ETV Bharat / city

উচ্চমাধ্যমিক : শেষ মুহূর্তে কী পড়বে বাংলার জন্য ? - উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২০

এবার উচ্চমাধ্যমিক । শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যেই । প্রথম ভাষার বাংলা বিষয়ের জন্য সাজেশন দিলেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের শিক্ষক রাজীব কর।

ballygunj govt high school's teacher rajeev kar
বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের শিক্ষক রাজীব কর
author img

By

Published : Feb 29, 2020, 11:24 PM IST

Updated : Mar 1, 2020, 12:08 AM IST

কলকাতা, ২৯ ফেব্রুয়ারি : শেষ হয়েছে মাধ‍্যমিক। আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক। পড়ুয়াদের স্কুলজীবনের শেষ বড় পরীক্ষা। এর পরই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে প্রবেশ করবে তারা। স্বাভাবিকভাবেই এখন পরীক্ষার্থীরা জোরদার প্রস্তুতি নিচ্ছে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটির জন্য। তাতে সাহায‍্য করতে শেষ মুহূর্তের সাজেশন নিয়ে হাজির ETV ভারত। উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা প্রথম ভাষার। এই প্রথম ভাষার বাংলা বিষয়ের সাজেশন দিচ্ছেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের শিক্ষক রাজীব কর। প্রায় 30 বছরের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক রাজীব কর বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে 22 বছর ধরে শিক্ষকতা করে আসছেন।

