কলকাতা, 18 ডিসেম্বর : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব ও ডিজিপি-কে দিল্লিতে তলব করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক । তবে কোরোনা পরিস্থিতির কারণে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । অবশেষে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে মুখ্যসচিব ও ডিজিপি বীরেন্দ্রর ভার্চুয়াল বৈঠক সম্পন্ন হল ।
বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান আইন-শৃঙ্খলার পরিস্থিতি ও রাজনৈতিক হিংসা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লার সঙ্গে বিস্তারিত আলোচনা হয় আলাপন ও বীরেন্দ্রর । রাজ্য প্রশাসন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কী ব্যবস্থা নিচ্ছে সেই প্রশ্ন তোলেন অজয় কুমার । কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব পুনিয়া সলিলা শ্রীবাস্তবও উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন : কনফারেন্সের প্রস্তাব মানল কেন্দ্র, IPS ডেপুটেশন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য
এদিকে তিন আইপিএসকে ডেপুটেশন পোস্টিং দেওয়া নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে । সেই নিয়েও এই কনফারেন্সে আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে ।
কয়েকদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কলকাতা সফরে কালো পতাকা দেখায় একদল বিক্ষোভকারী, সঙ্গে চলে গো ব্যাক স্লোগান । এই ঘটনার পর বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷
এই অভিযোগের চিঠি পেয়েই রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কে তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । ১৪ ডিসেম্বরে দিল্লি যেতে বলা হয় তাঁদের । পালটা চিঠি দিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এই কোরোনা পরিস্থিতিতে তাঁদের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় । তারপরেই ভিডিয়ো কনফারেন্স করার আর্জি জানায় রাজ্য । রাজ্যের প্রস্তাব মেনে নেয় স্বরাষ্ট্রমন্ত্রক ।