কলকাতা, 5 জানুয়ারি : কলকাতার রাজাবাজার থেকে হেরোইন নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর এলাকায় । ক্যারিয়ার ছিলেন এক মহিলা । এমনই খবর ছিল কলকাতা পুলিশের নারকোটিক কন্ট্রোল সেলের কাছে । আর সেই সূত্রেই সফল হল না মাদকের ওই ক্যারিয়ার । গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে । উত্তর হয়েছে লাখ টাকার হেরোইন ।
লালবাজার সূত্রের খবর, সূত্র মারফত খবর আসে বড়সড় মাদক পাচার হবে রাজাবাজারে । পাচার হবে হেরোইন । সেই সূত্রে বিকেলে ঝাঁপিয়ে পড়ে গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক শাখা । ততক্ষণে মাদকের হাত বদল হয়েছে। ক্যারিয়ারের কাছে পৌঁছে গেছে হেরোইন । পুলিশ রাজাবাজার ট্রাম ডিপোর কাছে রাজ ব্রাদার্স নামে এক দোকানের সামনে আটক করে সন্দেহভাজন ওই মহিলাকে । নাম জাহানারা বিবি ওরফে জানু । বাড়ি দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের ভাসা এলাকায় । জাহানারাকে তল্লাশি করে একটি জুতোর বাক্স মেলে । সেটি খুলতেই বেরিয়ে পড়ে হেরোইন । মোট 10 টি প্লাস্টিকের প্যাকেটে ওই হিরোইন ছিল । ওই প্যাকেটগুলির মোট ওজন 1.10 কেজি । জাহানারাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ইদানিং বিষ্ণুপুর এলাকায় মাদকের রমরমা কারবার চলছে বলে খবর ছিল কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কাছে । জাহানারাকে গ্রেপ্তারের পর ওই মাদকচক্রের জাল অনেকটাই কাটা যাবে বলে নিশ্চিত গোয়েন্দারা । ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই মাদকচক্রের কারা জড়িত সে সম্পর্কে নিশ্চিত হতে চাইছে কলকাতা পুলিশ । পাশাপাশি রাজাবাজারে কার থেকে ওই হেরোইন সে পেয়েছে তাও জানার চেষ্টা চলছে ।