কলকাতা, 17 মে: ওয়ারেন্ট ছাড়া কীভাবে তাঁর অফিসে তল্লাশি চালানো হল (police searched office of Suvendu without warrant)? রাজ্যের কী আইন কানুন নেই ? এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu moves HC)।
এ দিন বিচারপতি রাজশেখর মান্থার সিংগল বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা করার অনুমতি চাইলে বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে (Suvendu Adhikari moves Calcutta High Court)।
গত রবিবার কেন আগাম কোনও সূচনা ও সার্চ ওয়ারেন্ট ছাড়াই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে হানা দেয় পুলিশ, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে । সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এ বার হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী ।
আরও পড়ুন: Governor Sought Report From CS : শুভেন্দুর বিধায়ক কার্যালয়ে পুলিশ, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের