের হুঁশিয়ারি, পরিবহণ দফতর ভাড়া বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত না নিলে 11 অগস্টের পর 12 ও 13 অগস্ট 48 ঘণ্টার ট্যাক্সি ধর্মঘট ডাকা হবে ৷ বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, যে হারে ডিজেলের দাম বাড়ছে, তার জেরে আর পুরনো ভাড়ায় ট্যাক্সি চালানো সম্ভব হবে না ৷

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণের জেরে রাস্তায় তেমন কোনও যাত্রী নেই ৷ তার মধ্যে জ্বালানির দাম প্রায় রোজই বাড়ছে ৷ এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ানো হলে, ট্যাক্সি চালানো সম্ভব হবে না বলে জানিয়েছেন ট্যাক্সি চালক এবং মালিকরা ৷ বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ বলেন, ‘‘করোনার মধ্যেই জরুরি ভিত্তিতে পরিষেবা দিয়ে চলেছেন ট্যাক্সি চালকরা ৷ আর লকডাউন ওঠার পর আগের বারের মতো এবারেও পুরনো ভাড়ায় ট্যাক্সি চালাতে হচ্ছে ৷ কিন্তু, যেভাবে জ্বালানির দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়ে চলেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত কমসংখ্যক যাত্রী নিয়ে ট্যাক্সি চালানো আমাদের পক্ষে সম্ভব নয় ৷’’

আরও পড়ুন : private bus fare : এখনই বাড়ছে না বেসরকারি বাসের ভাড়া, কড়া বার্তা নবান্নের

তিনি আরও জানিয়েছেন, শুধু জ্বালানির দাম নয়, গাড়ির ইঞ্জিন অয়েল, মোবিল ও যন্ত্রাংশের দামও প্রচুর বেড়েছে ৷ সরকারের কাছে একাধিকবার ভাড়া বাড়ানোর আর্জি জানানো হলেও, তা শোনা হচ্ছে না বলে অভিযোগ করেছেন ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ৷ এর পরেই তিনি বলেন, ‘‘আগামী 11 অগস্ট পর্যন্ত সরকারকে সময় দেওয়া হচ্ছে ৷ তার মধ্যে ভাড়া না বাড়ালে, 12 ও 13 অগস্ট রাজ্যজুড়ে ট্যাক্সি ধর্মঘট ডাকা হবে ৷’’

কলকাতা, 27 জুলাই : বাস ও মিনিবাসের পর এবার ট্যাক্সি ভাড়া বাড়ানোর দাবিতে সরব হল সংগঠনগুলি ৷ আর তা না হলে 48 ঘণ্টার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি ট্যাক্সি সংগঠনগুলির ৷ তাদের হুঁশিয়ারি, পরিবহণ দফতর ভাড়া বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত না নিলে 11 অগস্টের পর 12 ও 13 অগস্ট 48 ঘণ্টার ট্যাক্সি ধর্মঘট ডাকা হবে ৷ বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, যে হারে ডিজেলের দাম বাড়ছে, তার জেরে আর পুরনো ভাড়ায় ট্যাক্সি চালানো সম্ভব হবে না ৷

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণের জেরে রাস্তায় তেমন কোনও যাত্রী নেই ৷ তার মধ্যে জ্বালানির দাম প্রায় রোজই বাড়ছে ৷ এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ানো হলে, ট্যাক্সি চালানো সম্ভব হবে না বলে জানিয়েছেন ট্যাক্সি চালক এবং মালিকরা ৷ বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমলকুমার গুহ বলেন, ‘‘করোনার মধ্যেই জরুরি ভিত্তিতে পরিষেবা দিয়ে চলেছেন ট্যাক্সি চালকরা ৷ আর লকডাউন ওঠার পর আগের বারের মতো এবারেও পুরনো ভাড়ায় ট্যাক্সি চালাতে হচ্ছে ৷ কিন্তু, যেভাবে জ্বালানির দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়ে চলেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত কমসংখ্যক যাত্রী নিয়ে ট্যাক্সি চালানো আমাদের পক্ষে সম্ভব নয় ৷’’

আরও পড়ুন : private bus fare : এখনই বাড়ছে না বেসরকারি বাসের ভাড়া, কড়া বার্তা নবান্নের

তিনি আরও জানিয়েছেন, শুধু জ্বালানির দাম নয়, গাড়ির ইঞ্জিন অয়েল, মোবিল ও যন্ত্রাংশের দামও প্রচুর বেড়েছে ৷ সরকারের কাছে একাধিকবার ভাড়া বাড়ানোর আর্জি জানানো হলেও, তা শোনা হচ্ছে না বলে অভিযোগ করেছেন ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ৷ এর পরেই তিনি বলেন, ‘‘আগামী 11 অগস্ট পর্যন্ত সরকারকে সময় দেওয়া হচ্ছে ৷ তার মধ্যে ভাড়া না বাড়ালে, 12 ও 13 অগস্ট রাজ্যজুড়ে ট্যাক্সি ধর্মঘট ডাকা হবে ৷’’

Last Updated : Jul 27, 2021, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.