ETV Bharat / city

পৌরভোটের দিন ঘোষণা নিয়ে কমিশনকে বার্তা রাজ্যপালের - Municipal Election

পৌরভোটের নির্ঘণ্ট কী হবে তা নির্ধারণ করার সমস্তরকমের অধিকার রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের হাতে ৷ জাতীয় নির্বাচন কমিশনের মতো ভোটের তারিখ নির্ধারণের অধিকার রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের ৷ টুইট করে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

Municipal Election
ছবি
author img

By

Published : Mar 16, 2020, 10:29 AM IST

কলকাতা, 16 মার্চ : পৌরভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে ফের বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সমস্ত দিক বিবেচনা করে পৌরভোটের দিনক্ষণ চূড়ান্ত করতে রাজ্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে টুইট করেছেন ৷

রাজ্যে কোরোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে আজ সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ আজকের বৈঠকে উঠে আসতে পারে পৌরভোটের প্রসঙ্গও ৷ এই পরিস্থিতিতে আজ সকালে পৌরভোট নিয়ে পর পর তিনটি টুইট রাজ্যপালের ৷

  • Let’s resolve to freely ,fearlessly and fairly vote. Vote is as much RIGHT as DUTY. It is National Obligation. Those who do otherwise commit great disservice to Nation and Democracy. They are accountable for its failures. I call upon all to ensure VOTING to keep NATION FIRST. pic.twitter.com/pDpLODFo5P

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অবাধ ও স্বচ্ছ ভোটের আহ্বান জানিয়ে রাজ্যপাল লেখেন, " ভোট যতটা অধিকার ততটাই কর্তব্য ৷ এটা জাতীয় কর্তব্য ৷ ভোট না করে অন্যপথে যাওয়া গণতন্ত্র ও দেশের প্রতি ক্ষতিকর পদক্ষেপ ৷ সেক্ষেত্রে ভোট প্রক্রিয়ার ব্যর্থতার জন্য তারা দায়ি ৷" দেশকে সবার আগে রাখতে ভোট প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান তিনি ৷ টুইটের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেথা ভয় শূন্য কবিতাটির একটি অংশের ইংরেজি অনুবাদও যুক্ত করেছেন তিনি ৷

  • Post my interaction with State Election Commissioner and my subsequent communication to him, I am confident State Election Commission would take appropriate call on dates of civic elections taking note of totality of circumstances and the contemporaneous situation. pic.twitter.com/GiOPdwEEO9

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে রাজ্যপাল আরও লেখেন, "পৌরভোটের নির্ঘণ্ট কী হবে তা নির্ধারণ করার সমস্তরকমের অধিকার রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের হাতে ৷ এই বিষয়ে যতটা অধিকার জাতীয় নির্বাচন কমিশনের রয়েছে, ততটাই অধিকার রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের (SEC) ৷ সমস্ত রাজনৈতিক দলগুলির মতামত নিয়ে তবেই রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা করছি ৷"

  • SEC has the same right in deciding election dates as much as the Election Commission of India has. SEC would surely take upright call after taking note of the mature inputs of the political parties.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটে রাজ্য নির্বাচন কমিশনের উপর আস্থা প্রকাশ করে লেখেন, "রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা হওয়ার পর আমার বিশ্বাস, কমিশন নির্বাচনের দিনক্ষণ নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে ৷"

এর আগে 27 ফেব্রুয়ারি, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল ৷ আসন্ন পৌরভোটে যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে করানো যায়, তার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে ৷

কলকাতা, 16 মার্চ : পৌরভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে ফের বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সমস্ত দিক বিবেচনা করে পৌরভোটের দিনক্ষণ চূড়ান্ত করতে রাজ্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে টুইট করেছেন ৷

রাজ্যে কোরোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে আজ সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ আজকের বৈঠকে উঠে আসতে পারে পৌরভোটের প্রসঙ্গও ৷ এই পরিস্থিতিতে আজ সকালে পৌরভোট নিয়ে পর পর তিনটি টুইট রাজ্যপালের ৷

  • Let’s resolve to freely ,fearlessly and fairly vote. Vote is as much RIGHT as DUTY. It is National Obligation. Those who do otherwise commit great disservice to Nation and Democracy. They are accountable for its failures. I call upon all to ensure VOTING to keep NATION FIRST. pic.twitter.com/pDpLODFo5P

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অবাধ ও স্বচ্ছ ভোটের আহ্বান জানিয়ে রাজ্যপাল লেখেন, " ভোট যতটা অধিকার ততটাই কর্তব্য ৷ এটা জাতীয় কর্তব্য ৷ ভোট না করে অন্যপথে যাওয়া গণতন্ত্র ও দেশের প্রতি ক্ষতিকর পদক্ষেপ ৷ সেক্ষেত্রে ভোট প্রক্রিয়ার ব্যর্থতার জন্য তারা দায়ি ৷" দেশকে সবার আগে রাখতে ভোট প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান তিনি ৷ টুইটের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেথা ভয় শূন্য কবিতাটির একটি অংশের ইংরেজি অনুবাদও যুক্ত করেছেন তিনি ৷

  • Post my interaction with State Election Commissioner and my subsequent communication to him, I am confident State Election Commission would take appropriate call on dates of civic elections taking note of totality of circumstances and the contemporaneous situation. pic.twitter.com/GiOPdwEEO9

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে রাজ্যপাল আরও লেখেন, "পৌরভোটের নির্ঘণ্ট কী হবে তা নির্ধারণ করার সমস্তরকমের অধিকার রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের হাতে ৷ এই বিষয়ে যতটা অধিকার জাতীয় নির্বাচন কমিশনের রয়েছে, ততটাই অধিকার রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের (SEC) ৷ সমস্ত রাজনৈতিক দলগুলির মতামত নিয়ে তবেই রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা করছি ৷"

  • SEC has the same right in deciding election dates as much as the Election Commission of India has. SEC would surely take upright call after taking note of the mature inputs of the political parties.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি টুইটে রাজ্য নির্বাচন কমিশনের উপর আস্থা প্রকাশ করে লেখেন, "রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা হওয়ার পর আমার বিশ্বাস, কমিশন নির্বাচনের দিনক্ষণ নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে ৷"

এর আগে 27 ফেব্রুয়ারি, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল ৷ আসন্ন পৌরভোটে যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে করানো যায়, তার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.