ETV Bharat / city

Bowbazar Metro : ফের ভাঙা হতে পারে বাড়ি, চিন্তায় দুর্গাপিতুরির বাসিন্দারা - দুর্গাপিতুরি লেন

দুর্গাপিতুরি লেনে আবারও ভাঙা হতে পারে বাড়ি (Bowbazar Metro)৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা রিপোর্টে এমনটাই জানিয়েছেন কলকাতা পৌরনিগমকে ৷

Bowbazar
বউবাজার
author img

By

Published : May 24, 2022, 10:45 PM IST

বউবাজার, 24 মে : বউবাজার মেট্রো বিপর্যয় নিয়ে প্রাথমিক পর্যায়ের রিপোর্ট সোমবারই জমা পড়েছে কলকাতা পৌরনিগমে । এই রিপোর্ট তৈরি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা ।

রিপোর্ট অনুসারে যে আঠারোটি বাড়ি চিহ্নিত করা হয়েছে তার মধ্যে বেশ কিছু বাড়ি আংশিক ও বেশ কিছু বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলতে হতে পারে (Houses at Durgapituri Lane can be Demolished Again)। ইতিমধ্যেই 9 নম্বর দুর্গা পিতুরি লেনের তিনতলার একাংশে একাধিক ফাটল দেখা দিয়েছে । সেই অংশ দরকার পরলে ভাঙতেও হতে পারে । এই নিয়েই চিন্তায় রয়েছেন এখানকার বাসিন্দারা ৷ এখানে আনন্দ সেন, মিন্টু সেন, শুভাশিস সেন, অমিত সেনরা সপরিবারে থাকেন ।

আরও পড়ুন : Bowbazar Metro Incident : নগরোন্নয়নের ধাক্কা ! মেট্রোর কাজের জেরে অবলুপ্তির পথে আস্ত একটা পাড়া

আনন্দ সেন বলেন, "এটা একটা বিপর্যয় ঠিকই । কিন্তু এটা একটা স্বপ্নের প্রকল্পও বটে । রাজ্য সরকার, কলকাতা পৌরনিগম, কলকাতা পুলিশ প্রত্যেকেই সাহায্য করছে । আমাদের বাড়ি যদি একান্তই ভাঙতে হয় সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই । আমরা চাইব আমাদের ন্যায্য প্রাপ্য যাতে আমরা পাই ।"

ফের বাড়ি ভাঙার চিন্তায় দুর্গা পিতুরির বাসিন্দারা

লাগাতার ক্ষোভ বিক্ষোভের মাঝেই উঠে আসছে ভিন্ন সুর । অসহায় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, বাড়ি ভাঙা গেলে প্রকৃত ক্ষতিপূরণ যেমন দরকার তেমনি এই মেট্রো প্রকল্প আমাদের কলকাতাবাসীর জন্য অতি প্রয়োজন । তাই মেট্রো কর্তৃপক্ষ সব দিকটা বজায় রেখেই আগামী দিনে পা ফেলুক ।

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : দুর্গাপিতুরি লেনে 2টি বাড়ি ভাঙার উদ্য়ােগ

বউবাজার, 24 মে : বউবাজার মেট্রো বিপর্যয় নিয়ে প্রাথমিক পর্যায়ের রিপোর্ট সোমবারই জমা পড়েছে কলকাতা পৌরনিগমে । এই রিপোর্ট তৈরি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা ।

রিপোর্ট অনুসারে যে আঠারোটি বাড়ি চিহ্নিত করা হয়েছে তার মধ্যে বেশ কিছু বাড়ি আংশিক ও বেশ কিছু বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলতে হতে পারে (Houses at Durgapituri Lane can be Demolished Again)। ইতিমধ্যেই 9 নম্বর দুর্গা পিতুরি লেনের তিনতলার একাংশে একাধিক ফাটল দেখা দিয়েছে । সেই অংশ দরকার পরলে ভাঙতেও হতে পারে । এই নিয়েই চিন্তায় রয়েছেন এখানকার বাসিন্দারা ৷ এখানে আনন্দ সেন, মিন্টু সেন, শুভাশিস সেন, অমিত সেনরা সপরিবারে থাকেন ।

আরও পড়ুন : Bowbazar Metro Incident : নগরোন্নয়নের ধাক্কা ! মেট্রোর কাজের জেরে অবলুপ্তির পথে আস্ত একটা পাড়া

আনন্দ সেন বলেন, "এটা একটা বিপর্যয় ঠিকই । কিন্তু এটা একটা স্বপ্নের প্রকল্পও বটে । রাজ্য সরকার, কলকাতা পৌরনিগম, কলকাতা পুলিশ প্রত্যেকেই সাহায্য করছে । আমাদের বাড়ি যদি একান্তই ভাঙতে হয় সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই । আমরা চাইব আমাদের ন্যায্য প্রাপ্য যাতে আমরা পাই ।"

ফের বাড়ি ভাঙার চিন্তায় দুর্গা পিতুরির বাসিন্দারা

লাগাতার ক্ষোভ বিক্ষোভের মাঝেই উঠে আসছে ভিন্ন সুর । অসহায় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, বাড়ি ভাঙা গেলে প্রকৃত ক্ষতিপূরণ যেমন দরকার তেমনি এই মেট্রো প্রকল্প আমাদের কলকাতাবাসীর জন্য অতি প্রয়োজন । তাই মেট্রো কর্তৃপক্ষ সব দিকটা বজায় রেখেই আগামী দিনে পা ফেলুক ।

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : দুর্গাপিতুরি লেনে 2টি বাড়ি ভাঙার উদ্য়ােগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.