ETV Bharat / city

Weather Forecast : আজ কলকাতা-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামী 24 ঘণ্টাতেও রাজ্যে জারি থাকবে ভারী বৃষ্টি ৷ এমনই জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে চলবে ভারী বৃষ্টি ৷

কলকাতায় বৃষ্টির সম্ভবনা
কলকাতায় বৃষ্টির সম্ভবনা
author img

By

Published : Jul 8, 2021, 11:02 AM IST

কলকাতা, 8 জুলাই : আগামী 24 ঘণ্টাতেও কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে ৷ পাশাপাশি দক্ষিণবঙ্গে উপকূলীবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস ।

উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা । এই অক্ষরেখা বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে । সেই সঙ্গেই উত্তরপ্রদেশের একটি অংশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত । আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে অন্ধপ্রদেশ পর্যন্ত । এর প্রভাবেই রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে । সেই সঙ্গেই রাজ্যের মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাত হবে জানিয়েছে আবহাওয়া অফিস ।

কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে । আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 101.3 মিলিমিটার । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

দক্ষিণবঙ্গে জেলাগুলোতেও আকাশ আংশিক মেঘলা রয়েছে । কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । আগামী 24 ঘণ্টায় কলকাতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে ।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে । দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আরও পড়ুন : পাম্পিং স্টেশনের গাফিলতিতেই জল-যন্ত্রণা, একাধিক নির্দেশ কলকাতা পৌরনিগমের

কলকাতা, 8 জুলাই : আগামী 24 ঘণ্টাতেও কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে ৷ পাশাপাশি দক্ষিণবঙ্গে উপকূলীবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস ।

উত্তরপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা । এই অক্ষরেখা বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে । সেই সঙ্গেই উত্তরপ্রদেশের একটি অংশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত । আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে অন্ধপ্রদেশ পর্যন্ত । এর প্রভাবেই রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে । সেই সঙ্গেই রাজ্যের মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাত হবে জানিয়েছে আবহাওয়া অফিস ।

কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে । আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় দু-এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 101.3 মিলিমিটার । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

দক্ষিণবঙ্গে জেলাগুলোতেও আকাশ আংশিক মেঘলা রয়েছে । কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । আগামী 24 ঘণ্টায় কলকাতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে ।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে । দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

আরও পড়ুন : পাম্পিং স্টেশনের গাফিলতিতেই জল-যন্ত্রণা, একাধিক নির্দেশ কলকাতা পৌরনিগমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.