ETV Bharat / city

Gun Salute to KK : রবীন্দ্রসদনে গান স্যালুটে শেষ বিদায় কে কে-র

author img

By

Published : Jun 1, 2022, 3:28 PM IST

Updated : Jun 1, 2022, 8:52 PM IST

কলকাতায় অনুষ্ঠান শেষে প্রয়াত হন সঙ্গীত শিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ গতকাল রাতে নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষের পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (KK Demise) ৷

Gun Salute to KK from State Govt in Rabindra Sadan
Gun Salute to KK

কলকাতা, 1 জুন : চিরবিদায় ! চোখের জলে কলকাতায় শেষ বিদায় প্রিয় কে কে-র ৷ রবীন্দ্রসদনে রাজ্য সরকারের তরফে গান স্যালুটে শেষ শ্রদ্ধা প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে-র (Gun Salute to KK from Bengal Govt in Rabindra Sadan) ৷ সকালেই কলকাতায় আসেন শিল্পীর স্ত্রী এবং মেয়ে ৷ রবীন্দ্রসদনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক বাবুল সুপ্রিয়, মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক মদন মিত্র এবং কলকাতা ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷

Gun Salute to KK from State Govt in Rabindra Sadan
চোখের জলে কলকাতায় শেষ বিদায় প্রিয় কে কে-র

কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের দেহ নিয়ে আজই তাঁর পরিবার মুম্বই ফিরছেন (KK Demise) ৷ গান স্যালুটের পর রবীন্দ্রসদন থেকে গ্রিন করিডর করে কে কে-র দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানবন্দরে ৷ আজ কলকাতা বিমানবন্দরে তাঁকে গান স্যালুট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ পরে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানান, ময়নাতদন্তে অনেকটা সময় লেগে যাবে ৷ সেই কারণে বিমানবন্দরের বদলে রবীন্দ্রসদনে গান স্যালুট দেওয়া হবে প্রয়াত এই শিল্পীকে ৷

আরও পড়ুন : KK Demise : কে কে-র মৃত্য়ুর তদন্তে ধর্মতলার হোটেলে ফরেন্সিক দল

প্রসঙ্গত, গত সোমবার কে কে কলকাতায় এসেছিলেন দু’টি কলেজ ফেস্টের অনুষ্ঠানে গান গাইতে ৷ প্রথমটি ছিল সোমবার ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের এবং মঙ্গলবার গুরুদাস কলেজের ফেস্ট ৷ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে গতকালের সেই শো’তে পারফর্ম করার পর রাতেই মৃত্যু হয় তাঁর ৷ স্টেজে ওঠার আগে থেকেই অস্বস্তিবোধ করছিলেন ৷ স্টেজের আলোয় কষ্ট হচ্ছিল তাঁর ৷ গানের মাঝে বারে বারে বিরতি নিচ্ছিলেন ৷ কিন্তু, তা সত্ত্বেও মঞ্চ ছাড়েননি কৃষ্ণকুমার কুন্নাথ ৷ শো শেষ করে হোটেলে ফিরে আসেন ৷ সেখানে ফের অস্বস্তিবোধ করেন ৷ দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

রবীন্দ্রসদনে রাজ্য সরকারের তরফে গান স্যালুটে শেষ শ্রদ্ধা প্রয়াত সঙ্গীত শিল্পীকে

কলকাতা, 1 জুন : চিরবিদায় ! চোখের জলে কলকাতায় শেষ বিদায় প্রিয় কে কে-র ৷ রবীন্দ্রসদনে রাজ্য সরকারের তরফে গান স্যালুটে শেষ শ্রদ্ধা প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে-র (Gun Salute to KK from Bengal Govt in Rabindra Sadan) ৷ সকালেই কলকাতায় আসেন শিল্পীর স্ত্রী এবং মেয়ে ৷ রবীন্দ্রসদনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক বাবুল সুপ্রিয়, মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক মদন মিত্র এবং কলকাতা ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷

Gun Salute to KK from State Govt in Rabindra Sadan
চোখের জলে কলকাতায় শেষ বিদায় প্রিয় কে কে-র

কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের দেহ নিয়ে আজই তাঁর পরিবার মুম্বই ফিরছেন (KK Demise) ৷ গান স্যালুটের পর রবীন্দ্রসদন থেকে গ্রিন করিডর করে কে কে-র দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা বিমানবন্দরে ৷ আজ কলকাতা বিমানবন্দরে তাঁকে গান স্যালুট দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ পরে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানান, ময়নাতদন্তে অনেকটা সময় লেগে যাবে ৷ সেই কারণে বিমানবন্দরের বদলে রবীন্দ্রসদনে গান স্যালুট দেওয়া হবে প্রয়াত এই শিল্পীকে ৷

আরও পড়ুন : KK Demise : কে কে-র মৃত্য়ুর তদন্তে ধর্মতলার হোটেলে ফরেন্সিক দল

প্রসঙ্গত, গত সোমবার কে কে কলকাতায় এসেছিলেন দু’টি কলেজ ফেস্টের অনুষ্ঠানে গান গাইতে ৷ প্রথমটি ছিল সোমবার ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের এবং মঙ্গলবার গুরুদাস কলেজের ফেস্ট ৷ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে গতকালের সেই শো’তে পারফর্ম করার পর রাতেই মৃত্যু হয় তাঁর ৷ স্টেজে ওঠার আগে থেকেই অস্বস্তিবোধ করছিলেন ৷ স্টেজের আলোয় কষ্ট হচ্ছিল তাঁর ৷ গানের মাঝে বারে বারে বিরতি নিচ্ছিলেন ৷ কিন্তু, তা সত্ত্বেও মঞ্চ ছাড়েননি কৃষ্ণকুমার কুন্নাথ ৷ শো শেষ করে হোটেলে ফিরে আসেন ৷ সেখানে ফের অস্বস্তিবোধ করেন ৷ দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷

রবীন্দ্রসদনে রাজ্য সরকারের তরফে গান স্যালুটে শেষ শ্রদ্ধা প্রয়াত সঙ্গীত শিল্পীকে
Last Updated : Jun 1, 2022, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.