কলকাতা, 17 জুন : ফের সংবাদ শিরোনামে শোভন-বৈশাখী ৷ প্রথমে সোশ্যাল মিডিয়ায় তাঁদের অ্যাকাউন্ট জয়েন্ট হল ৷ তার পর জানা গেল যে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) তাঁর স্থাবর-অস্থাবর সব সম্পত্তির অধিকার তিনি দিয়ে দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee) ৷
ফলে এই নিয়ে গতকাল, বুধবার থেকে আলোচনা ও জল্পনার শেষ নেই ৷ কেউ কেউ প্রশ্ন তুলছেন যে এটা কি শোভন চট্টোপাধ্যায় করতে পারেন ? তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) সঙ্গে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি, এই পরিস্থিতিতে তিনি কি নিজের সম্পত্তির অধিকার থেকে স্ত্রীকে বঞ্চিত করতে পারেন ? তাছাড়া শোভন সন্তানরা তো তাঁর বাবার সম্পত্তির উত্তরাধিকারী, তাই তাঁরা কেন সেই সম্পত্তি পাবেন না ?
আরও পড়ুন : Sovan-Baisakhi : শোভনের দানের সম্পত্তি নিয়ে বিপদে পড়তে পারেন বৈশাখীও, মত আইনজীবীদের
সুপ্রিম কোর্টের আইনজীবী অরুণাংশু চক্রবর্তী বলছেন যে আইন অনুযায়ী পৈতৃক সম্পত্তির উপরই অধিকার থাকবে শোভনের সন্তানদের ৷ কিন্তু যে সম্পত্তি শোভনের অর্জিত ৷ তিনি নিজে কিনেছেন ৷ তাতে কারও অধিকার নেই ৷ তাই একমাত্র শোভন চট্টোপাধ্য়ায়ই ঠিক করতে পারেন যে ওই সম্পত্তির অধিকারী কে হবেন ৷ সেই দিক থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সম্পত্তি দান করে কোনও আইনি দিক থেকে কোনও ভুল করেননি শোভন ৷
এতটা বলার পর যদিও একটা ‘কিন্তু’ জুড়েছেন আইনজীবী অরুণাংশু চক্রবর্তী ৷ এর পর তিনি ব্যাখ্যা করেন যে এর পরও সম্পত্তি ফিরে পাওয়ার রাস্তা আছে রত্না চট্টোপাধ্যায় বা শোভন-রত্না সন্তানদের কাছে ৷ কীভাবে ?
আরও পড়ুন : বৈশাখীর সাহসকে কুর্নিশ অনুরাগীর, বোল্ড ম্য়াডোনার সঙ্গে তুলনা বাঙালি বধূর
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানিয়েছেন, এর জন্য আইনি লড়াইয়ে যেতে হবে ৷ প্রমাণ করতে হবে যে শোভন চট্টোপাধ্যায়ের মানসিক সমস্যা রয়েছে ৷ তিনি মানসিক ভাবে অসুস্থ ৷ সেক্ষেত্রে আইনের চোখে এই সম্পত্তি দান বৈধ হবে না ৷ ধরে নেওয়া হবে যে মানসিক ভারসাম্যহীনতার সুযোগ নিয়ে জোর করে শোভনকে দিয়ে সম্পত্তি দান করানো হয়েছে ৷ আর তখন সম্পত্তি আবার শোভন চট্টোপাধ্যায়ের হয়ে যাবে ৷ আর পরে তা পাওয়ার সম্ভাবনা থাকবে রত্না চট্টোপাধ্যায় বা শোভন-রত্নার সন্তানদের কাছে ৷
যদিও শুধুমাত্র সম্পত্তি দানের বিষয়টি সামনে এসেছে ৷ কী কী সম্পত্তি দান করা হয়েছে, তার কোনও বিস্তারিত তথ্য এখনও অধরা ৷ এমনকী, এই সংক্রান্ত কোনও দলিলও প্রকাশ্যে আসেনি ৷ তাই আগামিদিনে শোভন-বৈশাখীর সঙ্গে রত্না বা তাঁর সন্তানরা কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার ৷
আরও পড়ুন : Ratna-Sovan-Baishakhi : রত্নার ‘মার’ থেকে বাঁচতে পুলিশ কমিশনারকে চিঠি বৈশাখীর