কলকাতা, 27 মে : হুগলির সিঙ্গুর থেকে টাটার ন্যানো কারখানা (Tata Nano Factory) সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জমি আন্দোলনকেই (Mamata Banerjee's Land Movement) বারবার কাঠগড়ায় তোলে বিরোধীরা ৷ কিন্তু সেই মমতার রাজ্য়েই ফের গাড়ি ও স্কুটার তৈরির কারখানা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আর সেই সম্ভাবনা তৈরি হয়েছে এমন একটি সংস্থাকে ঘিরে, যাদের কারখানা একসময় রাজ্যের গর্ব ছিল ৷
ভারতের আইকনিক অটোমেকার হিন্দুস্তান মোটরস (Hindustan Motors) ৷ একসময় তাদেরই গাড়ি তৈরির কারখানা ছিল হুগলির উত্তরপাড়ায় হিন্দমোটরে ৷ 2014 সালে ওই কারখানা বন্ধ হয়ে যায় ৷ সেখানেই এবার রাজ্যের প্রথম ইলেকট্রিক গাড়ি ও স্কুটার নির্মাণের কারখানা তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে ৷ আর এই পুনরুজ্জীবনের সম্ভাবনাকে সামনে রেখেই স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । তিনি মনে করছেন, এই ঐতিহ্যবাহী গাড়ি কারখানা আবার কাজ শুরু হলে, তা বাংলার জন্য সুখবর বয়ে নিয়ে আসবে (Hindustan Motors to make a comeback in Bengal) ।
প্রসঙ্গত, ভারতের আইকনিক অটোমেকার হিন্দুস্তান মোটরস একটি বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক হিসাবে এই সময় ফিরে আসার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে ৷ কোম্পানিটি হুগলির উত্তরপাড়ায় হিন্দমোটরের প্ল্যান্টে বৈদ্যুতিক স্কুটার তৈরির জন্য একটি ইউরোপীয় বৈদ্যুতিক যানবাহন কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে বলে জানা গিয়েছে । প্রাথমিকভাবে, কোম্পানি একটি বৈদ্যুতিক স্কুটার চালু করার পরিকল্পনা করছে ৷ যদিও পরবর্তী পর্যায়ে এটি একটি বৈদ্যুতিক গাড়িও আনতে পারে ।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ইউরোপীয় সংস্থার সঙ্গে হিন্দুস্তান মোটরস একটি এমওইউ স্বাক্ষর করেছে । তবে পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় তিন মাস সময় লাগবে । হিন্দুস্তান মোটরসের ডিরেক্টর উত্তম বসু জানিয়েছেন, প্রাথমিকভাবে কোম্পানিটি বৈদ্যুতিক টু-হুইলার তৈরি শুরু করবে এবং পরে বৈদ্যুতিক গাড়িও চালু করার পরিকল্পনা রয়েছে । তিনি আরও জানান, উদ্যোগটি হিন্দুস্তান মোটরস এবং ইউরোপীয় ইভি কোম্পানির মধ্যে একটি 51:49 যৌথ উদ্যোগ হিসাবে শুরু হবে, যেখানে হিন্দুস্তান মোটরসের হাতেই নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব থাকবে ।
তিনি আরও জানান, তাদের 'এইচএম' ব্র্যান্ডে বিদ্যুত্চালিত স্কুটার নিয়ে আসতে চলেছে হিন্দুস্থান মোটরস । এর জন্য প্রাথমিকভাবে 300 থেকে 400 কোটি টাকা বিনিয়োগ করা হবে । সেই সঙ্গে হিন্দ মোটরস কর্তৃপক্ষের হাতে থাকা জমি ও পরিকাঠামো ধরা হলে মোট লগ্নির পরিমাণ প্রায় 1200 কোটি টাকা ।
এছাড়াও জানা গিয়েছে, একটা সময় ভারতীয়দের স্টাইল আইকন যাকে বলা হত, সেই অ্যাম্বাসেডর আবার ফিরতে চলেছে ভারতীয় বাজারে । নতুন অ্যাম্বাসেডর নিয়ে আসতে হিন্দ মোটর ফাইন্যান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া গাঁটছড়া বেঁধেছে ফ্রেঞ্চ গাড়ি প্রস্তুতকারক সংস্থা পেইগিওট (Peugeot)-এর সঙ্গে । মূলত, অ্যাম্বাসেডর 2.0-র ডিজাইন ও ইঞ্জিনের জন্যই জয়েন্ট ভেঞ্চার কাজ করবে বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর, আগামিদিনে অ্যাম্বাসেডরের একটি ইলেকট্রিক ভার্সনও ভারতে লঞ্চ করা হবে । এখনও পর্যন্ত যা খবর, তাতে পরবর্তী প্রজন্মের এই অ্যাম্বাসেডর গাড়িটি হিন্দুস্তান মোটরসের চেন্নাইয়ের কারখানায় তৈরি হবে বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে । হিন্দ মোটর ফাইন্যান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া-এর অধীনে এই কোম্পানিটি আসলে সিকে বিড়লা গ্রুপের সহকারি সংস্থা ।
নতুন গাড়িটি সম্পর্কে হিন্দুস্তান মোটরসের তরফে বলা হয়েছে, ‘‘এই মুহূর্তে আমরা ‘অ্যাম্বি’-র নতুন লুক এবং ডিজাইন নিয়ে কাজ করছি ।’’ এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, আগামী আর বছর দুয়েকের মধ্যেই গাড়িটি ভারতের বাজারে লঞ্চ হয়ে যাবে । কারণ, ইতিমধ্যেই নতুন অ্যাম্বাসেডরের মেক্যানিকাল ও ডিজাইন ওয়ার্ক অ্যাডভান্সড স্টেজে পৌঁছে গিয়েছে ।
অতএব একদিকে ইলেক্ট্রিক ভেহিকেল ও অন্যদিকে অ্যাম্বাসেডর 2.0 নিয়ে দেশের মানুষকে চমকে দিতে তৈরি হিন্দুস্তান মোটরস । আর এখানে বাংলার প্রাপ্তি একটি পুরোদস্তুর ইলেকট্রিক ভেহিক্যাল কারখানা ।
আরও পড়ুন : Meeting at Nabanna: বর্ষা আসার আগেই আগাম সতর্কতায় বৈঠক নবান্নের