ETV Bharat / city

Payel Sarkar's Husband Arrested : চাকরির নামে লক্ষাধিক টাকার প্রতারণা ! গ্রেফতার অভিনেত্রী পায়েল সরকারের স্বামী - Husband of a television actress arrested in fraud case

প্রতারণার শিকার সায়ন দাস নামে যুবক এপ্রিল মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ দায়ের করেন সোহেল সাহার বিরুদ্ধে ৷ সেই অভিযুক্তের ভিত্তিতেই তদন্তের পর গ্রেফতার করা হয় টেলি অভিনেত্রীর স্বামীকে (Husband of a television actress arrested in fraud case) ৷

Payel Sarkar Husband Arrested
গ্রেফতার অভিনেত্রী পায়েল সরকারের স্বামী
author img

By

Published : May 25, 2022, 3:51 PM IST

Updated : May 25, 2022, 4:16 PM IST

বিধাননগর, 25 মে : চাকরির নামে যুবকের সঙ্গে প্রতারণা ৷ সংশ্লিষ্ট যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সোহেল সাহাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ অভিযুক্তের পরিচয়, তিনি নাকি অভিনেত্রী পায়েল সরকারের স্বামী (Husband of a television actress arrested in fraud case) ৷ স্বাভাবিকভাবেই অভিযুক্তের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

প্রতারণার শিকার সায়ন দাস নামে যুবক এপ্রিল মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ দায়ের করেন সোহেল সাহার বিরুদ্ধে ৷ নিজেকে ছোটপর্দার অভিনেত্রী পায়েল সরকারের স্বামী হিসেবে পরিচয় দেওয়া সোহেল অভিযোগকারীকে এক বেসরকারি সংস্থায় চাকরির প্রতিশ্রুতি দেন ৷ যুবক তাতে রাজি হলে তাকে ইন্টারভিউতে বসতে বলা হয় । তবে যুবক বারংবার ইন্টারভিউ দিলেও তাঁর চাকরি জোটেনি । এরপরই অভিযুক্ত ওই যুবককে কোটায় চাকরির নামে 1 লক্ষ 40 হাজার টাকা চেয়ে বসে ৷ যুবক অভিযুক্তের প্রতারণার ফাঁদে পা দিয়ে সেই টাকা মিটিয়ে দেয় ৷

প্রতারিত যুবক সায়ন দাস

আরও পড়ুন : 'আগে ভাগ দিতাম, এখন সরকার নিজেই চুরি করছে' ! বিস্ফোরক স্বীকারোক্তি রেশন ডিলার সংগঠনের সভাপতির

এরপর একটি আইডি থেকে মেল পাঠানো হয় সায়নকে ৷ তবে সেটি সংশ্লিষ্ট সংস্থার ডোমেন থেকে না-আসায় সন্দেহ হয় তাঁর ৷ এরপর সাইবার ক্রাইম থানায সায়নের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে ৷ পুলিশি তদন্তে উঠে আসে যে অভিযুক্ত আসলে কোনও সংস্থায় কাজই করে না ৷ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয় সেটা আসলে অভিযুক্তের বাবার ব্যাংক অ্যাকাউন্ট ৷ মঙ্গলবার রাতে টেলি অভিনেত্রীর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ অভিযুক্তকে বুধবার বিধাননগর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ৷

বিধাননগর, 25 মে : চাকরির নামে যুবকের সঙ্গে প্রতারণা ৷ সংশ্লিষ্ট যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সোহেল সাহাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ অভিযুক্তের পরিচয়, তিনি নাকি অভিনেত্রী পায়েল সরকারের স্বামী (Husband of a television actress arrested in fraud case) ৷ স্বাভাবিকভাবেই অভিযুক্তের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

প্রতারণার শিকার সায়ন দাস নামে যুবক এপ্রিল মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ দায়ের করেন সোহেল সাহার বিরুদ্ধে ৷ নিজেকে ছোটপর্দার অভিনেত্রী পায়েল সরকারের স্বামী হিসেবে পরিচয় দেওয়া সোহেল অভিযোগকারীকে এক বেসরকারি সংস্থায় চাকরির প্রতিশ্রুতি দেন ৷ যুবক তাতে রাজি হলে তাকে ইন্টারভিউতে বসতে বলা হয় । তবে যুবক বারংবার ইন্টারভিউ দিলেও তাঁর চাকরি জোটেনি । এরপরই অভিযুক্ত ওই যুবককে কোটায় চাকরির নামে 1 লক্ষ 40 হাজার টাকা চেয়ে বসে ৷ যুবক অভিযুক্তের প্রতারণার ফাঁদে পা দিয়ে সেই টাকা মিটিয়ে দেয় ৷

প্রতারিত যুবক সায়ন দাস

আরও পড়ুন : 'আগে ভাগ দিতাম, এখন সরকার নিজেই চুরি করছে' ! বিস্ফোরক স্বীকারোক্তি রেশন ডিলার সংগঠনের সভাপতির

এরপর একটি আইডি থেকে মেল পাঠানো হয় সায়নকে ৷ তবে সেটি সংশ্লিষ্ট সংস্থার ডোমেন থেকে না-আসায় সন্দেহ হয় তাঁর ৷ এরপর সাইবার ক্রাইম থানায সায়নের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে ৷ পুলিশি তদন্তে উঠে আসে যে অভিযুক্ত আসলে কোনও সংস্থায় কাজই করে না ৷ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয় সেটা আসলে অভিযুক্তের বাবার ব্যাংক অ্যাকাউন্ট ৷ মঙ্গলবার রাতে টেলি অভিনেত্রীর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ অভিযুক্তকে বুধবার বিধাননগর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ৷

Last Updated : May 25, 2022, 4:16 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.