কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতার প্রাণ গড়ের মাঠের সবুজ ধ্বংস করা হচ্ছে। বেআইনি পার্কিং, আবর্জনার স্তূপ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল আজ। ময়দানের চারদিকে এবং মাঠের মধ্যে যেভাবে বেআইনি পার্কিং করা হয় , রাস্তাজুড়ে গাড়ি দাঁড়িয়ে থাকে তা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগামী 24 ডিসেম্বর মামলার শুনানিতে সেনা , রাজ্যসহ সব পক্ষকে হাজির থাকার নির্দেশ দিল হাইকোর্ট।
কলকাতার বায়ু দূষণের মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ৷ সে নিয়ে ইতিমধ্যেই পরিবেশবিদরা উদ্বিগ্ন। ময়দান চত্বর হচ্ছে কলকাতার প্রাণ। শীত পড়তে শুরু করলেই গোটা ময়দানজুড়ে শুরু হয়ে যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা লোকজনের ভিড়। চলে পিকনিক। উনুন জ্বালিয়ে চলে রান্নাবান্না। খাবার খাওয়ার পর যত্রতত্র প্লাস্টিক ফেলা হয়। এই ব্যাপারেও পরিবেশবিদরা বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কলকাতার বায়ু দূষণের মাত্রা কমাতে গোটা ময়দান চত্বর অন্যতম ভূমিকা পালন করে। ফলে, ময়দান চত্বর যত দূষিত হবে কলকাতায় বায়ু দূষণের মাত্রা তত বাড়বে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন : এনামুল হকের 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ কলকাতা হাইকোর্টের
পাশাপাশি গঙ্গাসাগর মেলার সময় বাবুঘাট সংলগ্ন ময়দান চত্বরে যেভাবে পুণ্যার্থীরা জমায়েত করেন তাতেও কলকাতা দূষণের মাত্রা বাড়ে বলে ইতিমধ্যেই সরব হয়েছেন পরিবেশবিদরা। এই সমস্ত দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেই কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। ফলে, কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় আগামী 24 ডিসেম্বর তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।