কলকাতা, 9 অক্টোবর : আহেরিটোলার পর এবার রবীন্দ্র সরণি । ফের কলকাতায় পুরানো বাড়ি ভেঙে ঘটল দুর্ঘটনা । পুজোর আগে সামান্য বৃষ্টিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মেছুয়া পট্টির 156 রবীন্দ্র সরণি এলাকার এক পুরানো বাড়ির একাংশ । দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে ।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বাড়িটির দোতলার বারান্দা ভেঙে পড়েছে । একজনের মৃত্যু ছাড়াও, এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন ৷ চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে হাসপোতোলে । মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ তৌফিক বলে জানা গিয়েছে । তাঁর বয়স 24 বছর । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
আরও পড়ুন : House Collapse : আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার দায় ইঁদুরের, বলছেন ওয়ার্ড কো-অর্ডিনেটর
জানা গিয়েছে, তিনি ওই একাকার বাসিন্দা নন । এদিন বাইক নিয়ে তিনি ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন । আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় তিনি আহত হন । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় ।