ETV Bharat / city

Impact of GST in Durga Puja: পুজোর খাওয়া-দাওয়া থেকে সিনেমা দেখা, পকেটে হাত পড়বে মধ্যবিত্তর - Prices will rise due to GST

শুধু কি তাই পুজোর সময় জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর খরচও বাড়তে চলেছে । জিএসটির পরিমাণ আগে ছিল 12 শতাংশ । এখন তা বেড়ে হয়েছে 18 শতাংশ । সিনেমা তৈরির ক্ষেত্রে জিএসটির পরিমাণ বেড়ে হয়েছে 18 শতাংশ । চামড়ার তৈরির বিভিন্ন জিনিসের খরচ বেড়ে হয়েছে 18 শতাংশ (Prices will rise due to GST) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 31, 2022, 1:25 PM IST

Updated : Aug 31, 2022, 1:37 PM IST

কলকাতা, 31 অগস্ট: পৃথিবীর সবচেয়ে শ্রুতিমধুর শব্দ ‘মা’ । ‘মা’ হয়ত কোনও একটি শব্দ মাত্র নয়, নিজেই একটি ভাষা । কিন্তু বাতাসে যখন কাসফুলের গন্ধ ছড়িয়ে পড়ে, নীল-সাদা মেঘের চাদরে আকাশ নিজেকে সাজায় তখন পছন্দরা বদলে যেতে থাকে । সেই 'সব পেয়েছি'র দিনে বিশ্বের যে কোনও প্রান্তের বাঙালির সবচেয় প্রিয় শব্দ- পুজো আসছে (Prices will rise due to GST) ।

জীবনের সব প্রেমের মতো সব পুজোই আলাদা আলাদা কারণে জরুরি । তবে সিরিজ প্রেমের একটা শেষ থাকে । সেভাবেই একেকটা পুজোর অভিঘাত অন্য গুলোর চেয়ে একটু হলেও বেশি হয় । সেই দিক থেকে ভাবলে এবারের পুজো বিশেষ । করোনা দুটো বছর কেড়ে নিয়েছে জীবন থেকে । দুর্গা পুজো বন্ধ হয়নি ঠিকই তবে নান কারণে আনন্দে কাঁটছাট করতে হয়েছে । কখনও সংক্রমণের ভয় কখনও আবার অন্য কোনও কারণে গুটিয়ে থাকতে হয়েছে সবাইকে । এবার সংক্রমণের ভয় কেটেছে অনেকটাই । নতুন করে সংক্রমণের আচমকা বৃদ্ধির তেমন আশঙ্কা করছেন না স্বাস্থ্য় বিশেষজ্ঞরাও । আর এতেই আনন্দের দুয়ার খুলে গিয়েছে । পুজোর মাস খানেক আগে থেকেই পুজো পুজো রব চারপাশে । সকাল থেকে রাত অপেক্ষা নিয়েই দিন কাটছে বাঙালির ।

পুজো মানে তো শুধু উৎসব বা আনন্দ নয় । পুজো মানে আয়োজনও । আর করোনার পর্বের পর আসা পুজো ঘিরে আয়োজন যে একটু বেশি হতে বাধ্য তাও কারও অজানা নয় । কিন্তু এখানেই বেশ কিছ খারাপ খবর অপেক্ষা করে আছে আমাদের জন্য । পুজোর সময় আমাদের নানা কাজে লাগে এমন বহু জিনিসের উপর অতিরিক্ত পরিমাণে জিএসটি বসেছে । মানে সোজা কথায়, এই সব জিনিসেরই দাম বাড়বে । প্রথমেই যেটা মনে রাখা দরকার তা হল শুধু পুজোর কাজে লাগে এমন জিনিস মহার্ঘ হবে ব্যাপারটা এমন নয় । পুজোর সময় সিনেমা দেখার মতো বিষয়ও মহার্ঘ হতে চলেছে ।

আরও পড়ুন : ণেশ চতুর্থীর নৈবেদ্য সাজান বিনায়কের প্রিয় রকমারি মোদকে

শুধু কি তাই পুজোর সময় জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর খরচও বাড়তে চলেছে । জিএসটির পরিমাণ আগে ছিল 12 শতাংশ । এখন তা বেড়ে হয়েছে 18 শতাংশ । সিনেমা তৈরির ক্ষেত্রে জিএসটির পরিমাণ বেড়ে হয়েছে 18 শতাংশ । চামড়ার তৈরির বিভিন্ন জিনিসের খরচ বেড়ে হয়েছে 18 শতাংশ । 18 শতাংশ জিএসটি দিলে তবে ব্যাঙ্ক সংক্রান্ত কাজ করা যাবে । মানে পুজোর আগে ব্যাংকমুখী হলে পকেটে হাত পড়বে । এর পাশাপাশি দইয়ের উপর দিতে হচ্ছে 5 শতাংশ জিএসটি । চাল এবং আটার উপরও একই পরিমাণে জিএসটি দিতে হবে । গুড় বা চিনির উপরেও 5 শতাংশ জিএসটি বসিয়েছে কাউন্সিল । এর পাশাপাশি পুজোর সময় পছন্দের হোটেল গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও শান্তি নেই ! বিলের উপরে দিতে হবে 12 শতাংশ জিএসটি ।