একনজরে দেখে নেব তাঁর টিপসগুলি -

  • প্রথমদিনের পরীক্ষা ভালো হলে পরের বিষয়গুলির জন্য মনের জোর বাড়ে। সেই চেষ্টা নিশ্চয়ই সব উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর থাকবে। আমি আশা করছি, প্রথমদিনের পরীক্ষা নিশ্চয়ই সকলের ভালো হবে। প্রশ্ন সহজ হবে। এবং এতদিন ধরে পরীক্ষার্থীরা যা পড়েছে তার মধ্যে থেকেই প্রশ্ন পাবে। যাদের প্রথম ভাষা বাংলা তাদের ইতিমধ্যেই প্রস্তুতি শেষ হয়ে গেছে। তবুও বলব, যারা এবছর পরীক্ষা দিচ্ছ শেষ মুহূর্তে "শিল্প-সংস্কৃতির ইতিহাস" অধ্যায়টা একটু ভালো করে আবার পড়ো। ভাষা বিজ্ঞান থেকেও যাতে ভালো করে প্রশ্নের উত্তর লিখতে পারো তা দেখবে। তার কারণ, এই দুটি অংশ পরীক্ষার্থীরা খুব অবহেলা করে। ভালো করে লিখতে পারে না। ফলে, এই দুটি অংশ থেকে যে নম্বর পাওয়া যায় সেটা তারা মিস করে।
  • B পার্টে MCQ-র উত্তর লেখার সময় চারটে অপশনের পর বক্স থাকে। বক্সের মধ্যে বাংলার ক্ষেত্রে- ক, খ, গ অথবা ঘ লিখতে হয়। যেটা সঠিক সেটা তোমরা লেখো। সেই বক্সে লেখার সময়- খ আর ঘ অনেক সময় একই রকম মনে হয়। ফলে, খ লিখেছো না ঘ- বোঝা যায় না। ওটা স্পষ্ট করে লেখার চেষ্টা করবে। যে চারটি অপশন দেওয়া আছে, যেটা তুমি ঠিক মনে করছে তাতে টিক দেবে। পরে বক্সে খ বা ঘ- যেটা টিক দিয়েছো সেটা লিখবে। 18টি MCQ-ই যেন ঠিক হয়। টা যে SAQ আছে, সেগুলি পূর্ণবাক্যে উত্তর দেবে। যতটুকু সাদা জায়গা ছাড়া আছে সেই অংশের মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করবে। বাড়তি কথা 12লিখে উত্তর বাড়াবে না। কারণ, ওখানে লেখাই থাকে অনধিক 20টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। এই হল B পার্ট। এই পার্টটা ভালোভাবে করতে পারলে 30 নম্বর উঠে আসবে।
  • এরপর আছে স্কুলে জমা দেওয়া প্রোজেক্ট। 20 নম্বর থাকে। আশা করছি, তারমধ্যে 18-19-20 পাওয়া যাবে।
  • A পার্টে বড় প্রশ্নের উত্তর লিখতে হয়। যে দুটি নাটক আছে, তারমধ্যে একটি খুব ভালো করে করো। কারণ, দুটি থেকেই অথবা পাবে। যে কোনও একটি থেকেই লিখতে হবে। তা MCQ-SAQ হোক বা বড় প্রশ্ন। সেইজন্য একটি নাটক বেশি জোর দিয়ে পড়ো। A পার্টে শিল্প-সংস্কৃতির ইতিহাসের যে বড় 5 নম্বরের উত্তর লিখতে হয় সেখান থেকে গতবছরের প্রশ্নে দেখবে- চিত্রকলা থেকে কোনও প্রশ্ন আসেনি। অন্য 4টি অধ্যায় তো পড়বেই, কিন্তু চিত্রকলা-র পুরোটা ভালো করে পড়বে। এক্ষেত্রে কিছু বাদ দেবে না। চিত্রশিল্পে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, বিনোদবিহারী মুখোপাধ্যায়ের অবদান এমনকী রবীন্দ্রনাথের চিত্রচর্চাও খুব গুরুত্বপূপর্ণ।
  • আর চারটি অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় অধ্যায় হল- গান। অর্থাৎ, বাংলা সংগীতের ইতিহাস। এটা খুঁটিয়ে পড়বে। এখান থেকে MCQ করতে পারবে, ছোটো প্রশ্নও এখান থেকে আসার সম্ভাবনা বেশি। এছাড়া চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহ পড়বে, গতবছর মৃণাল সেনের বিষয়ে এসেছিল প্রশ্ন। এছাড়া সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক তো আছেনই। তপন সিংহ একটু জোর দিয়ে করো।
  • এছাড়া খেলাধূলো রয়েছে। গতবছর বিজ্ঞান থেকে একটা প্রশ্ন এসেছে। অনেক বিজ্ঞানীর বিষয়ে লেখা আছে। তবে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, বিশেষ করে সত্যেন্দ্রনাথ বসু খুব গুরুত্বপূর্ণ।
  • চলে আসছি ভাষাবিজ্ঞানে। 4টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়টি ভালো করে পড়তে হবে। তার কারণ, ছোটো প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার রূপতত্ত্ব বেশি গুরুত্বপূর্ণ। শব্দার্থ তত্ত্ব পড়ো। রইল ধ্বনি তত্ত্ব, বাক্য তত্ত্ব । এখান থেকেও প্রশ্ন আসতে পারে। কোনওটা বাদ দেওয়া যাবে না। কিন্তু, শেষ মুহূর্তে গুরুত্ব দেবে- রূপতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব।
    ভিডিয়োয় শুনুন টিপস...
  • রচনার বিষয়ে বলব- মাধ্যমিকে যেমন করেছিলে, সেভাবেই রচনার প্রস্তুতি নিয়ো। রচনার 4টি ধরন থাকে। এবার যেমন- ছাত্রসমাজের সামাজিক ভূমিকা, গণমাধ্যমের সামাজিক ভূমিকা, ভারতের জাতীয় সংহতি আসতে পারে। ভ্রমণের বিষয়ে আসতে পারে।
  • একটা বিতর্কমূলক রচনা থাকে। মতের পক্ষে-বিপক্ষে যুক্তি দিয়ে লিখতে হবে। শেষ টাইপে থাকে মণীষীর জীবনী। এবছর গুরুত্বপূর্ণ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যেহেতু তাঁর জন্মের 200 বছর পূর্ণ হয়েছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়ো। সত্যেন্দ্রনাথ বসুও করতে পারো। রচনা লেখার জন্য হাতে সময় রাখবে।

