ETV Bharat / city

সন্ধ্যার পর দুর্যোগের আশঙ্কা, রাজ্যের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা - weather news

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিকে নিম্নচাপ তৈরি হবে । এবং সেই নিম্নচাপ ক্রমশ সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করবে । এই নিম্নচাপের জেরে আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

weather news
weather news
author img

By

Published : Sep 20, 2020, 2:11 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে নিম্নচাপ । এই নিম্নচাপের জেরে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপের জেরে কয়েকটি সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ বিকেলের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে । আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । সেই সঙ্গে নদীগুলোতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে । বৃষ্টির দাপটে ধসের আশঙ্কা রয়েছে পাহাড়ি এলাকাগুলিতে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিকে নিম্নচাপ তৈরি হবে । এবং সেই নিম্নচাপ ক্রমশ সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করবে । এই নিম্নচাপের জেরে আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই নিম্নচাপের প্রভাবে ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামীকাল ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও কলকাতায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে । সকাল থেকে কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে । তবে বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 61 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আগামীকাল দক্ষিণবঙ্গের সাত জেলায় কমলা সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর । বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে । আগামীকাল উত্তরবঙ্গের পাঁচ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । মঙ্গলবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 200 মিলিমিটারের বেশি পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় । দার্জিলিং আলিপুরদুয়ারে কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

আগামী বুধবার উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি চলবে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে । সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে । মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । যে সকল মৎস্যজীবী সমুদ্রে গেছে তাঁদের আজ সন্ধ্যার আগেই ফিরে আসতে বলা হয়েছে । এই বৃষ্টির জন্য নদীগুলির জলস্তর বৃদ্ধি পাবে । পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির দাপটে ধসের সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 20 সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে নিম্নচাপ । এই নিম্নচাপের জেরে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । নিম্নচাপের জেরে কয়েকটি সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ বিকেলের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে । আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । সেই সঙ্গে নদীগুলোতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে । বৃষ্টির দাপটে ধসের আশঙ্কা রয়েছে পাহাড়ি এলাকাগুলিতে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিকে নিম্নচাপ তৈরি হবে । এবং সেই নিম্নচাপ ক্রমশ সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করবে । এই নিম্নচাপের জেরে আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই নিম্নচাপের প্রভাবে ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামীকাল ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও কলকাতায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে । সকাল থেকে কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে । তবে বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 61 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

আগামীকাল দক্ষিণবঙ্গের সাত জেলায় কমলা সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর । বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আগামীকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে । আগামীকাল উত্তরবঙ্গের পাঁচ জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । মঙ্গলবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 200 মিলিমিটারের বেশি পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় । দার্জিলিং আলিপুরদুয়ারে কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

আগামী বুধবার উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা-মাঝারি বৃষ্টি চলবে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে । সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে । মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । যে সকল মৎস্যজীবী সমুদ্রে গেছে তাঁদের আজ সন্ধ্যার আগেই ফিরে আসতে বলা হয়েছে । এই বৃষ্টির জন্য নদীগুলির জলস্তর বৃদ্ধি পাবে । পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির দাপটে ধসের সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.