ETV Bharat / city

ষড়যন্ত্রের পরদা ফাঁস করবই, CBI ডাকলে ফের আসব : কাকলি

ভয়েস স্যাম্পেল দেওয়ার জন্য আজ CBI অফিসে হাজিরা দেন কাকলি ঘোষ দস্তিদার ৷ জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "ষড়যন্ত্র চলছে । তার পরদা ফাঁস করতে তদন্তকারীদের সহযোগিতা করব ।"

কাকলি ঘোষ দস্তিদার
author img

By

Published : Sep 12, 2019, 4:41 PM IST

Updated : Sep 12, 2019, 4:48 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : CBI অফিসে হাজিরা দিলেন কাকলি ঘোষদস্তিদার । নেওয়া হল তাঁর ভয়েস স্যাম্পেল । CBI অফিসারদের জিজ্ঞাসাবাদ শেষে কাকলি বললেন, “একটা ষড়যন্ত্র চলছে । তার পরদা ফাঁস করতে তদন্তকারীদের সহযোগিতা করব ।" তবে আজও হাজিরা এড়ালেন শুভেন্দু অধিকারী ।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে নারদ কাণ্ডে আগে তলব করেছিল CBI । তাঁর বয়ান রেকর্ডের জন্য । তখন আসেননি কাকলি । পরে তাঁর মধ্যমগ্রামের বাড়িতে হানা দেয় CBI । তিন সদস্যের প্রতিনিধি দল DSP রঞ্জিত কুমারের নেতৃত্বে তাঁর বাড়িতে যায় । ওই প্রতিনিধি দল বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে । তাঁর বয়ান রেকর্ড করা হয় । এবার ভয়েস স্যাম্পেল দেওয়ার জন্য তাঁকে তলব করা হয় নিজ়াম প্যালেসে । আজ সকালে প্রায় একঘণ্টা নিজ়াম প্যালেসে CBI দপ্তরে ছিলেন তিনি । নেওয়া হয় তাঁর ভয়েস স্যাম্পেল ।

CBI অফিস ছাড়ার আগে কাকলি বলেন, “দায়িত্বশীল নাগরিক হিসেবে আদালতের নির্দেশে যে তদন্ত চলছে তাতে সহযোগিতা করছি । তদন্তের প্রয়োজনে আবার ডাকলে আসব । আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে একটা ষড়যন্ত্র হচ্ছে । সেই ষড়যন্ত্রের পরদা ফাঁস করতে তদন্তকারীদের সহযোগিতা করা দরকার ।"

কলকাতা, 12 সেপ্টেম্বর : CBI অফিসে হাজিরা দিলেন কাকলি ঘোষদস্তিদার । নেওয়া হল তাঁর ভয়েস স্যাম্পেল । CBI অফিসারদের জিজ্ঞাসাবাদ শেষে কাকলি বললেন, “একটা ষড়যন্ত্র চলছে । তার পরদা ফাঁস করতে তদন্তকারীদের সহযোগিতা করব ।" তবে আজও হাজিরা এড়ালেন শুভেন্দু অধিকারী ।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে নারদ কাণ্ডে আগে তলব করেছিল CBI । তাঁর বয়ান রেকর্ডের জন্য । তখন আসেননি কাকলি । পরে তাঁর মধ্যমগ্রামের বাড়িতে হানা দেয় CBI । তিন সদস্যের প্রতিনিধি দল DSP রঞ্জিত কুমারের নেতৃত্বে তাঁর বাড়িতে যায় । ওই প্রতিনিধি দল বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে । তাঁর বয়ান রেকর্ড করা হয় । এবার ভয়েস স্যাম্পেল দেওয়ার জন্য তাঁকে তলব করা হয় নিজ়াম প্যালেসে । আজ সকালে প্রায় একঘণ্টা নিজ়াম প্যালেসে CBI দপ্তরে ছিলেন তিনি । নেওয়া হয় তাঁর ভয়েস স্যাম্পেল ।

CBI অফিস ছাড়ার আগে কাকলি বলেন, “দায়িত্বশীল নাগরিক হিসেবে আদালতের নির্দেশে যে তদন্ত চলছে তাতে সহযোগিতা করছি । তদন্তের প্রয়োজনে আবার ডাকলে আসব । আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে একটা ষড়যন্ত্র হচ্ছে । সেই ষড়যন্ত্রের পরদা ফাঁস করতে তদন্তকারীদের সহযোগিতা করা দরকার ।"

Intro:কলকাতা, 12 সেপ্টেম্বর: সিবিআই অফিসে হাজিরা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। নেওয়া হল তার ভয়েস স্যাম্পেল। সিবিআই অফিসারদের জেরা শেষে কাকলি বললেন,“ একটা ষড়যন্ত্র চলছে। তার পর্দা ফাঁস করতে তদন্তকারীদের সহযোগিতা করব।"তবে আজও হাজিরা এড়ালেন শুভেন্দু অধিকারী। Body:তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে নারদ কান্ড আগে তলব করেছিল সিবিআই। তাঁর বয়ান রেকর্ডের জন্য। তখন আসেননি কাকলি। পরে তাঁর মধ্যমগ্রামের বাড়িতে হানা দেয় সিবিআই। সিবিআইয়ের তিন সদস্যের প্রতিনিধি দল ডিএসপি রঞ্জিত কুমারের নেতৃত্বে তাঁর বাড়িতে গিয়েছিলেন। ওই প্রতিনিধি দল বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদকে দফায় দফায় জেরা করে। তার বয়ান রেকর্ড করা হয়। এবার ভয়েস স্যাম্পেল দেওয়ার জন্য তাকে তলব করা হয় নিজাম প্যালেসে। আজ সকালে প্রায় একঘন্টা নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তরে থাকেন। নেওয়া হয় তার ভয়েস স্যাম্পেল।Conclusion:সিবিআই অফিস ছাড়ার আগে কাকলি বলেন, “ দায়িত্বশীল নাগরিক হিসেবে আদালতের নির্দেশে যে তদন্ত চলছে তাতে সহযোগিতা করছি। তদন্তের প্রয়োজনে আবার ডাকলে আসবো। আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে একটা ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে তদন্তকারীদের সহযোগিতা করা দরকার।"
Last Updated : Sep 12, 2019, 4:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.