কলকাতা, ২৯ ফেব্রুয়ারি : শেষ হয়েছে মাধ‍্যমিক। আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক। পড়ুয়াদের স্কুলজীবনের শেষ বড় পরীক্ষা। এর পরই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে প্রবেশ করবে তারা। স্বাভাবিকভাবেই এখন পরীক্ষার্থীরা জোরদার প্রস্তুতি নিচ্ছে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটির জন্য। তাতে সাহায‍্য করতে শেষ মুহূর্তের সাজেশন নিয়ে হাজির ETV ভারত। উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা প্রথম ভাষার। এই প্রথম ভাষার বাংলা বিষয়ের সাজেশন দিচ্ছেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলের শিক্ষক রাজীব কর। প্রায় 30 বছরের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক রাজীব কর বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে 22 বছর ধরে শিক্ষকতা করে আসছেন।

একনজরে দেখে নেব তাঁর টিপসগুলি -

  • প্রথমদিনের পরীক্ষা ভালো হলে পরের বিষয়গুলির জন্য মনের জোর বাড়ে। সেই চেষ্টা নিশ্চয়ই সব উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর থাকবে। আমি আশা করছি, প্রথমদিনের পরীক্ষা নিশ্চয়ই সকলের ভালো হবে। প্রশ্ন সহজ হবে। এবং এতদিন ধরে পরীক্ষার্থীরা যা পড়েছে তার মধ্যে থেকেই প্রশ্ন পাবে। যাদের প্রথম ভাষা বাংলা তাদের ইতিমধ্যেই প্রস্তুতি শেষ হয়ে গেছে। তবুও বলব, যারা এবছর পরীক্ষা দিচ্ছ শেষ মুহূর্তে "শিল্প-সংস্কৃতির ইতিহাস" অধ্যায়টা একটু ভালো করে আবার পড়ো। ভাষা বিজ্ঞান থেকেও যাতে ভালো করে প্রশ্নের উত্তর লিখতে পারো তা দেখবে। তার কারণ, এই দুটি অংশ পরীক্ষার্থীরা খুব অবহেলা করে। ভালো করে লিখতে পারে না। ফলে, এই দুটি অংশ থেকে যে নম্বর পাওয়া যায় সেটা তারা মিস করে।
  • B পার্টে MCQ-র উত্তর লেখার সময় চারটে অপশনের পর বক্স থাকে। বক্সের মধ্যে বাংলার ক্ষেত্রে- ক, খ, গ অথবা ঘ লিখতে হয়। যেটা সঠিক সেটা তোমরা লেখো। সেই বক্সে লেখার সময়- খ আর ঘ অনেক সময় একই রকম মনে হয়। ফলে, খ লিখেছো না ঘ- বোঝা যায় না। ওটা স্পষ্ট করে লেখার চেষ্টা করবে। যে চারটি অপশন দেওয়া আছে, যেটা তুমি ঠিক মনে করছে তাতে টিক দেবে। পরে বক্সে খ বা ঘ- যেটা টিক দিয়েছো সেটা লিখবে। 18টি MCQ-ই যেন ঠিক হয়। টা যে SAQ আছে, সেগুলি পূর্ণবাক্যে উত্তর দেবে। যতটুকু সাদা জায়গা ছাড়া আছে সেই অংশের মধ্যেই উত্তর দেওয়ার চেষ্টা করবে। বাড়তি কথা 12লিখে উত্তর বাড়াবে না। কারণ, ওখানে লেখাই থাকে অনধিক 20টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। এই হল B পার্ট। এই পার্টটা ভালোভাবে করতে পারলে 30 নম্বর উঠে আসবে।
  • এরপর আছে স্কুলে জমা দেওয়া প্রোজেক্ট। 20 নম্বর থাকে। আশা করছি, তারমধ্যে 18-19-20 পাওয়া যাবে।
