কলকাতা, ১ ফেব্রুয়ারি: প্রধান শিক্ষকদের পদ একটি সিঙ্গল ক্যাডার পদ। তাঁদের একটি বিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত বিষয়গুলির পাশাপাশি অন্যান্য কাজকর্মও করতে হয়। তার উপর নির্বাচন পরিচালনার দায়িত্ব সামলাতে হলে তা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে যেন তাঁদের নির্বাচনী কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। এই আবেদন জানিয়ে সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিলেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা।
এটাই প্রথমবার নয়। এর আগেও একই আবেদন জানিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন দিয়েছিল স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস। এদিন আবারও বিভিন্ন জেলার থেকে আসা প্রায় 20 জন প্রধান শিক্ষক-শিক্ষিকা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ডেপুটেশন দিলেন। মূলত, আসন্ন বিধানসভা নির্বাচনে সারা পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নির্বাচনের কাজ থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের পাশাপাশি নির্বাচনের পর স্কুলগুলির যে বেহাল অবস্থা হয়, তা সংস্কারের দাবিও জানানো হয় এদিন।
আরও পড়ুন: ইউআইটির অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ অনশনে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা
স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দনকুমার মাইতি বলেন, "আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি গুরুত্বপূর্ণ ডেপুটেশন দেওয়া হয়। প্রধান শিক্ষকদের পদ হল একটি সিঙ্গল ক্যাডার পদ। এই পদে থেকে আমাদের বিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও নন-অ্যাকাডেমিক কাজকর্ম পরিচালনা করতে হয়। তার উপর নির্বাচন পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। প্রধান শিক্ষককে বিদ্যালয়ের সকল দায়িত্ব পালন করতে হয়। তাই নির্বাচন থেকে অব্যাহতি চেয়ে এই আবেদন করতে হয়েছে। এছাড়া, নির্বাচনে বিদ্যালয়কে ব্যবহার করার পর যেভাবে নোংরা করা হয়, তা পরিষ্কার করা এবং প্রয়োজনে সংস্কারেরও দাবি জানানো হয়েছে।"