ETV Bharat / city

আলুর দামে নাভিশ্বাস মধ্যবিত্তের, 7 দিনে কমবে দাম; আশ্বাস টাস্ক ফোর্সের

author img

By

Published : Jan 19, 2020, 8:19 AM IST

আলুর দাম ক্রমশ বাড়ায় কমছে বিক্রি ৷ রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, আগামী 7 দিনের মধ্যে আলুর দাম কমবে ৷

7 দিনে কমবে দাম; আশ্বাস টাস্ক ফোর্সের
7 দিনে কমবে দাম; আশ্বাস টাস্ক ফোর্সের

কলকাতা, 19 জানুয়ারি : আলুর দাম ঊর্ধ্বমুখী । বাজার করতে গিয়ে পকেটে টান ধরছে সাধারণ মধ্যবিত্তের । নতুন আলু ওঠার পরেও পরিস্থিতি একই রকম । জ্যোতি আলুর দাম কেজি প্রতি 25 টাকা ৷ নতুন আলুর দামও প্রায় এক । আর চন্দ্রমুখী নাগালের বাইরে । কোথাও কোথাও কেজি প্রতি 40 টাকা দরে বিক্রি হচ্ছে ৷ তবে 7 দিনের মধ্যে আলুর দাম কমবে বলে আশ্বাস দিলেন রাজ্য সরকারের টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ৷

সাধারণত প্রতি বছর এই সময় শীতকালীন সবজিসহ আলুর দাম কম থাকে । তবে এবছর কয়েকটি সবজির পাশাপাশি আলুর দামও উল্লেখযোগ্য হারে বেশি । কাঁকুড়গাছি VIP মার্কেটের ক্রেতাদের বক্তব্য, আলুর দাম কমছে না ৷ নতুন আলুর দামও বেশি ৷ কেজি প্রতি 25 টাকা দরে বিক্রি হচ্ছে ৷ পুরানো আলুর দাম আরও বেশি ৷ কেজি প্রতি 32 টাকা দরে বিক্রি হচ্ছে ৷ অন্যদিকে বিক্রেতাদের বক্তব্য, আলুর দাম বাড়ায় বিক্রি বেশ খানিকটা কমেছে ৷ কারণ এই সময় অন্যান্য বছর আলুর দাম থাকে কেজি প্রতি 15 টাকা থেকে 20 টাকা ৷ সেই তুলনায় এ বছর দাম অনেকটা বেশি ৷

আলুর দাম বাড়ায় টান ধরেছে মধ্যবিত্তের পকেটে ৷

এ বিষয়ে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, "প্রতিবছর প্রচুর পরিমাণে পুরানো আলু থাকে । এ বছরে পুরানো আলু সব বেরিয়ে গেছে ৷ নতুন আলু মাঠ থেকে আসছে । এর ফলে চাষিরা উপকৃত হচ্ছে । চাষিরা যে'টা বিক্রি করছেন বেশ কিছু হাত ঘুরে সেই আলু বাজারে আসছে ৷ এর জন্য আলুর দাম বেশি । আমার আশা, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে দাম কেজি প্রতি 15 টাকায় নে‌মে আসবে । আলুর দাম বৃদ্ধি নিয়ে এনফোর্সমেন্ট থেকে অফিশিয়াল রিপোর্ট গিয়েছে । ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমরা মুখ্যমন্ত্রী কাছে রিপোর্ট পাঠিয়েছি ।"

কলকাতা, 19 জানুয়ারি : আলুর দাম ঊর্ধ্বমুখী । বাজার করতে গিয়ে পকেটে টান ধরছে সাধারণ মধ্যবিত্তের । নতুন আলু ওঠার পরেও পরিস্থিতি একই রকম । জ্যোতি আলুর দাম কেজি প্রতি 25 টাকা ৷ নতুন আলুর দামও প্রায় এক । আর চন্দ্রমুখী নাগালের বাইরে । কোথাও কোথাও কেজি প্রতি 40 টাকা দরে বিক্রি হচ্ছে ৷ তবে 7 দিনের মধ্যে আলুর দাম কমবে বলে আশ্বাস দিলেন রাজ্য সরকারের টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ৷