  • A পার্টে বড় প্রশ্নের উত্তর লিখতে হয়। যে দুটি নাটক আছে, তারমধ্যে একটি খুব ভালো করে করো। কারণ, দুটি থেকেই অথবা পাবে। যে কোনও একটি থেকেই লিখতে হবে। তা MCQ-SAQ হোক বা বড় প্রশ্ন। সেইজন্য একটি নাটক বেশি জোর দিয়ে পড়ো। A পার্টে শিল্প-সংস্কৃতির ইতিহাসের যে বড় 5 নম্বরের উত্তর লিখতে হয় সেখান থেকে গতবছরের প্রশ্নে দেখবে- চিত্রকলা থেকে কোনও প্রশ্ন আসেনি। অন্য 4টি অধ্যায় তো পড়বেই, কিন্তু চিত্রকলা-র পুরোটা ভালো করে পড়বে। এক্ষেত্রে কিছু বাদ দেবে না। চিত্রশিল্পে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, বিনোদবিহারী মুখোপাধ্যায়ের অবদান এমনকী রবীন্দ্রনাথের চিত্রচর্চাও খুব গুরুত্বপূপর্ণ।
  • আর চারটি অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় অধ্যায় হল- গান। অর্থাৎ, বাংলা সংগীতের ইতিহাস। এটা খুঁটিয়ে পড়বে। এখান থেকে MCQ করতে পারবে, ছোটো প্রশ্নও এখান থেকে আসার সম্ভাবনা বেশি। এছাড়া চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহ পড়বে, গতবছর মৃণাল সেনের বিষয়ে এসেছিল প্রশ্ন। এছাড়া সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক তো আছেনই। তপন সিংহ একটু জোর দিয়ে করো।
  • এছাড়া খেলাধূলো রয়েছে। গতবছর বিজ্ঞান থেকে একটা প্রশ্ন এসেছে। অনেক বিজ্ঞানীর বিষয়ে লেখা আছে। তবে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, বিশেষ করে সত্যেন্দ্রনাথ বসু খুব গুরুত্বপূর্ণ।
  • চলে আসছি ভাষাবিজ্ঞানে। 4টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়টি ভালো করে পড়তে হবে। তার কারণ, ছোটো প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার রূপতত্ত্ব বেশি গুরুত্বপূর্ণ। শব্দার্থ তত্ত্ব পড়ো। রইল ধ্বনি তত্ত্ব, বাক্য তত্ত্ব । এখান থেকেও প্রশ্ন আসতে পারে। কোনওটা বাদ দেওয়া যাবে না। কিন্তু, শেষ মুহূর্তে গুরুত্ব দেবে- রূপতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব।
    ভিডিয়োয় শুনুন টিপস...
  • রচনার বিষয়ে বলব- মাধ্যমিকে যেমন করেছিলে, সেভাবেই রচনার প্রস্তুতি নিয়ো। রচনার 4টি ধরন থাকে। এবার যেমন- ছাত্রসমাজের সামাজিক ভূমিকা, গণমাধ্যমের সামাজিক ভূমিকা, ভারতের জাতীয় সংহতি আসতে পারে। ভ্রমণের বিষয়ে আসতে পারে।
  • একটা বিতর্কমূলক রচনা থাকে। মতের পক্ষে-বিপক্ষে যুক্তি দিয়ে লিখতে হবে। শেষ টাইপে থাকে মণীষীর জীবনী। এবছর গুরুত্বপূর্ণ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যেহেতু তাঁর জন্মের 200 বছর পূর্ণ হয়েছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়ো। সত্যেন্দ্রনাথ বসুও করতে পারো। রচনা লেখার জন্য হাতে সময় রাখবে।
Last Updated : Mar 1, 2020, 12:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.