কলকাতা, 8 নভেম্বর : রিজেন্ট পার্ক এলাকায় অস্বাভাবিক মৃত্যু হল গৃহবধূর । যুবতির বাপের বাড়ির অভিযোগ আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে স্বামী । সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হল স্বামীকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 3 নভেম্বর ওই যুবতিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় । তাঁকে ভরতি করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি নার্সিংহোমে । সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । গত 6 নভেম্বর মৃত্যু হয় মীনাক্ষী নস্কর নামের যুবতির । তাঁর মৃত্যুর পর বাপের বাড়ির লোকজন মীনাক্ষীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে স্বামী বাবাই নস্করের বিরুদ্ধে ।
তিন বছর আগে বিয়ে হয়েছিল মীনাক্ষী ও বাবাইয়ের। তাঁদের দেড় বছরের পুত্র সন্তান রয়েছে । অভিযোগ, বিয়ের পর থেকেই মীনাক্ষীকে পনের জন্য চাপ দিত বাবাই । টাকার দাবিতে মারধোর করা হত বলেও অভিযোগ । গত সোমবার রাতে বাবাই শ্বশুরবাড়ির লোকেদের ফোন করে মীনাক্ষীকে খুনের হুমকি দেয় । তারপরেই মীনাক্ষী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । এরপর তাঁকে ভরতি করা হয় বাইপাসের ধারের বেসরকারি নার্সিংহোমে। আজ বাবাইকে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।