কলকাতা, 31 অগস্ট: পৃথিবীর সবচেয়ে শ্রুতিমধুর শব্দ ‘মা’ । ‘মা’ হয়ত কোনও একটি শব্দ মাত্র নয়, নিজেই একটি ভাষা । কিন্তু বাতাসে যখন কাসফুলের গন্ধ ছড়িয়ে পড়ে, নীল-সাদা মেঘের চাদরে আকাশ নিজেকে সাজায় তখন পছন্দরা বদলে যেতে থাকে । সেই 'সব পেয়েছি'র দিনে বিশ্বের যে কোনও প্রান্তের বাঙালির সবচেয় প্রিয় শব্দ- পুজো আসছে (Prices will rise due to GST) ।

জীবনের সব প্রেমের মতো সব পুজোই আলাদা আলাদা কারণে জরুরি । তবে সিরিজ প্রেমের একটা শেষ থাকে । সেভাবেই একেকটা পুজোর অভিঘাত অন্য গুলোর চেয়ে একটু হলেও বেশি হয় । সেই দিক থেকে ভাবলে এবারের পুজো বিশেষ । করোনা দুটো বছর কেড়ে নিয়েছে জীবন থেকে । দুর্গা পুজো বন্ধ হয়নি ঠিকই তবে নান কারণে আনন্দে কাঁটছাট করতে হয়েছে । কখনও সংক্রমণের ভয় কখনও আবার অন্য কোনও কারণে গুটিয়ে থাকতে হয়েছে সবাইকে । এবার সংক্রমণের ভয় কেটেছে অনেকটাই । নতুন করে সংক্রমণের আচমকা বৃদ্ধির তেমন আশঙ্কা করছেন না স্বাস্থ্য় বিশেষজ্ঞরাও । আর এতেই আনন্দের দুয়ার খুলে গিয়েছে । পুজোর মাস খানেক আগে থেকেই পুজো পুজো রব চারপাশে । সকাল থেকে রাত অপেক্ষা নিয়েই দিন কাটছে বাঙালির ।

পুজো মানে তো শুধু উৎসব বা আনন্দ নয় । পুজো মানে আয়োজনও । আর করোনার পর্বের পর আসা পুজো ঘিরে আয়োজন যে একটু বেশি হতে বাধ্য তাও কারও অজানা নয় । কিন্তু এখানেই বেশ কিছ খারাপ খবর অপেক্ষা করে আছে আমাদের জন্য । পুজোর সময় আমাদের নানা কাজে লাগে এমন বহু জিনিসের উপর অতিরিক্ত পরিমাণে জিএসটি বসেছে । মানে সোজা কথায়, এই সব জিনিসেরই দাম বাড়বে । প্রথমেই যেটা মনে রাখা দরকার তা হল শুধু পুজোর কাজে লাগে এমন জিনিস মহার্ঘ হবে ব্যাপারটা এমন নয় । পুজোর সময় সিনেমা দেখার মতো বিষয়ও মহার্ঘ হতে চলেছে ।

আরও পড়ুন : ণেশ চতুর্থীর নৈবেদ্য সাজান বিনায়কের প্রিয় রকমারি মোদকে

শুধু কি তাই পুজোর সময় জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর খরচও বাড়তে চলেছে । জিএসটির পরিমাণ আগে ছিল 12 শতাংশ । এখন তা বেড়ে হয়েছে 18 শতাংশ । সিনেমা তৈরির ক্ষেত্রে জিএসটির পরিমাণ বেড়ে হয়েছে 18 শতাংশ । চামড়ার তৈরির বিভিন্ন জিনিসের খরচ বেড়ে হয়েছে 18 শতাংশ । 18 শতাংশ জিএসটি দিলে তবে ব্যাঙ্ক সংক্রান্ত কাজ করা যাবে । মানে পুজোর আগে ব্যাংকমুখী হলে পকেটে হাত পড়বে । এর পাশাপাশি দইয়ের উপর দিতে হচ্ছে 5 শতাংশ জিএসটি । চাল এবং আটার উপরও একই পরিমাণে জিএসটি দিতে হবে । গুড় বা চিনির উপরেও 5 শতাংশ জিএসটি বসিয়েছে কাউন্সিল । এর পাশাপাশি পুজোর সময় পছন্দের হোটেল গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও শান্তি নেই ! বিলের উপরে দিতে হবে 12 শতাংশ জিএসটি ।

Last Updated : Aug 31, 2022, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.