সাধারণত প্রতি বছর এই সময় শীতকালীন সবজিসহ আলুর দাম কম থাকে । তবে এবছর কয়েকটি সবজির পাশাপাশি আলুর দামও উল্লেখযোগ্য হারে বেশি । কাঁকুড়গাছি VIP মার্কেটের ক্রেতাদের বক্তব্য, আলুর দাম কমছে না ৷ নতুন আলুর দামও বেশি ৷ কেজি প্রতি 25 টাকা দরে বিক্রি হচ্ছে ৷ পুরানো আলুর দাম আরও বেশি ৷ কেজি প্রতি 32 টাকা দরে বিক্রি হচ্ছে ৷ অন্যদিকে বিক্রেতাদের বক্তব্য, আলুর দাম বাড়ায় বিক্রি বেশ খানিকটা কমেছে ৷ কারণ এই সময় অন্যান্য বছর আলুর দাম থাকে কেজি প্রতি 15 টাকা থেকে 20 টাকা ৷ সেই তুলনায় এ বছর দাম অনেকটা বেশি ৷

আলুর দাম বাড়ায় টান ধরেছে মধ্যবিত্তের পকেটে ৷

এ বিষয়ে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, "প্রতিবছর প্রচুর পরিমাণে পুরানো আলু থাকে । এ বছরে পুরানো আলু সব বেরিয়ে গেছে ৷ নতুন আলু মাঠ থেকে আসছে । এর ফলে চাষিরা উপকৃত হচ্ছে । চাষিরা যে'টা বিক্রি করছেন বেশ কিছু হাত ঘুরে সেই আলু বাজারে আসছে ৷ এর জন্য আলুর দাম বেশি । আমার আশা, আগামী 7 থেকে 10 দিনের মধ্যে দাম কেজি প্রতি 15 টাকায় নে‌মে আসবে । আলুর দাম বৃদ্ধি নিয়ে এনফোর্সমেন্ট থেকে অফিশিয়াল রিপোর্ট গিয়েছে । ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমরা মুখ্যমন্ত্রী কাছে রিপোর্ট পাঠিয়েছি ।"

Intro:কলকাতা, ১৮ জানুয়ারি : আলুর দাম ঊর্ধ্বমুখী। প্যাকেট হাতে বাজারে বেরিয়ে পকেটে টান ধরছে সাধারণ মধ্যবিত্তের। নতুন আলু ওঠার পরেও পরিস্থিতি সেই একই রকম। ২৫ টাকা কেজি বা তার বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে জ্যোতি আলু। নতুন আলুর দামও প্রায় এক। আর চন্দ্রমুখী তো হাতের নাগালের বাইরে। অনেক বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরেও। তবে ৭ দিনের মধ্যে আলুর দাম কমবে বলে আজ ইটিভি ভারতের মাধ্যমে সাধরণ মানুষকে আশ্বস্ত করলেন সবজি বাজার নিয়ন্ত্রণের জন্য রাজ‍্য সরকারের গড়া টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে।


Body:সাধারণত প্রতি বছর এই সময় শীতকালীন সবজিসহ আলুর দাম থাকে অনেকটাই কম । তবে এবারে এই রীতির ব্যাঘাত ঘটলো। আশ্চর্যজনকভাবে বেশকিছু সবজির পাশাপাশি আলুর দামও উল্লেখযোগ্য হারে বেশি। আজ কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে রাতের বাজারে আলুর ক্রেতা ও বিক্রেতার মুখোমুখি হয়েছিল ইটিভি ভারত। দেখা গেল বাজারে আলুর যোগান যথেষ্ট বেশি থাকলেও ক্রেতার সংখ্যা ছিল খুবই নগণ্য। দাম বৃদ্ধির কারণেই ক্রেতা কমেছে বলে জানালেন আলু বিক্রেতারা। তাদের বক্তব্য, অন্যান্য বছর দাম থাকে অনেকটাই কম । তবে ক্রেতারা আলু কিনতে যে যথেষ্ট বেগ পাচ্ছে জানালেন সে কথা‌। রাজ্য সরকারের গড়া সবজি বাজার নিয়ন্ত্রণের টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, "প্রতিবছর প্রচুর পরিমাণে পুরনো আলু থাকে। এ বছরের পুরনো আলু উঠে গিয়েছে। নতুন আলু মাঠ থেকে আসছে। এর ফলে চাষীরা উপকৃত হচ্ছে। এর জন্য আলুর দাম বেশি। আমার আশা ৭ থেকে ১০ দিনের মধ্যে ১৫ টাকায় নে‌মে আসবে। আলুর দাম বৃদ্ধি নিয়ে এনফোর্সমেন্ট থেকে অফিসিয়াল রিপোর্ট গিয়েছে । ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমরা মুখ্যমন্ত্রী কাছে রিপোর্ট পাঠিয়েছি।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.